নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

মুজিবনগর সরকার

০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৯

মুজিবনগর সরকার (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত) হলো মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল জনগণের রায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত সরকারব্যবস্থা। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন। ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণের প্রতিরোধযুদ্ধ শুরু হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী সংগঠন ও সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং এই যুদ্ধে প্রত্যক্ষ সহায়তাকারী রাষ্ট্র ভারতের সরকার ও সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রক্ষায় এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম। এই সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ প্রবল যুদ্ধে রূপ নেয় এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জন ত্বরান্বিত হয় l

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার
মুজিবনগর সরকার
১৯৭১–১৯৭২


মুজিবনগর সরকারের অবস্থান
অবস্থা - অস্থায়ী সরকার
রাজধানী- বৈদ্যনাথতলা (বর্তমান মুজিবনগর)
নির্বাসনে রাজধানী- কলকাতা
প্রচলিত ভাষা- বাংলা
সরকার -অস্থায়ী প্রজাতন্ত্র
রাষ্ট্রপতি-• ১৯৭১–১৯৭২ শেখ মুজিবুর রহমান
• ১৯৭১–১৯৭২ সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)
প্রধানমন্ত্রী • ১৯৭১–১৯৭২ -তাজউদ্দীন আহমদ
পূর্বসূরী -পূর্ব পাকিস্তান
উত্তরসূরী - বাংলাদেশ

আমরা ইতিহাস অনেক দ্রুত ভুলে যাই l রাজনীতির কিছু প্রাকৃতিক নিয়ম আছে উগ্রবাদী, চরমপন্থীরা, রাজনৈতিক প্রতিবন্ধী এবং রাজনৈতিক পরজীবীরা এই নিয়মগুলো জানে না বা জানলেও মেনে চলে না ফলে অবধারিতভাবেই এরা কিছু সময় সফলতা পেলেও আবার বিপর্যয় হয় এবং রাজনৈতিক স্বাভাবিক পথ থেকে ছিটকে যায় l আর কখনোই এরা রাজনীতির সঠিক পথে আসতে পারে না l

আজকে মুজিবনগর সরকার পোস্ট দিলাম বিশেষ কারনে l সেদিন কি কারনে কেন মুজিব সরকার গঠন করতে হয়েছিল ❓পাকিস্তানী শাসকগোষ্ঠীর ধারাবাহিক বলদামি ফাতরামি এবং শেষ পর্যন্ত ২৫ মার্চ কালো রাতে হাজার হাজার নিরীহ বাঙালি হত্যার কারনে ভারতের প্রত্যক্ষ সমর্থনে গঠিত হয় মুজিবনগর সরকার l

এখন আবার কিছু উপদেষ্টা তিন কাঠি সরেশ তারা ভারতের সাথে এখন অপ প্রচারের জন্য চীন এবং রাশিয়াকেও দায়ী করছে l প্রতিবন্ধীরা আসলেই কিন্তু নিজেদের ভুল বুঝে না মনে করে সব ঠিক হয়ে গেছে চলছে l এক ভারতের ঢেলাই সামলাতে ফেটে যাবে আবার সাথে নিছে চীন রাশিয়া ‼️ ধারাবাহিক ভুল এবং অযথা অনর্থক এলার্জি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরী করতে পারে সাবধান ‼️মলম দেয়ার কিন্তু কেউ নাই আবু বাবু, হাতুড়ে ডাক্তার, লুলা ল্যাংড়া দিয়ে হবে না ‼️পশ্চিমের আকাশও কালো ‼️অতীত থেকে শিক্ষা নেয়া উচিৎ l

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৩

জেনারেশন৭১ বলেছেন:


হাফিজ আসাদ ও বাসার আসাদ ( পিতাপুত্র মিলে ) সবচেয়ে সুখী আরব দেশকে দোযখে পরিণত করেছে ।

২| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: মুজিব নগরের ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.