নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা আর ইউরোপের পাশে নেই - জেলেনোস্কি

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৮

ইউরোপের পাশে আগের মতো আমেরিকা আর নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এক বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি। এ সময় জেলেনস্কি বলেন, ইউরোপে আমেরিকান সহায়তার নিশ্চয়তা ফুরিয়ে গেছে।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ইউক্রেনকে বাদ দিয়েই গত সপ্তাহে যুদ্ধ বন্ধের আলোচনা করে আমেরিকা ও রাশিয়া। এমনকি যেকোনো সময় যুদ্ধ বন্ধ হবে বলে আশ্বাসও দিয়েছে ট্রাম্প প্রশাসন।


এই তথ্য সামনে আসার পর থেকে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা।

এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বললেন, ‘কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে তার কথোপকথনের কথা আমাকে বলেছেন। তিনি একবারও উল্লেখ করেননি যে, সেই আলোচনার টেবিলে ইউরোপকে তারা চাইছেন। এ ঘটনাতেই বোঝা যাচ্ছে আসলে কী হচ্ছে।’


এ সময় জেলেনস্কি বলেন, ‘পুরোনো সেইসব দিন এখন আর নেই। ওই সময় আমেরিকা পুরোমাত্রায় ইউরোপকে সহায়তা করত।’

সিএনএনের এক প্রতিবেদকের সঙ্গে এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প প্রথমে পুতিনকে ফোন দিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি খুশি নন। আগে তাঁর সঙ্গে দেখা না করে ট্রাম্প যদি পুতিনের সঙ্গে দেখা করেন, বিষয়টি আরও ভয়াবহতার দিকে যাবে।

এদিকে, যুক্তরাজ্যসহ ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর কড়া সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল শুক্রবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে তিনি মিত্র দেশগুলোর সমালোচনা করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।


জেডি ভ্যান্স বলেন, ‘ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো তাদের মূল্যবোধ থেকে সরে আসছে। ইউরোপীয় নেতারা বেশ কিছু মৌলিক মূল্যবোধ থেকে পিছু হটেছেন। ইউরোপীয় ইউনিয়নের কমিশনাররা দমন করছেন বাকস্বাধীনতা।’

২০ মিনিটের বক্তব্যে ভুল তথ্য, বিভ্রান্তি এবং বাকস্বাধীনতার বিষয়ে ভোটারদের উদ্বেগ উপেক্ষা করার অভিযোগসহ নানা বিষয়ে সমালোচনা করেন জেডি ভ্যান্স। এ সময় নিরাপত্তা সম্মেলনে পিনপতন নিরবতা ছিল।

ইউরোপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাব উল্লেখ করে জেডি ভ্যান্স বলেন, ‘নিজিদের রক্ষার জন্য ইউরোপের দেশগুলোকেই এগিয়ে আসতে হবে। কারণ এই মহাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি চীন ও রাশিয়ার কাছ থেকে আসছে না, বরং নিজেদের ভেতর থেকেই আসছে।’

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:১৮

সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্প একজন অতি মাত্রায় ডানপন্থী রাজনীতিবিদ। সে আবার ব্যবসায়ী! দেখেছেন বোধহয় মানুষের মধ্যে ধর্মীয় আবহ ফিরিয়ে আনতে সে ' বিশ্বাসের সেন্টার' খুলছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৩

সরকার পায়েল বলেছেন: ট্রাম্প যা করছে তা আমার মত পুঁজিবাদ বিদ্বেষীদের জন্য খুবই আশাব্যাঞ্জক প্রথমত আমেরিকার অর্থনীতঅভ্যন্তরীন বা জাতিগত ঐক্য বিনষ্ট, আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস হবে ল তবে অর্থনীতি ধ্বংসে ওর তেমন হাত নেই এটি সকল রাজনৈতিক পক্ষ মিলে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকেই করে আসছে l সবচেয়ে ভালো আশা করছি ন্যাটো ভেঙে যাবে l

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:২৯

কামাল১৮ বলেছেন: আমেরিকার অর্থনীতির বারটা বাঝিয়ে গেছে বাইডেন।ট্রাম্প সামাল দেবার চেষ্টা করছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৫

সরকার পায়েল বলেছেন: বারোটা বাজাচ্ছে আমেরিকার সব কিছুরই তবে অর্থনীতি ধ্বংস করেছে সব রাজনৈতিক পক্ষ মিলেই ওবামার সময় ফিস্কেল ক্লিফ করতে হয়েছিল l

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: আন্তর্জাতিক বিষয় গুলো আমি একেবারেই বুঝি না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৬

সরকার পায়েল বলেছেন: সমস্যা নাই ফলো আপ করতে থাকেন l

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৫

সরকার পায়েল বলেছেন: US confirms Europe excluded from Ukraine peace talks aimed at ending Russia’s war.AL JAZEERA

Ukrainian President Volodymyr Zelenskiy said he rejected for now a US offer that would give Washington access to critical minerals in the war-battered country because it didn’t offer sufficient protections. -Bloomberg

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২২

সরকার পায়েল বলেছেন: Trump Is Rushing Toward a Deal With Putin, Leaving Europe in the Dust.
< JD Vance’s broadside in Munich shocked European leaders
< European powers are struggling to forge a response to Trump. - BLOOMBERG

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.