নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

NOT GOOD FOR NATO & WORST TO EU

০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ২:০১

আমেরিকার নির্বাচনে ট্রাম্প জয় পেয়েছে l জিতে প্রথমেই ঘোষণা করেছে সব যুদ্ধ বন্ধ করে দিবো l যুদ্ধ বন্ধ ভালো কথা যদিও যখন এটি আমেরিকা বলে তখন এটি হয় ভূতের মুখে রাম নাম!! এখন প্রশ্ন ভূত কেন রাম নাম নিচ্ছে অর্থাৎ আমেরিকা যুদ্ধ বন্ধ করার কথা কেন বলছে?######এটি ভাবার কোন কারন নাই এটি ট্রাম্পের ব্যক্তিগত মত এটি যারা আমেরিকা চালায় তাদের মত l কারা চালায় কিভাবে এইসব ত্যানা না পেঁচাই l যাই হোক যুদ্ধ বন্ধ করার যুক্তিসঙ্গত কারন হচ্ছে আমেরিকার অস্ত্র এবং অর্থ দুই ভান্ডার ফুরিয়ে এসেছে l যুদ্ধ বন্ধ করা ছাড়া দ্বিতীয় পথ নেই l এখন পাগল দিয়ে বন্ধ করলে ভাবটা এমন হবে প্রেসিডেন্ট পাগল ভাই কি করবো?! জাত কুল দুই রক্ষা হয়!! কিন্তু!!

######হ্যা কিন্তু আছে! এতদিন দুনিয়া ভর যা খুশি করে এখন যুদ্ধ বন্ধ খেলবো না বললেই সব শেষ হবে না l যুদ্ধ বন্ধ অর্থ ইউক্রেনে সকল সহযোগিতা বন্ধ l ইসরাইলে সহযোগিতা বন্ধ না করলেও উল্লেখযোগ্য ভাবে কমিয়ে আনা হবে l আরবদের সাথে আমেরিকা সম্পর্ক ভালো করবে কারন ওর টাকা দরকার যা আছে আরবদের এটা ইসরাইলের জন্য দুঃসংবাদ l ######এবার আসি ন্যাটোর উপর প্রভাব কি হবে?

###*** ট্রাম্পের হয়ত প্রথম ঘোষণা হবে ন্যাটো অঞ্চল যদি আমেরিকাকে অর্থ না দেয় তাহলে ন্যাটো অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব আমেরিকা নিবে না l *** ######ন্যাটো অঞ্চল বিশেষ ভাবে ইউরোপ। ইউরোপ যদি আমেরিকাকে অর্থ না দেয় আমেরিকা ইউরোপকে নিরাপত্তা দিবে না l

দুইটা বিশ্বযুদ্ধ করে এরপর ১৯৪৫ থেকে আজ এই মুহুর্ত পর্যন্ত ইউরোপকে যুদ্ধে ঢেলে দিয়েছে আমেরিকা l ইউরোপকে আশ্বাস দিয়ে এসেছে এতদিন আমাকে সাপোর্ট করো অস্ত্র তো আমার তোমাদের কি দরকার অস্ত্র উৎপাদনের? তোমরা শুধু যুদ্ধে ইনভেস্ট করো!! বাকি আমি দেখবো! ইউরোপের এই মোহ ভঙ্গ হয় যখন ব্রিটেন শত অনুরোধ সত্ত্বেও ই ইউ ত্যাগ করে l এরপর শুরু হয় ইউক্রেন যুদ্ধ আর এই যুদ্ধেই বোঝা যায় ইউরোপের অর্থনৈতিক এবং সামরিক সক্ষমতা কত নাজুক অবস্থায় আছে l কিন্তু নিজেদের নিরাপত্তার কথা ভেবে ইচ্ছা না থাকা সত্ত্বেও ইউক্রেনে অস্ত্রের চালান দিতে হয়েছে l ব্রিটেন জার্মানের মিলিত ট্যাংক সংখ্যা ৫০০ কিছু বেশি যেখানে রাশিয়া দুই বছরে ইউক্রেনে ট্যাংক হারিয়েছে ১০০০++ এখনও পুতিন হাসে এবং যুদ্ধ চলছে l ইউরোপের ব্যাংকের অবস্থা নতুন করে বলার কিছু নেই সব খালি l কারন ইনভেস্ট সব হয়েছে ইরাক, আফগান, আফ্রিকা দখল আর যুদ্ধে কিন্তু রিটার্ন হয়েছে অনেক কম স্বাভাবিক ভাবেই লস প্রজেক্ট l ######ঠিক এই মুহূর্তে আমেরিকা ইউরোপকে ভাসিয়ে দিবে নর্থ আটলান্টিকে l অবশ্য আমেরিকার কিছু করার নাই সেও নিঃস্ব l অর্থাৎ

এক কথায় আমেরিকা রিট্রিট করবে ভাষা যাই হোক কাজ একই বিশ্ব জুড়ে আমেরিকা তার সন্ত্রাসী কর্মকান্ডের জাল গুটিয়ে নেয়ার চেষ্টা করবে l কিন্তু চীন রাশিয়াকে বোকা ভাবার কোন কারন নাই l শি এবং পুতিন হাসছে!! ক্রেমলীন ঘোষণা দিয়েছে তারা ট্রাম্পকে অভিনন্দন জানাবে না l অবস্থান পরিষ্কার যুদ্ধ করো নয়তো হার স্বীকার করো l দুঃসংবাদ হচ্ছে আমেরিকা চাইলেও যুদ্ধ বন্ধ হচ্ছে না এখন আর ওদের হাতে কিছু নেই নিয়ন্ত্রণ অন্য হাতে চলে গেছে l ইরানের তোড়জোড় এখন আরও বাড়বে l

আমেরিকা পৃথিবীর বিভিন্ন স্থানে তার পালিত দালাল পুনঃর্বাসন কর্মসূচি আপাতত বন্ধ হবে নিশ্চিত l ইউরোপের সমূহ বিপদ সামনে মনে হচ্ছে l দক্ষিণ এশিয়ার দালালরাও সাবধান!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ২:৪৬

কামাল১৮ বলেছেন: ট্রাম্পের ক্ষমতা গ্রহনের পরে সবকিছু স্পষ্ট হবে।এখন যাই বলাহবে সব কিছু ধারণা।তবে মানুষ ধারণা করতে পছন্দ করে।

০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:১৯

সরকার পায়েল বলেছেন: সহ মত l

২| ০৭ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:০১

প্রহররাজা বলেছেন: এইসব যুদ্ধ আর ঝামেলা করা হচ্ছে কমিউনিস্ট, সোশ্যালিস্ট, লিবারেল, সুশীলদের কাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.