নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি মানুষ , তুমি শ্রেষ্ঠ । কিন্তু তুমি অহঙ্কার করনি । কোরআন তোমাকে বলে তুমি আশরাফুল মাখলুকাত , সৃষ্টির সেরা জীব । পৃথিবীর প্রতিটি ধর্ম গ্রন্থ , প্রতিটি মতবাদ , প্রতিটি আদর্শ তোমকে নিয়ে তোমাকে ঘিরে।
তুমি জীবন ভালোবাসো। তাই জীবনকে তুমি চাও অন্ধের মত ।আর এই পাগল প্রায় ভালোবাসায় তুমি অন্ধ হয়ে যাও । তুমি তখন কিছুই দেখনা । ছুটতে থাকো জীবনের পেছনে । জীবন , জীবনের কথা নিয়ে তোমার কত কল্পনা, কত স্বপ্ন জীবনকে সাজাবে বলে । এক সময় তুমি জীবনকে নিয়ে যাও নিজের উপরে সব কিছুর উপরে ।আর তখনই তুমি ভুল কর।
জীবনের মায়ায় তুমি চলে যাও ভুল পথে । খুঁজে ফের শান্তি সুখ । কিন্তু তুমি জানোনা জীবন যেখানে সেখানেই রয়েছে ঠিক তোমার পেছনে । হয়ত তোমার পায়ে জোড়া লেগে থাকা ছায়াটিই জীবন।
জীবন যেদিকে যায় যাক না ! তোমার কি ? তুমি যাও তোমার পথে , তুমি যা চাও । জীবন আসবে তোমার পিছু পিছু , কারণ তুমি ছাড়া জীবন অচল , তুমি ছাড়া জীবনের কোন অর্থই নেই । তুমি জীবনকে না , জীবন তোমাকে অনুসরণ করবে।
জীবন করছেও তাই , সে তোমাকেই অনুসরণ করছে । তুমি ভাবো জীবন সামনে , কিন্তু জীবন তোমার পেছনে। যাচ্ছে যেদিকে তুমি যাও। তুমি মানুষ , সৃষ্টির সেরা জীব।
©somewhere in net ltd.