নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"মাইনাস টু " করার চিন্তাও করবেন না - মির্জা ফখরুল
তরুণরা রাজনীতিবিদ নয় এবং কোনও রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টাও তারা করছে না। তবে তারা নিজেদের জন্য একটি নতুন দেশ চায়।’- ইউনুস
একজন রাজনীতিবীদের বক্তব্য এবং একজন অরাজনৈতিক ব্যক্তির বক্তব্য l দেশ রাজনীতি ছাড়া চলবে বা চলতে পারে এটি ভাবা কতটা কাল্পনিক এবং কতটা যুক্তিসঙ্গত!? রাজনীতি,রাজনৈতিক দল, রাজনীতিবিদ এদের প্রতি ইউনুস সরকারের বিরাগ প্রথম থেকেই l তারা কোন সিদ্ধান্ত কোন দলের সাথে আলোচনা না করে যা খুশি করে যাচ্ছে l দেশ এন জি ও না এটি বোঝার সক্ষমতা ইউনুস সাহেবের আছে কি না সন্দেহ!
আজ যে বিল্পবের কথা তারা বলছে তার পেছনে মূল ছিল রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর সমর্থন এটি তারা অস্বীকার করে l ইউনুস সাহেব বার বার তরুণদের কথা বলে কিন্তু এই আন্দোলনে অনেক বিনপি কর্মীও মারা গেছে তাদের কথা কেউ একবারও বলে না l বিনপির বিশাল কর্মী বাহিনী না নামলে শুধু কিছু শিক্ষার্থী কিছুই করতে পারতো না l কিন্তু সে কথা একবারও স্বীকার করে না ইউনুস সরকার বা বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা l কিছু শিক্ষার্থী দিয়ে সরকার টিকিয়ে রাখার অলীক কলনার জাল বুনছে অরাজনৈতিক অদূরদর্শী ব্যক্তিরা l
যাই হোক বিরাজনীতিকরণ কখনোই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না l ফরহাদ মাজহার সেদিন বলেছেন, এবারের গণ অভুথ্যান ব্যর্থ হয়েছে l এই কথা বলার সময় হয়েছে কি না জানি না! তবে ভবিষ্যতে আরও বড় সংকট যে বাংলার আকাশে উড়ছে তা নিশ্চিত l
০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ১:৩৫
সরকার পায়েল বলেছেন: অস্থিরতা বাড়বে সন্দেহ নাই l সুযোগ তো সবাই নিতে চাইবে স্বাভাবিক l
২| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ১:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: এমন উত্তপ্ত পরিস্থিতিতে কেউ যদি তার ভিডিওতে টাইটেল দেয় ' ইসকন কে জয় বাংলা করা হোক ' চিন্তা তো হবেই।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ ভোর ৪:৫৩
কাঁউটাল বলেছেন: বিএনপির চাঘোলরা হুঁশিয়ার সাবধান
৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ ভোর ৫:৫৯
কামাল১৮ বলেছেন: তথাকথিত বিপ্লবিরা সফল হলে দেশ আফগান হবে।তারা ব্যর্থহলে গনতন্ত্রের বিজয় হবে।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ ভোর ৬:২৪
আহরণ বলেছেন: দেশ এখন তালেবানদের দখলে। আফগান তালেবানরা জুব্বা পরে, আর বাঙ্গু তালেবানরা ইউনুস স্টাইলের পোশাক ধরেছে। ধন্যবাদ ভাইয়া।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮
ক্লোন রাফা বলেছেন: মাইনাস টু অটোম্যাটিক্যালি হয়ে গেছে ! মনে হয় না দু’জনের একজন’ও আর রাজনীতির মাঠে পুনর্বাসিত হোতে পারবেন। বিকল্প কারো হাল ধরতে হবে উভয় দলে।
ধন্যবাদ॥
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ১:৩০
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি এইজন্য কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। ফরহাদ মাজহার, পিনাকী, মাহমুদুর রহমান দেশে দাঙ্গা লাগলে শতভাগ দায়ী থাকবেন। ইউনূস সরকার কোনো কারণ ছাড়াই ট্রাম্পের টুইটে বেশি রিয়েক্ট দেখাচ্ছে।