নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডলারের সম্ভাব্য পতন অভ্যন্তরীণ অর্থনীতিতে কি ভূমিকা রাখবে? ডলার কেবল একটি খেলনা নয়। এটি আন্তর্জাতিকভাবে অর্থনীতির তারল্য নির্ণায়ক মুদ্রা।পৃথিবীর প্রায় ৬৬ টি দেশ এটি কে তাদের প্রাথমিক মুদ্রা হিসেবে ব্যবহার করে । যদি ডলারের পতন হয় সেক্ষেত্রে পৃথিবীর কোটি কোটি মানুষ ক্ষতি গ্রস্থ হবে।
ডলারের পতন পৃথিবীর ওয়ার্ল্ড মনিটরি সিস্টেম ধ্বংস করে দিবে। এই সিস্টেমটির ভিত্তি সম্পূর্ণ মিথ্যা জালিয়াতি তথ্য এবং চুরি।
>আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতে টোটাল ঋণ বর্তমানে প্রায় ২০ ট্রিলিয়ন ।
>সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা সারা বিশ্ব স্বর্ণের বাজার সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে , রয়েছে ট্রিলিয়ন ডলার ঘাটতি এবং নেতিবাচক সুদের হার। এক আউন্স স্বর্ণ এখন ক্রয় করতে যে খরচ হয় তার চেয়ে বেশী খরচ হয় সেই পরিমাণ স্বর্ণ উৎপাদনে।এটি হচ্ছে স্বর্ণের বাজারের আজকের বাস্তবতা।
২০১৩ সালে ১৬১০ডলার ছিল এক আউন্স স্বর্ণের মূল্য যার গড় দাম ছিল ১৪১১ ডলার। বর্তমানে এক আউন্স স্বর্ণের মূল্য ১৩০০ ডলার।
>এখন স্বর্ণের মূল চাহিদা আসছে পূর্ব দিক থেকে । খুব শীঘ্রই উত্তর আমেরিকা এবং বাকী বিশ্ব স্বর্ণ সংগ্রহ শুরু করবে।
বিশ্ব এখন বিনিময় মুদ্রার চরম সঙ্কটের মুখে দাড়িয়ে আছে।
আম্রিকার অর্থনীতির পতনের ধারাবাহিকতা এবং আকস্মিক ডলারের পতন তা প্রমাণ করে।
এক্ষেত্রে আমার মনে হয় যারা বা যে সকল দেশ জাতিসংঘ বা বিশ্ব ব্যাংকের নিষেধাজ্ঞার মধ্যে আছে তাদের জন্য বেশ ভালো ফল বয়ে আনবে। কারণ নিষেধাজ্ঞার ফলে তারা তাদের অর্থনীতি এবং বানিজ্যে ডলারের উপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে।ফলে ডলারের পতনে তারা বেশ ভালো অবস্থানে থাকবে।
যেমন ইরান এখন তেল বিক্রি করছে স্বর্ণের বিনিময়ে রাশিয়া এবং ভারত ইরানের তেলের প্রধান গ্রাহক।
চীনের নিজের অর্থনীতি এখন এত সমৃদ্ধ যে স্থান সঙ্কুলান না হওয়ায় তারা ডলারের বিপরীতে স্বর্ণ মজুদ শুরু করেছে আরও বহু আগে। এরপর সে পথ অনুসরণ করেছে ভারত। বাংলাদেশও কিছু স্বর্ণের রিজার্ভ আছে যা খুব সম্ভবত ব্রিটেনে রক্ষিত।
এশিয়ার নেতাদের প্রতি এবং তাদের দূরদর্শিতার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সম্মিলিত প্রচেষ্টায় চীনের নেতৃত্বে ব্রিকস ব্যাংক গঠন যার প্রথম সভাপতি হবে ভারতের মূল কার্যালয় চীনে। বাংলাদেশ সহ ২২ টি দেশ বর্তমানে এতে রয়েছে। এই ধরনের একটি ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা থেকেই হয়ত ব্রিকস গঠন করা। তবে আসলেই ডলারের করুণ দশা হলে অবশ্যই ব্রিকস এশিয়ার জন্য আশীর্বাদ হয়ে দেখা দেবে।
যাদের প্রচুর বৈশ্বিক সম্পদ আছে এবং ডলারের উপর অর্থনীতি নির্ভর করেনা তারাই এটি থেকে মুক্ত । বাকির প্রায় সবার অবস্থা ৩য় বিশ্বের মত হয়ে যাবে।
লিঙ্ক - This Will Be A Literal Collapse of the Entire Global Monetary System
The BRICS Bank Signals the End of the American Financial Empire and U.S. Dollar Hegemony
U.N. to let Iraq sell oil for euros, not dollars
Iran Ends Oil Transactions In U.S. Dollars
Gadhafi’s Gold-money Plan Would Have Devastated Dollar
Gaddafi gold-for-oil, dollar-doom plans behind Libya 'mission'?
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২০
সরকার পায়েল বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮
সরকার পায়েল বলেছেন: এডিট করে নতুন কিছু তথ্য ও লিঙ্ক যোগ করলাম । ধন্যবাদ।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৭
সরকার পায়েল বলেছেন: Drugs and sex trade lift Spain's GDP by €9 billio
লিঙ্ক Click This Link
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১
সরকার পায়েল বলেছেন: The Collapse of the American Economy Has Begun
৫| ০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৩
সরকার পায়েল বলেছেন: >>As China takes over top economic spot from U.S., is reserve currency next?
>>Russia and China's move to abandon dollar receives blowback from SWIFT
>> Russia ratifies Economic Union and readies trade in currencies other than dollar
>>China will use gold and gold pricing to force global currency reset Russia banker: two to three years needed to be totally disconnected from dollar
>> China begins direct trade with Europe as the Yuan is ready to supplant dollar
৬| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১২
সরকার পায়েল বলেছেন: The Global Economic Crisis: The Great Depression of the XXI Century
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যাদের প্রচুর বৈশ্বিক সম্পদ আছে এবং ডলারের উপর অর্থনীতি নির্ভর করেনা তারাই এটি থেকে মুক্ত । বাকির প্রায় সবার অবস্থা ৩য় বিশ্বের মত হয়ে যাবে।’’------------ সহমত