নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

যুক্তরাষ্ট্রে ঘরে এসে কৃষ্ণাঙ্গ নারীকে হত্যা করলো পুলিশ

২৫ শে জুলাই, ২০২৪ সকাল ১১:২৪


যুক্তরাষ্ট্রে ঘরে এসে কৃষ্ণাঙ্গ নারীকে হত্যা করলো পুলিশ

পুলিশের সঙ্গে কথা বলার সময় হাতে ছিল ফুটন্ত পানির পাত্র৷এ কারণে সোজা গুলি চালালো পুলিশ৷ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নারীর এমন মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে৷

সোমবার পুলিশের বডিক্যামেরার ফুটেজ থেকে জানা গেছে কীভাবে পুলিশের সাহায্য চাওয়া এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ নারীকে গুলি করে হত্যা করে এক পুলিশকর্মী৷

সোনিয়া ম্যাসি নামের ওই নারী ফোন করে ডেকেছিলেন পুলিশকে৷ তিনি ভেবেছিলেন তার বাসায় কেউ ঢুকে পড়েছে৷

একটি সংবাদ সম্মেলনে মঙ্গলবার নাগরিক অধিকার বিষয়ক আইনজীবী বেন ক্রাম্প এই গুলিচালনার ঘটনাকে ‘যুক্তিহীন' বলেন৷ এই ঘটনায় এক পুলিশকর্মীর বিরুদ্ধে উঠেছে হত্যার অভিযোগ৷ ক্রাম্প আরো বলেন, পুলিশ এই ঘটনায় নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেছে৷

সরকারের তরফে ‘নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের'- কথা বলা হয়েছে বলে জানান ক্রাম্প৷

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:২০

হাসান কালবৈশাখী বলেছেন:

মাস দুয়েক আগে এক বাংলাদেশী বংশোদ্ভূত টিনএজ এক হাই স্কুল স্টুডেন্ট কে এভাবেই তুচ্ছ কারণে মেরে ফেলেছিল আমেরিকান পুলিশ।

একটি পারিবারিক ঝামেলা কারণে পুলিশকে ডাকা হয়েছিল।
বুলেটপ্রুফ জ্যাকেট পরা দুজন পুলিশ এসে দরজা নক করে। মা ও ছেলে বের হয়ে আসে, ছেলেটির হাতে একটি কেচি ছিল, স্কুল প্রজেক্টের ছোট কেচি।

পুলিশ বন্দুক উঁচিয়ে ছেলেটিকে কেচিটি ফেলে দিতে বলে। কিন্তু ছেলেটি তর্ক করছিল, দু তিনবার বলার পরও কেচিটি না ফেলাতে তার ওপর তিন রাউন্ড গুলি করা হয়। এবং স্পট ডেড।

২| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৩১

ফারহানা শারমিন বলেছেন: খুব‌ই দূঃখজনক। এদের বিচারতো হতে দেখি না কখনো।

৩| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:১৬

শায়মা বলেছেন: এদের পুলিশরাও কি পাগল নাকি?? নাকি ভীতু?? :(

আর যারা ডেকেছে তারাই বা কি?? হাতে গরম পানি কেঁচি এসব নিয়ে পুলিশ ডাকলে পুলিশ তো ভাবতেই পারে তাদেরকেই ডেকে এনে গরম পানি দিয়ে পুড়িয়ে বা কেচি দিয়ে কাটতে ডেকেছে।

৪| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৪৩

সরকার পায়েল বলেছেন: মানবাধিকারের ঠিকদার যার দেশে অস্ত্র রাখতে লাইসেন্স দরকার হয় না সাদা রা যত খুশি অস্ত্র মজুদ করতে পারে ঠিক ইসরাইলেও ইহুদীরা যত খুশি অস্ত্র মজুদ করতে পারে l কেবল এশিয়ান বা কালোরা গরম পানি বা কাচি হাতে রাখলেই মহা বিপদ l বিপদ আসছে ভয়ঙ্কর বিপদ সিভিল ওয়ার শুরু হওয়ার প্রায় দ্বার প্রান্তে আমেরিকা l

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.