নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

WW3-WARNING ☣️☣️ ফ্রান্স

২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৩৬

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট সোমবার বলেছেন যে প্যারিস ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে সামরিক সাইটগুলিকে লক্ষ্য করে ফরাসি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য উন্মুক্ত রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভকে একই উদ্দেশ্যে আমেরিকান সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে বলে রিপোর্টে জানা গেছে l

জেলেনস্কি রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে মার্কিন-নির্মিত আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ব্যবহারের অনুমোদনের জন্য দীর্ঘকাল ধরে পরামর্শ দিয়ে আসছেন। যাইহোক, মার্কিন কর্মকর্তারা এর আগে মস্কোর সাথে উত্তেজনা বৃদ্ধি এবং তাদের নিজস্ব ATACMS মজুদের সম্ভাব্য হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

ফ্রান্স এবং ব্রিটেন ইউক্রেনকে দূরপাল্লার স্টর্ম শ্যাডো এবং SCALP ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে কিন্তু এখনও পর্যন্ত ATACMS মোতায়েনের জন্য মার্কিন অনুমোদনের অপেক্ষায় রাশিয়ার সীমানার মধ্যে তাদের ব্যবহার অনুমোদন করা থেকে বিরত রয়েছে।

ইতিমধ্যে ইউক্রেন ব্রিটিশ স্টর্ম স্যাডো দিয়ে রাশিয়ার অভ্যন্তর হামলা করেছে l

অনেকেই আশা করেছিলাম ট্রাম্প যুদ্ধ বন্ধ করবে কিন্তু হচ্ছে উল্টো আমারও একই ধারণা ছিলো ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে পারবে না l কিন্তু সে ক্ষেত্রে ভেবেছিলাম পুতিন বাড়াবাড়ি করবে l কিন্তু এখন দেখা যাচ্ছে ইউরোপ সেঁধে পুতিনের হাতে হামলা করার কারন তুলে দিচ্ছে l এতদিন ভাবতাম ইউরোপ তৃতীয় বিশ্ব যুদ্ধের জন্য প্রস্তুত না কিন্তু এখন মনে হচ্ছে ইউরোপও তৃতীয় বিশ্ব যুদ্ধের জন্য প্রস্তুত l

শুভ হোক তৃতীয় বিশ্ব যুদ্ধ ‼️
ধ্বংস হোক পুঁজিবাদ ‼️

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৫৭

কামাল১৮ বলেছেন: এই যুদ্ধের পরেই বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আসবে।বিশ্বে শান্তি স্থাপিত হবে।যদি বিশ্বযুদ্ধ হয়।

২| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সত্যিকার অর্থে বিশ্বে কবে শান্তির দূত আসবে ???
.......................................................................................
সাবালক হবার পূর্বে ভাবতাম,
সৌদিরা , ইউরোপ সৎ ও শান্তির দেশ
কিন্ত হাঁয় !!!
কি ঘটছে চারিদিকে ???

৩| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৪

নতুন বলেছেন: যুদ্ধ বন্ধ হয়ে যাবে ট্রাম্প ক্ষমতায় বসার পরেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.