নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কি ? তুমি কে ? তুমি কি জানো ? তুমি কতটুকু জানো ? তুমি কি চেনো ? তুমি কাকে চেনো ?
তুমি যা , তুমি যে , তুমি যা জানো , তুমি যতটুকু জানো , তুমি যা চেনো , তুমি যাকে চেনো , সেটাই মন্ত্র ।
জন্মপূর্বে তুমি সেই মন্ত্র জানতে । আজো তুমি সেই মন্ত্র জানো । মৃত্যুর পরেও তুমি সেই মন্ত্রই জানবে ।
তুমি ' আমি ' , তুমি ' তুমি ' , তুমি ' আমি ' কে জানো । তুমি ' আমি ' পর্যন্ত জানো । তুমি ' আমি ' চেনো । তুমি ' আমি ' কে চেনো ।
এই ' আমি ' তোমার অন্তরে লেখা । তোমার প্রতি রন্ধ্রে রন্ধ্রে লেখা । লেখা তোমার প্রীতিটি রক্ত কোষে । তোমার রক্ত বয়ে যায় ' আমি ' এর নামে ।
তুমি সব ভুলে যাও । তুমি সব হারাও । তুমি শুরু হও । তুমি শেষ হয়ে যাও । তোমার ' আমি ' তোমারই থাকে ।
তুমি তার ডাক শুনে হাজার ভীড়ে ফিরে চাও । স্বপ্নে তার নাম শুনে চমকে ওঠো । তুমি বারবার হাজার বার ' আমি ' কে শুনতে চাও ।' আমি ' এর ডাক শুনতে চাও ।
তুমি মন প্রাণ সব দিয়ে বলো ' আমি '! ' আমি '! ' আমি '!
মন্ত্র - তোমার নাম ।
নিজেকে ডাকো । উচ্চারণ করো মন্ত্রের মতো ।
©somewhere in net ltd.