নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংবিধান কবর দিবে, পতাকা পরিবর্তন করবে, জাতীয় সংগীত বাদ দিবে, নতুন স্বাধীনতা ঘোষণা করবে দেশ আবার পাকিস্তানের অংশ বানাবে ⁉
কি করতে চাও ❓ কারা করতে চাও ❓ কিভাবে চাও ❓ এটা বোঝার মত ভাত বাঙালি খায় l ৫২, ৭১, ৯০ এই বাংলার জানতাই করেছে শুধু আওয়ামীলীগ করেনি l দেশের প্রতিটি আন্দোলনে জামাত ছাড়া ডান বাম প্রতিটি দলের অবদান আছে l এখন রাজাকারের রাগ কাটা দল এক টানে সব মুছে দিবে সেই লক্ষ্য নিয়েছে l তোরা কি করবি কি করতে চাস এটা বাংলার জনতা খুব ভালো ভাবে বুঝে l তোমরা হইলা কামলা l যার যখন যেখানে প্রয়োজন জামাতকে ব্যবহার করেছে সামনেও ব্যবহার করবে l কামলারা ক্ষেত চাষ করে শ্রম দেয় ফসল ফলায় সত্য কিন্তু ফসল উঠে মালিকের ঘরে l এটাই সত্য এর কোন বিকল্প নাই l জামাত রাজাকার আর এই দলের নেতা কর্মী ছাড়া প্রত্যেকটি দল এবং তাদের নেতা কর্মী এই দেশের মালিক বাংলাদেশের প্রতিনিধিত্ব করে l জামাত স্বাধীনতার আগেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছে আজকেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করে l জামাতের কাছে সর্ব প্রথম পাকিস্তানের স্বার্থ এটাই তাদের নীতি l আজ প্রশাসনের প্রতি পর্যায়ে সরকারের সকল স্তরে জামাতের লোক বসানো হয়েছে l ভালো সুযোগ পেয়েছে বসিয়েছে l সন্দেহ নাই জামাত প্রশাসনে অনেক লোক সেট করেছে বহু আগে থেকেই l প্রশাসনের গুটি কয়েকলোক দিয়ে দেশ নিয়ন্ত্রণ করে ফেলবে ভাবা বোকার রাজ্যে বাস করা l আর এজন্যই প্রশাসনে বহু লোক থাকলেও মাঠে কর্মী না থেকে জামাত কখনোই মূল ধারার রাজনীতিতে আসতে পারেনি তা ছাড়া জনতাও কখনো এদের বিশ্বাস করেনি করবেও না l ফলে জামাত যে আশায় ছক সাজাচ্ছে ক্ষমতায় যাবে তা কখনোই সম্ভব না জনতা কখনোই এদের হাতে ক্ষমতা দিবে না l উগ্রপন্থার স্থান কখনোই বাংলার মাটিতে ছিল না l দুই চারটা সরকারি ক্যাডার আর প্রশাসনের কিছু লোক নিয়ে সরকার গঠন সম্ভব না l ভুলে গেলে চলবে না প্রশাসনের সকল স্তরে আওয়ামীলীগের একচ্ছত্র আধিপত্য ওদের রক্ষা করতে পারেনি ‼️
সুতরাং দুই চারটা ডাইপার বাবু নিয়ে দুনিয়া উল্টায় ফেলবা সেটা ভাবার আগে কোমরে জোর কত টুকু দেখে নিও ‼️কালকে বিনপি যদি হাত সরিয়ে নেয় এক ঘন্টাও লাগবে না এইসব হাবু বাবু উধাও হয়ে যাবে l সুতরাং আকাশ কুসুম কল্পনা না করে আগের মত বিনপির পিছনে চোরের মত গিয়ে দাড়াও ‼️ আর বলো জি আজ্ঞে মহাজন হুকুম করেন ‼️ তাইলে ক্ষমতার কিছু হালুয়া রুটি পাইবা না হলে ইতিহাস হয়ে যেতে সময় লাগবে না l বিনপি আওয়ামীলীগের বাইরে রাজনীতি বাংলার মাটিতে করার মত ক্ষমতা বা শক্তি কোন দলেরই হয়নি এই বাস্তবতা মেনেই রাজনীতি করতে হবে এর কোন বিকল্প নাই l
৩০ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
সরকার পায়েল বলেছেন: সহমত l হওয়া সম্ভব না জনগণ হতে দিবে না l
২| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
সৈয়দ কুতুব বলেছেন: এত সোচ্চার হয়ে আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনের বিরুদ্ধে কথা বললে দলটি এত অধপতনে যেত না। এবার যারা আওয়ামী লীগ কে ক্ষমতাচ্যুত করতে অবদান রেখেছে তারা অনেকে বুঝতে পেরেছিল যে সুশীল হতে সব জায়গায় আওয়ামী লীগের স্লিপার সেল আছে। কিন্তু তাদের যারা সমর্থক আছে এরা মাথামোটা টাইপের। ডাইরেক্ট একশন নিতে গিয়ে এদের বিরুদ্ধে গুগলি খাইসে। ৫ মাস পার হতে পারলো না আওয়ামী লীগের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা নতুন করে জাগ্রত হয়েছে। ১৫ বছর তো প্রায় হেসে খেলে কাটিয়ে দিলো। অবস্থা এখন এমন পর্যায়ে গিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষকে এখন আবার শাহাজাহান খান কে মুক্ত করে এমপি হিসাবে নির্বাচিত করতে হবে। চেতনা বড়োই অদ্ভুত জিনিস। আওয়ামী লীগ ও এন্টি আওয়ামী লীগ সবার চেতনা দন্ড বেশি একটিভ। সাধারণ মানুষ আছে বিপদে।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০
