নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তরবর্তী নামক সরকার যার কোন অস্তিত্ব বাংলাদেশের সংবিধান বা আইন কোথাও নাই l আজকে সেই সরকারের ৯০ দিন কিন্তু এখনও এই সরকার নিজেদের অস্তিত্ব আইনগত বৈধতা দিতে পারেনি l চেষ্টা চলছে হয়ত লেজে গোবরে একটা কিছু করবে l যেমন অন্তরবর্তী সরকারের কর্মকান্ড নিয়ে আইন করছে- অন্তরবর্তী সরকারের কর্মকান্ড জবাবদিহিতা বিহীন এবং মামলা করা যাবে না l যেখানে অন্তরবর্তী সরকারেরই বৈধতা নাই সেখানে তাদের দেয়া অধ্যাদেশ কিভাবে বৈধ হবে তা আমার মগজে ঢুকে না l যাই হোক আজকের বিষয় ফাঁসির দড়ি তাই নিয়ে বলছি l
এই নব্বই দিনে এই প্রথম ফাঁসির দড়ি শব্দটি সামনে এলো একজন সমন্বয়ক আজ তার ফেবুতে ফাঁসির দড়ি নিয়ে কথা বলেছে l তাদের ধারণা রাজনীতিবিদরা মিলে গেলে বা একত্রে কাজ করলে তাদের ফাঁসিতে ঝুলতে হবে l এই কথার অর্থও ঠিক বুঝলাম না!! সে কি বলতে চাইলো? কি বোঝাতে চাইলো? অবশ্য এদের কাজ কোনোটাই আমার ঠিক বুঝে আসে নাই এরা কি করে কেন করে লক্ষ্য কি কার জন্য কাজ করে সবই রহস্যময়!! তাহলে কি রাজনীতিতে দ্বন্দ্ব জিয়ে রাখাই তাদের লক্ষ্য?? রাজনীতিবিদরা একত্রে মিলে দেশের জন্য কাজ করবে এটাই সকলের প্রত্যাশা কিন্তু তাদের মুখে দ্বন্দ্বের কথা কেন? এই দ্বন্দ্ব থেকে তারা কি অর্জন করতে চায়? তারা কি চায় জাতিতে দ্বন্দ্ব থাকুক? একজন আরেকজনকে মারবে কাটবে দেশ ধ্বংস হবে এটা কাদের লক্ষ্য কারা চায়??
তাহলে কি তোমাদের কর্মকান্ড বৈধ না? এত ভয় কেন? বিপ্লব হলে তা তো দেশের জন্য মানুষের জন্য সেখানে ফাঁসির ভয় কেন থাকবে?? মুক্তিযোদ্ধাদের কি ফাঁসি দেয়া হয়েছিল? তাদের পুরস্কৃত করা হয়েছে জাতির বীর সন্তান l বিপ্লবের নামে জনতাকে ধোঁকা দিলে ফাঁসি তো হবেই নিজেদের কর্মকান্ড নিয়ে যথেষ্ট শঙ্কিত না হলে ফাঁসির ভয় থাকার কথা না l অর্থাৎ যা চলছে তা নিয়ে নানা সমস্যা এবং জটিলতা আছে l
নিজেদের মি বাংলাদেশ যারা মনে করো তারা কি একবার নিজেদের পায়ের নিচে দেখো? মাটি কি আছে? কিসের উপর দাঁড়িয়ে আছো? কাদের উপর ভর করে? তোমাদের ভীত কি?? বড় বড় কথা সব জয় করে ফেলেছি ভাব!! রাজনৈতিক বাস্তবতা কত কঠিন কত নির্মম হতে পারে সময় তা বলে দিবে l
আমেরিকাকে বিশ্বাস করার পরিণাম কি তা জাতি খুব দ্রুতই দেখবে l আমেরিকা যাদের ব্যবহার করে আজ ফায়দা নিলো কাল তাদেরকেই আমেরিকা বিক্রি করে দিবে l
১২ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১২
সরকার পায়েল বলেছেন: আফার কাজ আফা করে দিয়ে গেছে তার আসার আর দরকার নাই l বাকি কাজ জানতাই করবে l
২| ১২ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
আমি সাজিদ বলেছেন: আওয়ামী লীগ বাদে অন্য সব রাজনৈতিক দল বিগত দেড় যুগে বিপ্লবী ছিল। এই আন্দোলনে সব আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা আছে। জোর করে কেউ নিজেদের বিপ্লবের সোল এজেন্ট দাবী করলে তো সেই আওয়ামী চেতনার ন্যারেটিভই প্রতিষ্ঠা হয়ে গেল। তবে আওয়ামী রাজনীতি দুই যুগে সম্ভব নয়, দেশের মানুষ গ্রহণ করবে না।
