| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরন্য সময়, ভোরের রাত্রি পার হয়ে
এই যে মরুভুমি জল,
সবকিছু তোর চোখে লেখা আছে।
কাছে আয়, আয় সই
কেন দুরে পরে রই
চল যাই
ভেসে যাই
যমুনাতীরে।
২|
২২ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪১
শত রুপা বলেছেন: কেমন আছেন হাসানভাই?
৩|
২৪ শে জুন, ২০১৪ ভোর ৫:০৪
নস্টালজিক বলেছেন: যমুনার শব্দচয়ন শান্ত। ভালো লাগলো।
অনেকদিন বাদে আপনাকে দেখলাম ব্লগে।
শুভেচ্ছা নিরন্তর।
৪|
২৬ শে জুন, ২০১৪ রাত ১২:৩০
ফারজুল আরেফিন বলেছেন: প্রায় এক বছর পর যমুনার পাড়ে দেখা হয়ে গেলো!
কেমন আছে জলকন্যা?!
৫|
০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৪
অপ্সরা বলেছেন: ওলো সই ওলো সই
আমার ইচ্ছে করে তোদের মত মনের কথা কই
গানটা শুনেছো আপুনি???
৬|
০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
৭|
২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
মুকুল _মল্লী বলেছেন: নিরবতার মতো ঠাঁয় নেই... আত্মহত্যার মতন প্রবণতাও ধার পায়নি..
আফসোসের থরো থরো জলে... অন্তর্গত বেদনা পুষি... কেউ কিছুই কয়নি...
৮|
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫১
মেহবুবা বলেছেন: এখানেও যমুনা , যমুনা সবখানে ।
৯|
০১ লা জুলাই, ২০১৫ রাত ১২:৩৬
রাজ০০৭ বলেছেন: শতরুপা কেমন আছেন ? এখনো কি ব্লগে আসেন .। বাসার সবাই ভালো আছে। দীর্ঘদিন পরে আবার পুরনো দিনের ফ্রেন্ডদের কথা জানতে ইচ্ছে করলো।
১০|
২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২০
মেহবুবা বলেছেন: জানিনা কবে আপনার দেখা পাব অথবা আদৌ পাব কিনা।
১১|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
লেখোয়াড়. বলেছেন:
শত রুপা!!!
ব্লগে আসেন তাহলে??
কেমন আছেন??
১২|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৭
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কাব্য
১৩|
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৫
অপ্সরা বলেছেন: আপুনি!![]()
১৪|
২৩ শে জুন, ২০১৭ রাত ১১:২০
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
১৫|
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৭
মেহবুবা বলেছেন: আমার মন বলছে আর পাবো না কোন লেখা ।
অথচ এটা সত্যি না হলে কত না ভাল লাগত।
যেখানে আছো ভাল থেকো।
১৬|
২১ শে জুন, ২০১৮ রাত ৯:১১
মেহবুবা বলেছেন: খুঁজে পাই না তোমায়
কত কি হারিয়ে ফেলি
ভেঙ্গে যায় পথ পথের মাঝে
ঘুরে যায় সময়
ভাবি এলে এই অসময়ে
পাই না তোমায়
আর পাই না তোমায় ।
১৭|
০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৬
আর্কিওপটেরিক্স বলেছেন: কোথায়???
১৮|
০১ লা এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৯
খায়রুল আহসান বলেছেন: "মরুভূমি জল" কথাটার মানে কী দাঁড়ায়?
১৯|
২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:১৮
মেহবুবা বলেছেন: @ খায়রুল আহসান, আপনার প্রশ্নের উত্তর আপনি কোনদিন আর পাবেন না, আমি যতটুকু বুঝেছি।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৪ বিকাল ৫:২৪
হাসান মাহবুব বলেছেন: শতরূপা!