সরকার পায়েল বলেছেন: আদর্শ কোন দল বা ব্যক্তির একার না এটাই আওয়ামীলীগ বুঝতে পারেনি l জামাত ছাড়া সকল মত পথের লোক মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার আদর্শ নিজের মধ্যে লালন করে l সেজন্য আওয়ামীলীগ হওয়ার প্রয়োজন নাই l
৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
নতুন বলেছেন: লেখক বলেছেন: আদর্শ কোন দল বা ব্যক্তির একার না এটাই আওয়ামীলীগ বুঝতে পারেনি l জামাত ছাড়া সকল মত পথের লোক মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার আদর্শ নিজের মধ্যে লালন করে l সেজন্য আওয়ামীলীগ হওয়ার প্রয়োজন নাই l
আয়ামীলীগের প্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুদ্ধিমত্তার সাথে চাটুকারী, ধান্দাবাজীদের নিয়ন্ত্রন করতে পারেন নাই।
শেখ হাসিনাকে পুতুল হিসেবে সামনে রেখে শেখ মুজিবকে পীরের মতন বানিয়েছে, শেখ হাসিনাকে মাথায় নিয়ে নেচেছে তাতেই তিনি খুশি হয়েছেন এবং মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে ধান্দাবাজেরা নিজেদের আখের গুছিয়েছেন।
উনি মূর্খের মতন চুটুকারদের প্রসংসায় তার ইগোকে সেটিসফাই করেছেন।
বুদ্ধিমান নেতা হলে শেখ মুজিব ভালো নেতাদের সামনে রেখে দেশের মানুষের সত্যিকারের উন্নয়ন করতে পারতেন।
শেখ হিসানার নেত্রিত্বে সাইকোপ্যাথেরা একত্রিত হয়েছে, আর তাদের অপকর্ম ঢাকতে, ক্ষমতায় থাকতে তারা যে হত্যাযঙ্জ চালিয়েছিলো সেটার ভিডিও সবাই দেখেছে।
বাংলাদেশে রাজনিতি করতে হলে মুক্তিযুদ্ধকে সামনে রেখে জনগনের জন্য রাজনিতি করতে হবে। নতুবা জনগন তাদের সাথে থাকবেনা। জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৯
সরকার পায়েল বলেছেন: বঙ্গবন্ধু বিরোধীদলীয় নেতা হিসেবে যতটুকু সফল ছিলেন সরকার প্রধান হিসেবে ততখানি ব্যর্থ তবে তিনি সময় পেয়েছিলেন মাত্র তিন বছর একটি স্বাধীন দেশকে দাঁড় করাতে আরও বেশি সময়ের প্রয়োজন l যাই হোক ওনার ভুলের মাসুল উনি দিয়েছেন l তারপরে বাইশ বছর এই দল পথে পথে ঘুরেছে l শেখ হাসিনা সতের বছর দেশ চালিয়েছে ভুল থাকবে এটাই স্বাভাবিক সেও তার মাসুল দিয়েছে আবার হয়ত বিশ বছর রাস্তায় থাকবে l কিন্তু আপনার শেষ মন্তব্যের সাথে আমি একমত মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তি জনতা মেনে নিবেনা যা জামাত চেষ্টা করছে l
৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬
শাহ আজিজ বলেছেন: আমি একটা দুঃসময় দেখতে পাচ্ছি সামনে । দেখুন রাতে শহীদ মিনারে হাউকাউ না হয় ।
সোনাগাজি শুরুতেই বলেছিল তার আশংকা , একটা গৃহযুদ্ধের সংকেত দিয়েছিলেন তিনি , তখন পাত্তা দেইনি কিন্তু এখন দেখছি সোনাগাজি পালস ধরতে পেরেছিলেন ।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৪
সরকার পায়েল বলেছেন: আমিও সোনাগাজীর সাথে একমত l গৃহযুদ্ধ তৈরী করে হয়ত এতদিন সেন্টমার্টিনে আমেরিকা নামার ভয় করছি এখন ঢাকাতেই হয়ত নামার পরিকল্পনা চলছে l যারা এখন সরকার চালাচ্ছে এদের জনগনের দেশের প্রতি কোন দায়বদ্ধতা নাই উড়ে এসেছে উড়ে চলে যাবে এরা রাজনীতি করে না কোনদিন করবেও না জনগনের সাথে এদের কোন সম্পর্কই নাই l
৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৩
