নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাশিয়ার হাতে ‘ব্যবহারের জন্য প্রস্তুত’ শক্তিশালী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মজুত আছে বলে জানিয়ছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের নিপ্রো শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর তিনি এ মন্তব্য করেছেন।
শুক্রবার (২২ নভেম্বর) এক অনির্ধারিত টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’কে বাধা দেয়া যায় না। এটি শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে।
পুতিন বলেন, ‘ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত আছে। যেকোনো সময় এসব কাজে লাগানো হবে। আমাদের এ অস্ত্রকে আটকে দেয়া যাবে না। আমাদের কাছে এর মজুত রয়েছে, যা ব্যবহারের জন্য প্রস্তুত।’
একই সঙ্গে ‘ওরেশনিক’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন পুতিন। এর আগে রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে।
ইউক্রেন সম্প্রতি মার্কিন সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা করেছে। এই পদক্ষেপে যুদ্ধের পরিস্থিতির বড় অবনতি হয়েছে। এরপরই পাল্টায় বৃহস্পতিবার ইউক্রেনের নিপ্রো এলাকায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া।
২| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪
কাঁউটাল বলেছেন: