নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের গহীনে ডুব দেই হাঁস যেমন শামুক খোজে তেমনি তুলে আনি স্মৃতি থেকে এক একটি শামুক খুঁজতে থাকি তোমাকে । বড় অস্পষ্ট তুমি স্মৃতি হাতড়ে বেড়াই , ডুব দেই যতক্ষণ দম থাকে খুঁজি তোমায় । দম ফুরাবার সাথে সাথে কষ্ট বাড়ে । একটু একটু কষ্ট নিয়ে উপরে আসি হা করে প্রচণ্ড বেগে দম নেই ঠিক তোমাকে দেখলে হৃৎপিণ্ডটা এভাবেই লাফাত । কি প্রচণ্ড ভালো লাগা ! আজো আছে প্রচণ্ড কষ্ট ! জীবন তার চেয়েও কঠিন টেনে হিঁচড়ে নিয়ে চলে তার আপন পথে । জীবন কি কষ্ট বোঝে? ওর কি মন আছে ? জীবন তো মানুষ নয় বাস্তবতা ।
©somewhere in net ltd.