নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিগুলো অনেকের পরিচিত আগের বারের আমেরিকার নির্বাচনের ফল প্রকাশের পর ট্রাম্প সমর্থকদের হোয়াইট হাউস আক্রমণের l কি ঘটেছিলো তা বিস্তারিত বলে লম্বা করে লাভ নাই মূল কথায় চলে আসি l
ট্রাম্প শপথ নেয়ার পর বলেছে এই মুহুর্ত থেকে আমেরিকার স্বর্ণযুগ শুরু ‼️ আসলে কি তাই হবে ⁉️নির্বাচনের পর পর পোস্ট দিয়েছিলাম তখনও ট্রাম্প ইউরোপ বা ইউক্রেন নিয়ে বিস্তারিত বলেনি l বলেছিলাম ইউরোপের কপালে দুঃখ আসছে সবচেয়ে বেশি ভুগবে ইউরোপ কিছুদিন পর ট্রাম্প ঘোষণা দিল পানামা খাল, কানাডা, গ্রিনল্যান্ড দখল করবে l আমার পোস্টগুলো দেখলেই প্রমান পাওয়া যাবে l বিশ্ব নিয়ে কি করবে ট্রাম্প বা আমেরিকা তা আমার কাছে পানির মত পরিষ্কার নতুন কিছু বলার নাই l এক কথায় সব ঝেড়ে ঝুরে আমেরিকা ভো দৌড় কাউকে চিনবে না ‼️
এখন আসি আমেরিকার এবং তার নাগরিকদের কি হবে ⁉️ ট্রাম্প সময়ে ধারণা করছি যা হবে -
১ আগামী এক মাসের মধ্যে গণহারে সরকারি এবং তারপরে বেসরকারি ছাটাই চলবে এমন ছাটাই হবে যা আমেরিকার ইতিহাসে বিরল দৃষ্টান্ত হবে l ((উল্লেখ্য এরজন্য আরেক কসাই ইলন মাস্ক কে মন্ত্রী করে সরকারি দক্ষতা বিভাগ নামে নতুন মন্ত্রণালয় করার ঘোষণা দিয়েছে l এর কার্যক্রম সফল হলে ইলন মাস্কের আরেক নাম দিবে আমেরিকানরা, " ট্রাম্পের কসাই " উপাধিটা মনে রাখবেন ঠিক এই নামে এক মাস পর পোস্ট দিবো "ট্রাম্পের কসাই "))
২ গণ হারে নাগরিকত্ব বাতিল করবে লক্ষ লক্ষ মানুষ ডিপোর্ট করবে বা করার চেষ্টা করবে l
৩ চীন সহ কানাডা ইউরোপের সকল পণ্যের উপর শুল্ক অযৌক্তিক হারে বাড়াবে যার ফলে দ্রব্যমূল্য হবে আকাশচুম্বি সাধারণ রুটি মাখন কিনতেও মানুষ হিমশিম খাবে ‼️
৪ নতুন যুদ্ধ শুরু করবে না পুরান যুদ্ধ বন্ধ করার চেষ্টা করবে ফলে অস্ত্র ব্যবসাও বন্ধ হওয়ার পথে যাবে যার ফলে অস্ত্র ব্যবসায়ীরাও নাখোশ হবে l
৫ মাদক ব্যবসায়ীদের জঙ্গি ঘোষণা করবে যা পরিস্থিতি আরও জটিল করতে সহায়তা করবে l
অর্থাৎ লক্ষ লক্ষ বেকার লক্ষ লক্ষ অবৈধ অভিবাসি সেই সাথে লক্ষ লক্ষ অস্ত্র সাধারণ আমেরিকানদের হাতে কথায় কথায় অস্ত্র নিয়ে মানুষ রাস্তায় নেমে যাবে কুকুর বেড়ালের মত মানুষ মরবে l
বিদায় ভাষণে বাইডেন যে বক্তব্য দিয়েছে তা খুব মনযোগ দিয়ে পড়ার অনুরোধ করছি, আশা করি ভবিষ্যৎ আমেরিকার রাজনীতি এবং পরিস্থিতি তা বুঝতে সহায়তা করবে,
আগামী সোমবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউস থেকে তার বিদায়ের পরেই যুক্তরাষ্ট্রে ‘বিপজ্জনক গোষ্ঠীশাসন’ শুরু হতে চলেছে। স্থানীয় সময় বুধবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে এই আশঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউসে তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের নাম না নিলেও বিদায়ী ভাষণে বাইডেনের ‘নিশানা’ ছিল স্পষ্ট। তিনি বলেন, “বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি অভিজাত গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য বিপজ্জনক। আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে।”
বাইডেন বলেছেন, “অল্প কিছু ধনী মানুষের হাতে ক্ষমতা কেন্দ্রিভূত হওয়ার প্রবণতা বাড়ছে। এটা ভয়ঙ্কর প্রবণতা এবং তা মার্কিণ গণতন্ত্রে বিপদের কারণ। যুক্তরাষ্ট্রে আজ গোষ্ঠীশাসনতন্ত্র তার রূপ নিতে শুরু করেছে। প্রভূত বিত্তশালী ও তাদের ক্ষমতা ও প্রভাব আমাদের গোটা গণতন্ত্রকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। আমাদের মূল স্বাধীনতা ও অধিকার বিপন্ন হতে পারে।”
শেষের লাইনটি আবার উল্লেখ করছি, আমাদের মূল স্বাধীনতা ও অধিকার বিপন্ন হতে পারে l
২| ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: চিন্তার বিষয়।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৩:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো পোস্ট।