নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

পথ

১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

এই পৃথিবীর সব কিছুই আমরা দুটি ভাগে ভাগ করি " ভালো ও মন্দ " যদি শয়তান ও কুপ্রবৃত্তি জিনিসটা না থাকতো , তাহলে ব্যাপারটা কি হতো ???????????



আমার ধারণা তখনও সব কিছু দুই পথেই ভাগ হতো । পথ দুটি , জ্ঞানী ও কম জ্ঞানী । কিন্তু মূর্খ বা বোকা নয় । কারণ তখন এমন কোন শব্দ ব্যবহৃত হতো না যার দ্বারা মানুষকে অসম্মান করা হয় ।



তখন সবাই একটি বিষয়ের দিকেই ধাবিত হতো তা হল " জ্ঞান " । জ্ঞানই হতো মানুষের একমাত্র লক্ষ্য । মানুষের আশীর্বাদের বাক্য " সুখী হও " হতো না , আশীর্বাদ হতো " জ্ঞানী হও " ।



"এবং এটাই সত্য , মানুষ মাত্রই জ্ঞানী । TO HUMAN IS WISE"





সভ্য ও অসভ্য উভয় জগতের ক্ষমতার মাপকাঠি শক্তি আর হিংস্রতা । ক্ষমতায় জ্ঞানের কোন স্থান নাই । শান্তির মূল উৎস জ্ঞান । ক্ষমতা সবসময়ই শান্তির চেয়ে চকচকে । ক্ষমতা ও শান্তি কখনোই একসাথে থাকতে পারেনা ।





জয় - পরাজয় , পাওয়া - না পাওয়া , জীবনের একটা অংশ মাত্র । কিন্ত অবশ্যই জীবন নয় ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.