নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাণিজ্যিক ও বিভিন্ন ধরনের জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ নৌপথ পানামা খাল আমেরিকার দখলে নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খাল ব্যবহারে আমেরিকাকে অতিরিক্ত অর্থ মাশুল দিতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ট্রাম্প বলেন, এভাবে অতিরিক্ত মাশুল নিতে থাকলে পানামার কাছ থেকে এই খাল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করবে তারা।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এসব মন্তব্য করেন ট্রাম্প। এতে ট্রাম্প বলেন, পানামা যদি গুরুত্বপূর্ণ নৌপথটি গ্রহণযোগ্যভাবে ব্যবস্থাপনা করতে না পারে, তাহলে তিনি এই খালকে তাঁদের হাতে দেওয়ার জন্য দাবি করবেন।
পোস্টে ট্রাম্প সতর্ক করে বলেন, পানামা খাল ভুল হাতে পড়ুক, সেটা তিনি হতে দেবেন না। এই খালের ওপর চীনের কোনো প্রভাব থাকুক, তিনি সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। ওই পোস্টে তিনি বলেন, চীনের অবশ্যই পানামা খাল ব্যবস্থাপনা করা উচিত হবে না।
রয়টার্স বলছে, কোনো সার্বভৌম দেশের এলাকা দখলে নেওয়ার দাবি এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টই করেননি। এর মাধ্যমে মার্কিন কূটনীতির পরিবর্তনও নজরে আসছে। ট্রাম্প ক্ষমতায় গেলে আগের নীতিতে পরিবর্তন আসতে পারে, এমন ইঙ্গিতই পাওযা যাচ্ছে। কেননা পানামা আমারিকার মিত্র দেশ হিসেবে পরিচিত।
পানামা খাল খননের ব্যাপারে আমেরিকার বড় ভূমিকা ছিল। মূলত তারাই খালটি নির্মাণ করে বেশ কয়েক দশক ধরে এর আশপাশের এলাকায় প্রশাসনিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে। এরপর কিছুদিন পানামার সঙ্গে যৌথভাবে খালটি পরিচালনার পর ১৯৯৯ সালে মার্কিন সরকার এর নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দেয়। খাল পরিচালনার দায়িত্ব নেয় পানামাকে l
আগের কয়েকটি পোস্টে বলেছিলাম ট্রাম্প এবার বিশ্বকে অস্থির করে তুলবে বিশেষ করে ইউরোপ হবে অস্থিরতার মূল কেন্দ্র l তখন অনেকে দ্বিমত করেছেন l
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
কামাল১৮ বলেছেন: শান্তিপূর্ণ বিশ্ব গড়তে বিশ্ব ব্যবস্থার পরিবর্তন দরকার।বহুকেন্দিক বিশ্ব ছাড়া উপায় নাই।