নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এলিয়েন বলতে আমরা বুঝি অতি প্রাকৃত শক্তি সম্পন্ন জীব l যাদের শারীরিক সক্ষমতা মানুষ হতে সম্পূর্ণ ভিন্ন l রক্ত মাংসের জীব থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনা বেশি l রক্ত মাংস ছাড়া আমরা পবিত্র কোরআন শরীফে দুই ধরনের প্রাণের বা জীবের অস্তিত্ব স্বীকৃতি দেয় -
১ ফেরেস্তা নূর বা আলোর তৈরী l
২ জ্বীন আগুনের তৈরী l
অর্থাৎ আগুন বা আলোর তৈরী প্রাণ বা জীব বা স্ব চালিত বস্তু l কিন্তু আমরা আগুন বা আলোর অস্তিত্ব জ্ঞানের মধ্যে আছে l মানুষ লোহা কাঠ বা অন্য বস্তু দ্বারা কিছু স্ব চালিত বস্তু তৈরী করেছে যেমন রোবট, কম্পিউটার, যান্ত্রিক বা যন্ত্র বা মেশিন ইত্যাদি l কিন্তু আগুন বা আলো দিয়ে স্ব চালিত কিছু তৈরির জ্ঞান মানুষ আয়ত্ব করতে পারেনি l বা মানুষ যে বিজ্ঞান বলে সেই বিজ্ঞান এখনও আলো বা আগুন থেকে স্ব চালিত বস্তু আবিষ্কার করতে পারেনি l যাই হোক প্রশ্ন এলিয়েন নিয়ে এলিয়েনরের অস্তিত্ব নিয়ে!?
কিন্তু এখানে এলিয়েনদের জন্য দুঃসংবাদ তারা সহসাই মানুষের স্বীকৃতি পাচ্ছে না l কারন এখানে রাজনীতি এবং কূটনীতি জড়িত l একমাত্র কোরআন ছাড়া আর কোথাও জ্বীন জাতি বা আগুনের তৈরী কোন প্রাণের অস্তিত্ব স্বীকৃত নয় l তবে এঞ্জেল বা ফেরেস্তা প্রায় সকল ধর্ম গ্রন্থ স্বীকৃত শয়তান স্বীকৃতি পেলেও সেটি কিসের তৈরী তা অন্য ধর্ম গ্রন্থ বলেনি l সমস্যা এখানেই এখন আলো বা আগুনের তৈরী কোন জীবের অস্তিত্ব স্বীকৃতি পেলে সেখানে কোরআনের সত্য প্রকাশ হয় স্বীকৃতি পায় এটা খ্রিস্টান ইহুদিদের পক্ষে মেনে নেয়া অসম্ভব l তাদের জারিজুড়ি বিজ্ঞান নিয়ে অতি বাড়াবাড়ি বিজ্ঞানকে দিয়ে মানবজাতিকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হবে l কারন এখন বিজ্ঞানের ভেলকি দিয়ে মানবজাতিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ঠিক বেঠিক যাই হোক বিজ্ঞান বলেছে ঠিক সেটাই মানুষ মেনে নেয় l কিন্তু বিজ্ঞান আসলে তেমন কিছুই প্রমান করতে পারেনি কিছু প্রযুক্তি দিয়েছে মাত্র l
যাই হোক খ্রিস্টান জাতিগুলো সহসাই জ্বীন বা এলিয়েনের স্বীকৃতি দিবে না কারন এতে কোরআনের সত্যতা প্রকাশ পেয়ে যাবে এবং ইসলাম সত্য পথে আছে তা প্রমান হবে l সুতরাং খ্রিস্টান ইহুদীরা এই সত্য কখনোই প্রকাশ হতে দিবে না l
২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪১
সরকার পায়েল বলেছেন: নামটা মেয়েদের কিন্তু আমি পুরুষ l ধন্যবাদ l
২| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
এই রেভুল্যাশনারী থিউরী ভেবে লিখতে কতক্ষণ সময় নিয়েছেন?
২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০১
সরকার পায়েল বলেছেন: শেষ হয় নাই থিওরির মাত্র দুই লাইন দিলাম চলবে ইউনুস সরকারের মত চলতেই থাকবে l
৩| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৫
শায়মা বলেছেন: এলিয়েনগুলোই জ্বীনভূত নাকি!!!
