নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিকল্প রাস্তাগুলো সব ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে l রাজপথে, সমাবেশে, রাজনৈতিক দলগুলো, সুশীল সমাজের প্রতিনিধি সকলের কণ্ঠেই হতাশা l কি হচ্ছে ⁉️ এভাবে কি দেশ চলে ⁉️ চলবে ⁉️ কিছু এন জি ও র ব্যক্তিরা কিভাবে দেশ চালাবে ⁉️ রাজনৈতিক দলগুলোর সাথেও কখন কার্যকরী আলোচনা হচ্ছে না l শুধু সময়ের বাহানা কিন্তু অনন্তকাল চলবে না l
দুই একটা ধার করা রাজনৈতিক দল সাথে নিয়ে সরকার চালানো টিকিয়ে রাখা অসম্ভব l অন্তরবর্তী সরকারকে কেবল জামাত অন্ধের মত সমর্থন দিয়ে যাচ্ছে l এছাড়া জামাতের কিছু করারও নাই নিজেই পরগাছা জন্ম থেকেই জ্বলছে ‼️ এখনও পরগাছা পরজীবী জামাত কতক্ষন পাকিস্তানের দয়া, কতক্ষন বিনপির দয়া এখন ইউনুস সাবের দয়া ‼️ ভাবে এমন যেন বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল আসলে দয়া ছাড়া এক মুহুর্ত টেকা এদের দায় l আসলে জামাতকে আমার সব সময় একটি এন জিও মনে হয়েছে এর কাজকর্ম ও একটা সেরকম l
যাই হোক জামাত মূল বিষয় না এসব সব সাইড টেবিলের বিষয় l মূল বিষয় জনতা l বিভিন্ন দিক থেকে এই সরকারের প্রতি বিরক্তি প্রকাশ পাচ্ছে তা থেকে অনাস্থা আসতে দেরি হবে না l আমি নিশ্চিত আগামী এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদ রি সাফল হবে তবে খুব বেশি সুবিধা হবে না l আগেই বলেছিলাম ইউনুস সাহেবের বিশ্বস্ত লোক নাই তাই দুজন নন গ্রাজুয়েট শিক্ষার্থী উপদেষ্টা হয়েছে l অর্থাৎ ইউনুস সাহেবের লোকবল নেই আর এটা সুস্পষ্ট l একটা দেশ চালাতে যে সেট আপ সব ক্ষেত্রে প্রয়োজন তার সিকি আনাও তার নেই সে কিভাবে সরকার চালাবে ⁉️ আর কিছুদিনের মধ্যে সকল দিক থেকে ইউনুস সাহেব অসহযোগিতার সম্মুখীন হবে তখন পরিস্থিতি আরও জটিল হবে l পাবলিক রিএক্ট আরও বাড়বে l পাবলিক বলুন আর রাজনীতি মানুষ করিসমা দেখতে চায় জাদু দেখতে চায় চমক দেখতে চায় ‼️ যার কোনটি ইউনুস সাহেব বা শিক্ষার্থীরা দেখাতে পারেনি l রাজমিস্ত্রি তার ঘাম ঝরিয়ে বাড়ি তৈরী করে ঘরের প্রতিটি দেয়ালর ইটে শ্রমিকের ঘাম লেগে থাকে সত্য কিন্তু বাস্তবতা ঘরের মালিক অন্য একজন l
হুমায়ুন আহমেদের একটি গল্পের একটি লাইন, শেখ মুজিব বিরোধী দলীয় নেতা হিসেবে যত সফল সরকার প্রধান হিসেবে ততখানি ব্যর্থ l এটা ছিল স্বাধীনিতা পরবর্তী দেশের বাস্তবতা l সেখানে এই অপ্রাপ্ত বয়সের শিক্ষার্থী আর কিছু এন জিও ব্যক্তি ব্যর্থ হবে এটা স্বাভাবিক এর চেয়ে একটু বেশি অর্থাৎ বাস্তবতা l খুব সম্ভবত ৬/৭ আগস্ট তারিখের একটি পোস্টে বলেছিলাম l
এরা তো ব্যর্থ হলো তাহলে কি ⁉️ WHO IS NEXT ❓
বি এন পি ❓ অন্য কোন রাজনৈতিক দল বা জোট ❓ আমার অভিজ্ঞতা বলে না এটাও সম্ভব না l ইতিমধ্যে বি এন পি অনেক বড় বড় কিছু ভুল করে ফেলেছে l একটু ধৈর্য ধরতে পারেনি বা দল কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেনি ১৭ বছর ব্যর্থ একটি জোট বা দলের কর্মীদের এই পরিস্থিতিতে আসলে নিয়ন্ত্রণ করাও সম্ভব না l অথচ বি এন পি র অনেক অনেক বড় সুযোগ ছিল কিন্তু হেলায় হারিয়েছে l পাইকারি দরে দখল, অগ্নি সংযোগ, হত্যা, লুট করে ইতিমধ্যেই জনতার ক্রস তালিকায় চলে গেছে ঠিক এই মুহূর্তে নির্বাচন দিলে বিনপির ভরাডুবি হবে সন্দেহ নাই l আর কোন দল নেই যারা তাদের সাংগঠনিক দক্ষতা বা রুট লেবেল পর্যন্ত কর্মী নেই l ফলে অন্যদের দিয়েও হবে না l
