নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

দেশকে বিরাজনীতিকরন করার প্রক্রিয়া চলছে

০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ১:২৪

"মাইনাস টু " করার চিন্তাও করবেন না - মির্জা ফখরুল

তরুণরা রাজনীতিবিদ নয় এবং কোনও রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টাও তারা করছে না। তবে তারা নিজেদের জন্য একটি নতুন দেশ চায়।’- ইউনুস

একজন রাজনীতিবীদের বক্তব্য এবং একজন অরাজনৈতিক ব্যক্তির বক্তব্য l দেশ রাজনীতি ছাড়া চলবে বা চলতে পারে এটি ভাবা কতটা কাল্পনিক এবং কতটা যুক্তিসঙ্গত!? রাজনীতি,রাজনৈতিক দল, রাজনীতিবিদ এদের প্রতি ইউনুস সরকারের বিরাগ প্রথম থেকেই l তারা কোন সিদ্ধান্ত কোন দলের সাথে আলোচনা না করে যা খুশি করে যাচ্ছে l দেশ এন জি ও না এটি বোঝার সক্ষমতা ইউনুস সাহেবের আছে কি না সন্দেহ!

আজ যে বিল্পবের কথা তারা বলছে তার পেছনে মূল ছিল রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর সমর্থন এটি তারা অস্বীকার করে l ইউনুস সাহেব বার বার তরুণদের কথা বলে কিন্তু এই আন্দোলনে অনেক বিনপি কর্মীও মারা গেছে তাদের কথা কেউ একবারও বলে না l বিনপির বিশাল কর্মী বাহিনী না নামলে শুধু কিছু শিক্ষার্থী কিছুই করতে পারতো না l কিন্তু সে কথা একবারও স্বীকার করে না ইউনুস সরকার বা বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা l কিছু শিক্ষার্থী দিয়ে সরকার টিকিয়ে রাখার অলীক কলনার জাল বুনছে অরাজনৈতিক অদূরদর্শী ব্যক্তিরা l

যাই হোক বিরাজনীতিকরণ কখনোই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না l ফরহাদ মাজহার সেদিন বলেছেন, এবারের গণ অভুথ্যান ব্যর্থ হয়েছে l এই কথা বলার সময় হয়েছে কি না জানি না! তবে ভবিষ্যতে আরও বড় সংকট যে বাংলার আকাশে উড়ছে তা নিশ্চিত l

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ১:৩০

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি এইজন্য কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। ফরহাদ মাজহার, পিনাকী, মাহমুদুর রহমান দেশে দাঙ্গা লাগলে শতভাগ দায়ী থাকবেন। ইউনূস সরকার কোনো কারণ ছাড়াই ট্রাম্পের টুইটে বেশি রিয়েক্ট দেখাচ্ছে।

০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ১:৩৫

সরকার পায়েল বলেছেন: অস্থিরতা বাড়বে সন্দেহ নাই l সুযোগ তো সবাই নিতে চাইবে স্বাভাবিক l

২| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ১:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: এমন উত্তপ্ত পরিস্থিতিতে কেউ যদি তার ভিডিওতে টাইটেল দেয় ' ইসকন কে জয় বাংলা করা হোক ' চিন্তা তো হবেই।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ ভোর ৪:৫৩

কাঁউটাল বলেছেন: বিএনপির চাঘোলরা হুঁশিয়ার সাবধান

৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ ভোর ৫:৫৯

কামাল১৮ বলেছেন: তথাকথিত বিপ্লবিরা সফল হলে দেশ আফগান হবে।তারা ব্যর্থহলে গনতন্ত্রের বিজয় হবে।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ ভোর ৬:২৪

আহরণ বলেছেন: দেশ এখন তালেবানদের দখলে। আফগান তালেবানরা জুব্বা পরে, আর বাঙ্গু তালেবানরা ইউনুস স্টাইলের পোশাক ধরেছে। ধন্যবাদ ভাইয়া।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮

ক্লোন রাফা বলেছেন: মাইনাস টু অটোম্যাটিক্যালি হয়ে গেছে ! মনে হয় না দু’জনের একজন’ও আর রাজনীতির মাঠে পুনর্বাসিত হোতে পারবেন। বিকল্প কারো হাল ধরতে হবে উভয় দলে।
ধন্যবাদ॥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.