৩| ১২ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: আমি আপনার কাছে নতুন উপদেষ্টা দের নিয়োগ ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের নাটক নিয়ে ব্লগ চাই। গতকাল হাসিনা যা করতো এরা তাই করেছে।
১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১৯
সরকার পায়েল বলেছেন: এরা করছে না এদের দিয়ে করানো হচ্ছে এরা আসলে পুতুল এদের কাজ বিশ্লেষণ করা সময় নষ্ট এর চেয়ে অবজার্ভ করাই বেটার মূল খেলা এখনও শুরু হয়নি l উপদেষ্টাদের কথা বলছেন এদের কোন ক্ষমতাই নাই শুধু লেফট রাইট করে আর সালাম দেয় আর কোন কাজ এদের নাই l
৪| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১৭
উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: এরা ব্যর্থ হলে এদের বিকল্প আসবে। কিন্তু ভোটচোর, খুনী, টাকা পাচারকারী, গুম-খুনের নায়িকাকে আর বাংলার মাটিতে ফিরতে দেয়া হবে না। তাকে ধরে আনা হবে তার পাহাড়সম অপকর্মের বিচারের জন্য।
স্বৈরাচারকে যারা বিতাড়িত করলো তাদের ফাঁসি হবে, আর পনের বছরে ছয়হাজার মানুষকে স্রেফ নাই করে দেয়া, একমাসে দুই হাজার মানুষকে হত্যা করার মতো গনহত্যা চালিয়েও পতিত ফ্যাসিস্ট তাদের প্রভুদের ছত্রচ্ছায়ায় আবার চট করে ঢুকে পড়বে আর বাংলার মানুষ তাদের সাদর সম্ভাষণ জানিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দিবে। বাহ বাহ বাহ।
১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১৩
সরকার পায়েল বলেছেন: আমরা অনেক আবেগী জাতি সব কিছু পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি মনে করি নায়ক আর ভিলেন এর বাইরে কিছু ভাবতে পারি না l কিন্তু রাজনীতিতে পক্ষ অনেক বঙ্গবন্ধু মৃত্যুর পর বাইশ বছর আওয়ামীলীগ পথে পথে ঘুরছে সুতরাং কালকেই মন্ত্র পড়ে ফুঁ দিয়ে শেখ হাসিনা রাজা হয়ে যাবে এটা আপনার মত সিনেমা পাগল মানুষ ভাবে যারা রাজনীতি জানে বুঝে তারা ভাবে না l শেখ হাসিনাও জানে সুতরাং আওয়ামীলীগ ক্ষমতায় আসবে না l
এদের সফল হওয়া না হওয়ায় কিছু যায় আসে না এরা ঘটনার খোলস মাত্র মূল ঘটনা না সব কিছু এত সহজ না l বাস্তু সংস্থান বুঝেন না হলে গুগুল করে একটু দেখে নেবেন তাও একটু ধারণা দেই ধরি একটা বনের খাদ্য চক্র, ঘাস পাতা খায় খরগোশ, খরগোশ কে খায় শেয়াল, শেয়াল কে খায় বাঘ, বাঘ কে শিকার করে মানুষ বিষয়টা এরকম l
৫| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১:২৫
ইলি বলেছেন: ২৪ এর বিপ্লব জাতি হারে হারে টের পাইতেছে, সেই সাথে সমন্বয়ক ভাইরা ও আছতে আছতে বুজতে পারতেছে রাজনীতি নামের ব্লাক মাম্বা সাপের লেজে পা পরেছে।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
নতুন বলেছেন: নিজেদের মি বাংলাদেশ যারা মনে করো তারা কি একবার নিজেদের পায়ের নিচে দেখো? মাটি কি আছে? কিসের উপর দাঁড়িয়ে আছো? কাদের উপর ভর করে? তোমাদের ভীত কি?? বড় বড় কথা সব জয় করে ফেলেছি ভাব!! রাজনৈতিক বাস্তবতা কত কঠিন কত নির্মম হতে পারে সময় তা বলে দিবে l
আফা আর আসবে না।