২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০২
সরকার পায়েল বলেছেন: আমার তাই ধারণা l আমরা যাদের এলিয়েন বলি তারা আমাদের ঘাড়ের উপরই বাস করে জ্বীন l
৪| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৭
শায়মা বলেছেন: আমারও কিন্তু তাই মনে হয়।
তবে ইহাও মনে হয় তাহারাও ইন্তেকাল করিয়াছেন। মানে আমাদের জগতে উনাদের আর অস্তিত্ব নেই। যেই দু একটা আছে তারা দুব্বল টাইপ গেরাইম্মা অশিক্ষিত মানুষের ঘাড়ে চেপে ভয় টয় দেখায় তারপর ওঝার বাড়ি খেয়ে আবার পালায় যায় ভবান্তরে।
২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২১
সরকার পায়েল বলেছেন: কি করবে এরা বড় মন কষ্টে থাকে মানুষের মত এমন দুর্বল একটি প্রাণী এদের নিয়ে সারাক্ষণ হাসি তামসা করে ‼️
৫| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৮
সৈয়দ কুতুব বলেছেন: নতুন থিওরি মনে হচ্ছে!
২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:২৬
সরকার পায়েল বলেছেন: হুম তা ঠিক l ঘাড়ের উপর জ্বীন বসে আছে কিন্তু আমরা দেখি না ‼️
৬| ২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯
আলামিন১০৪ বলেছেন: তিনি আল্লাহ, যিনি সাত আসমান এবং অনুরূপ যমীন সৃষ্টি করেছেন; এগুলির মাঝে তাঁর নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পার যে, আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞানতো সব কিছুকে বেষ্টন করে আছে
আল কোরআন ৬৫ঃ১২
কি বুঝলেন?
৭| ২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২১
আলামিন১০৪ বলেছেন: শায়মাদি কি কখনো জিনের অস্তিত্ব টের পান নাই?
আমাকে একদিন চায়ের দাওয়াত দিন,,শোনাব নিজের চোখের সামনে ঘাট যাওয়া ঘটনা..
৮| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০৪
সত্যপীরবাবা বলেছেন: এলিয়েরা কি ক্যাপাটালিস্ট নাকি কমিউনিস্ট? এলিয়েনদের স্বীকৃতি দিলে কি ক্যাপাটালিজমের বিদায় ঘন্টা বেজে যাবে???
২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৩
সরকার পায়েল বলেছেন: এরা ভুতিষ্ট l তবে জিনের পলিটিকেল সমন্বয়ক আমায় চেয়েছে আমি আবার K234 গ্রহের বাগ্দীমদের নিয়ে একটু ঝামেলায় ওরা পৃথিবীর মত পানি চাচ্ছে কারন ওরা পারদ ব্যবহারে অভ্যস্ত কিন্তু টেস্ট চেঞ্জ করতে চায় এইসব ঝামেলা আর কি ❓ যাই হোক আলাপ হলে জানাবো দেখি এই বিষয়ে আরেকটা পোস্ট দিবো ভূত বাদ নিয়ে মানুষ খুব স্বল্প জ্ঞানের প্রাণী কিন্তু লাফায় বেশি এদের একটু জানা দরকার l জ্বীনরা বহু আগেই প্রায় সব গ্রহণ নক্ষত্র দেখা জানা শেষ এমনকি ওরা ফেরেস্তাদের আখড়া থেকেও খবর নিয়ে আসে কিন্তু মানুষ এখনও পৃথিবী চককর মারাই শেষ করতে পারে না কিন্তু ভাব আল্লাহর পরে এরাই জ্ঞানী বোকা মানুষ ‼️
৯| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি দুটো জিনিসকে এক করে ফেলেছেন। সায়েন্টিফিক বা ইমাজিনারি 'এলিয়েন' এবং পবিত্র কোরানে বর্ণিত জ্বিন বা ফেরেশতা এক নয়। এলিয়েন বা এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফ নিয়ে অনেক গল্প ও মুভি আছে। কিন্তু বাস্তবে এলিয়েনের কোনো অস্তিত্ব আজও প্রমাণিত হয় নি। পৃথিবীর বাইরে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব নিয়েই অবিরাম গবেষণা হচ্ছে। যার অস্তিত্বই নাই, তাকে আবার 'মানুষ' হিসাবে স্বীকৃতি দেবার প্রশ্ন আসে কোথা থেকে? এ প্রশ্ন কে করেছে?
