নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেবতা খোঁজো ?পাওনা তাঁরে !
সে যে তোমারই মাঝে ।
খুঁজে দেখো পাবে,
আত্মা আর আয়না জেগেই থাকে ।
শূন্য কি ? শূন্য মিথ্যা
সত্য এক , একই দেবতা ।
সৃষ্টির শুরু এক থেকে
যেখান এক দেবতা থাকে।
তাই যদি সত্য হয়
দেবতা থেকেই সৃষ্টি হয়।
একের আগেও নেই, একের পরেও নেই
সকল সৃষ্টি একের মাঝেই।
দেবতা এক, যদি একই হয়
সব সৃষ্টি তো এক থেকেই হয় ।
জানা অজানা, ভালো মন্দ
সবই দেবতার অংশ ।
সব সৃষ্টি এক থেকে হয়
সব কিছু মিশে একই হয়।
দেবতা খোঁজো ?পাওনা তাঁরে !
সে যে তোমারই মাঝে ।
©somewhere in net ltd.