সেই ক্ষেত্রে অবধারিতভাবে সেনাবাহিনী ছাড়া আর কোন বিকল্প জাতির সামনে নেই l একমাত্র সেনাবাহিনী পারবে এখন এই মুহূর্তে এই অবস্থায় দেশের হাল তুলে নিয়ে সঠিক পথে চালাতে l সঠিক ট্রেকে দেশকে নিয়ে তখন ধীরে ধীরে রাজনৈতিক দলের কাছে দেশকে বুঝিয়ে দিবে l সেনাবাহিনী ছাড়া এখন দেশকে রাইট ট্রেকে নেয়ার আর কোন বিকল্প নেই l
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৪
সরকার পায়েল বলেছেন: কাইন্ডলী গুগুল সার্চ দিন প্রত্যেকটা নিউজ চ্যানেল পাবেন এই নিউজ l
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৪
সরকার পায়েল বলেছেন: এক ঘন্টা আগের নিউজ l
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩২
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৪
ক্লোন রাফা বলেছেন: https://bangla.dhakatribune.com/85300 এই যে ঢাকা ট্রিবিউন্র লিংক।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৮
কামাল১৮ বলেছেন: জিয়ার সময় অনের ব্যর্থ কু হয়েছিলো।এখন হবে আরো বেশি।তাতেকরে আর্মিই দুর্বল হবে।আফ্রিকার কিছু দেশে যা হচ্ছে।তার থেকে যাতে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে সেই ব্যবস্থা করাই হবে উত্তম।দুইটা নির্বাচন সবার অংশ গ্রহনে করতে পারলে দেশ মোটামুটি একটা পজিশনে চলে আসবে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:১৯
সরকার পায়েল বলেছেন: এই সরকার নির্বাচন করবে বা দিবে তেমন কোন ইঙ্গিত নাই l এরা ভাবছে বাকি জীবন জনতাএদের জামাই আদর করে রাখবে l মূল সমস্যা সেখানেই l
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:২২
প্রহররাজা বলেছেন: নোবেল ইউনুস পালিয়েও যেতে পারে, উনার পালাবার অভ্যাস আছে। আর কিছু সমন্বয়ক ছাত্রলীগের নেতা ছিলো, সেই হিসাবে সেই সময়কার হত্যাকান্ডগুলার মামলায় তাদের গ্রেফতার করা হোক।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫২
ঋণাত্মক শূণ্য বলেছেন: ১. গত ১৫ বছরে আঃলীগ সরকার যা করেছে তা পাকিরা পারেনি, আর্মিরা পারেনি এমনকি বিম্পিও পারে নি। আঃলীগ সর্বক্ষেত্রে সব জায়গায় তাদের চাটুকার বসায় গেছে। ফলে আপনি যেটা বলেছেন ইউনুইচ্চার লোক নাই, কথাটা বেশ সত্যই। তবে এর দায় একা আঃলীগের। আঃলীগের বসানো একটা একটা পুতুল তুলে ফেলে না দেওয়া পর্যন্ত দেশের কেউই শান্তিতে থাকতে পারবে না।
২. জনতা আর আঃলীগ মিলাবেন না। নানান সুর, অনাস্থা সব আসতেছে আঃলীগ, তাদের সাঙ্গপাঙ্গ, তাদের সাঙ্গপাঙ্গদের সাঙ্গপাঙ্গদের থেকে। এদের কেউই "জনতা" হিসাবের মধ্যে আসার না। ৭১এর পর যেমন রাজাকাররা এদেশের জনতার অংশ না, ২৪এর পর তেমন আঃলীগের লোকের কথাও জনতার মধ্যে আনা যাবে না।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৭
বাকপ্রবাস বলেছেন: দেশকে রক্ষায় তাড়াতাড়ি সংবিধান ঠিক করে, দলগুলোকে গাইড লাইন দিয়ে নির্বাচন দেয়া। বর্তমানে যেটা চাচ্ছে বা হচ্ছে সেটা হল, লীগ নাই, জামাত বিএনপিকে এভয়েড করে অন্য কিছু করতে, ফলাফল হবে দেশ অরাজক পরিস্থিতি হবে, সেনাবাহিনী ক্ষমতা নেবেনা, হয় ইউনুস পুতুল হবে না হয় পালাবে, অন্য কাউকে বসাবে। নির্বাচন এর রোডম্যাপ না দিলে হযবরল এমনকি গৃহযুদ্ধ পরিস্থিতি হবে, কারণ বিএনপি জামাত আবার জোট হবে, লীগ মাঠে নামতে চাই, র আবার লীগ এর উপর সওয়ার হবে। সবমিলে আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতে ঢুকে যাব
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৭
কিরকুট বলেছেন: এই খবরে আমি খুশি । ছাত্রদের এখন যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফেরা কর্তব্য ।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০০
সামিউল ইসলাম বাবু বলেছেন: নিউজ লিংক কি আছে?