জ্বিন বা ফেরেশতাদের ব্যাপারে কোরানে কী আছে, সে ব্যাপারে সনেট কবি ফরিদ ভাই ভালো বলতে পারবেন।
২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৪৪
সরকার পায়েল বলেছেন: ঠিক বলেছেন l আমি দুটি বিষয়কে এক করে ফেলিনি আমি বলছি দুটো মাল আসলে একটাই তা হলো জ্বীন এটাকে আপনি এলিয়েন ভূত প্রেত দৈত্য দানব অতি প্রাকৃত প্রাণী ব্যাখ্যার অতীত যে কোন মাল হিসেবে চালিয়ে দিতো পারেন l মজার বিষয় হচ্ছে একমাত্র কোরআন জ্বীন জাতিকে স্বীকৃতি দেয় l এবং জ্বীন জাতি কায়িক ক্ষমতা মানুষের চেয়ে অনেক বেশি এটিও কোরআন স্বীকৃতি দেয় সেখানে আল্লাহ নিজেই বলেছেন জ্বীনরা লুকিয়ে ফেরেস্তাদের থেকে খবর নিতে আসে তখন তাদের উল্কা পিন্ড বা পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দেয়া হয় (সূরা জীন ৮-১০ )
অর্থাৎ জ্বীন আকাশ গ্রহণ নক্ষত্র পরিভ্রমন করতে পারে তাও স্বীকৃত কিন্তু মেধা বা বুদ্ধিতে তারা কতটুকু এগিয়ে তা নিয়ে আমার সন্দেহ আছে l আমার ধারণা এদের বুদ্ধি অতি নিম্ন পর্যায়ের l
১০| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৪
সত্যপীরবাবা বলেছেন: আপনার স্পোর্টিং মেন্টালিটি অবশ্যই তারিফযোগ্য।
২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:১৬
সরকার পায়েল বলেছেন: ধন্যবাদ l আরও কিছু খেলা দিবো দোয়া রাখবেন এলিয়েনের স্বীকৃতি দিতেই হবে l ওদের আমি আস্বস্ত করেছি ব্যাপারটা আমি দেখছি ওরা বড় মন কষ্টে থাকে এত ক্ষমতা কিন্তু মানুষ ওদের পাত্তাই দেয় না হাসি তামসা করে ভূতের ইমো পর্যন্ত আছে এটা কোন কথা ‼️ ওরা খুব অপমানিত বোধ করে ‼️
১১| ২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:২৩
এনামেল হউক বলেছেন: @আলামিন১০৪ ভাই, লিখুন না, প্লীজ, আপনার অভিজ্ঞতা?
১২| ২৩ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৬
নতুন বলেছেন: এলিয়েন স্বীকৃতি না দেয়ার কারন হইরো এমন কিছুর ুপ্রমান এখনো পাওয়ায ায় নাই।
ডাইনোসরের ফসিল পাওয়া গেছে, প্রমান আছে তাই সবাই মেনে নিয়েছে।
এলিয়েনের প্রমান এখনো পাওয়া যায় নাই তাই স্বীকৃতি নাই।
এখানে ধর্মীয় কাহিনির কোন সমস্যা নাই।
কোন ধর্মেই ডাইনোসরের কথা বলা নাই। কারন যখন মানুষ ধর্মের কাহিনিগুলি লিখেছিলো তখন তারা ডাইনোসরের ফসিল আছে সেটা মানুষের জ্ঞান ভান্ডারে ছিলো না।
২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১:১২
সরকার পায়েল বলেছেন: ধর্মে তিমি মাছের কথাও নাই পুটি মাছের কথাও নাই ইঁদুর চিকা চামচিকা বান্দরের কথাও নাই ‼️এগুলো তো মানুষের জ্ঞান ভাণ্ডারে ছিল l ধর্ম কি প্রমানের বই নাকি ❓ ঈশ্বর কি মানুষের কাছে ঢেকছে খালি প্রমান দিবে আমি আছি আমি আছি ‼️একমাত্র ধর্ম মানুষের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেয় কিন্তু মানুষ নিজেও নিজেকে সেই স্বীকৃতি দেয় না তারা এখনও বুদ্ধিমান প্রাণীর খোঁজে আছে ⁉️ আসলে মানুষ হইলো একটা জোকার প্রাণী সৃষ্টির আর কোন জীব এত জোকারী করে না মানুষ যে পরিমান জোকারী করে ‼️জোকারের দল খোদার কাছে প্রমান খুঁজে ‼️যেদিন প্রমান দিবে সেদিন অবকাশ দিবে না ‼️
১৩| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১১
নতুন বলেছেন: মানুষ তো অবশ্যই জোকার প্রানী।
সেটা বিশ্বাসীদের দেখেই বোঝা যায়।
কোন এক বুদ্ধিমান ব্যক্তি বললো যে ঐ তারার পেছনে এক সৃস্টিকতৃা থাকে। তার কোন প্রমান নাই তাকে বিশ্বাস করতে হবে আর কিছু মানুষ বিশ্বাস করে নিলো।
এখন অনেক মানুষই বিশ্বাসী গোস্ঠির মাঝে পানি পড়া, তাবিজ, মাজার, জিন ভুত দাড়ানোর কথা বলে, মানতের কথা বলেম পিরের দরগার কথা বলে টাকা পয়সা নিয়ে করে কেটে খাচ্ছে।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩২
এসো চিন্তা করি বলেছেন: ভালো লিখছেন , আমি নতুন সাপোর্ট দিবেন আপু আমাকে