কামাল১৮ বলেছেন: একটা ভুল তথ্য প্রচার করেছে জিয়া।শেখ মুজিব রাজাকারদের ক্ষমা করে দিয়েছেন।আসলে তিনি খুন অগ্নিসংযোগের সাথে জড়িত কোন রাজাকারকে ক্ষমা করে নাই।জিয়া যে নয় হাজার রাজাকার জেলে বল্ধি ছিলো তাদের ছেড়ে দেয়ার জন্য এই তথ্য প্রচার করে।ছেড়ে দেয়া রাজাকাররা দিগুন উৎসাহে বিএনপিতে যোগদেয় ও সমর্থন করে।
একথা বলার অর্থ হলো বর্তমান রাজাকাররা আওয়ামী লীগের মতো সেই ভুল করতে চান না।তারা আওয়ামী লীগের ছানাপোনা সহ শেষ করে দিতে চান।তাই তারা দ্বিতীয় বিপ্লবের ডাক দিচ্ছে।এইবার চালাবে হত্যাযজ্ঞ।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৩
সরকার পায়েল বলেছেন: জামাত খুব ভালোভাবে জানে জনগণ তাদের মেনে নিবে না ক্ষমতাও দিবে না l ইউনুস সাহেবও জানে জনগণ তাকে বিশ্বাস করে না পরিস্থিতির কারনে সে প্রধান হলেও খুব ক্ষণস্থায়ী l তবে জামাত ইউনুস এদের ক্ষমতর সময় লম্বা করার উপায় দেশের অস্থিতিশীল পরিস্থিতি দেশ যত অস্থিতিশীল হবে তত এদের লাভ l আর তারা সেই চেষ্টাই করছে l বিনপিও এখন তাদের সমর্থন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে কারন তারাও বুঝতে পারছে এরা শান্তি চায় না l
৬| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১০
আদিত্য ০১ বলেছেন: ৭১-এ ত্রিশ লাখ মানুস মেরে পাকি ও জামাত পরাজিত হওয়ার প্রতিশোধ ২৪-এ এসে স্নাইপিং করে মানুস মেরে সব দোষ দিয়ে আওয়ামীলীগ ও শেখ হাসিনা ফাসানোয় পাকি ও জামাত সফল। বৈষম্য বিরোধী প্লাটফর্ম জামাত শিবিরের বি টিম। তারা এই টিমকে পাকিদের কমান্ডোরা ট্রেনিং আগে থেকেই দিয়েছে।
এই রাজাকার উচিত শিক্ষা পাবে হয়ত সময় লাগবে
৭| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৪
আদিত্য ০১ বলেছেন: শেখ হাসিনা ফিরবেন স্বমহিমায় ও স্বগৌরবে ও বাংলাদেশ পরিচালনা করবে। আওয়ামীলীগ ফিরে আসবে ১ বছরের মধ্যে। ক্ষমতায় যেতে ৫/৬ বছর লাগবে হয়ত। তারপর এই রাজাকারগুলো উচিত শিক্ষাটা পেয়ে যাবে
৮| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি অবশ্যই ফিরে আসবেন।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৬
রানার ব্লগ বলেছেন: ভাববেন না । জামাত কেনো জামাতের দাদারও সাধ্য নাই এই গুলা করার ।
১০| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৯
শিশির খান ১৪ বলেছেন: ডাইপার পরা শিশুরা গত কালকে স্বৈরাচারী হাসিনার প্রতিকৃতিতে যেভাবে জুতা মারলো সেটা দেখার পর ভবিষ্যতে কেউ আর আওয়ামীলীগের পক্ষে দালালি করবে না।শুনলাম আওয়ামীলীগের চার্লি গুলা এই দৃশ্য দেখার পর দুঃখে মুজিব কোট আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে । ইনশাল্লাহ এই বার জামাত শিবির ক্ষমতায় আসবে টেনশন কইরেন না। ফাইনালি দেশের জনগণ ব্যাংক ডাকাত ,টেন্ডারবাজ ,চোর ,চাঁদাবাজ দের হাত থেকে মুক্তি পাবে। আওয়ামীলীগ বি এন পি একই সাপের দুই মাথা।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৮
সরকার পায়েল বলেছেন: মুজিব হত্যার পরেও।আওয়ামীলীগ শেষ হয়ে যায়নি | শেখ হাসিনা হত্যা হলেও আওয়ামীলীগ শেষ হয়ে যেত না |
}
১১| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২১
শিশির খান ১৪ বলেছেন:
১২| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: রাজাকাররা উজাইছে। খুব উজাইছে।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৩
নতুন বলেছেন: অত কিছু হবেনা।
আয়ামীলীগকে নিষিদ্ধ করা হবে।
শেখ হাসিনার বিচার করা হবে। ভারত হয়তো তাকে ফেরত দেবেনা, তিনি ভারতেই নিবাসিত জীবন জাপন করবেন।
ভারত আবার আগের মতন ব্যবসা বানিজ্য ঠিক করতে তদবির শুরু করবে। ১৯ বিলিওন ডলার ব্যবসা হুমকিতে ফেলতে পারেনা ভারত।