![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি মানুষ, অপছন্দ করি মানুষের নীচতা।
Brave দেখার পর থেকে একটা জিনিশ ভাবছি, শেষ পর্যন্ত যা ভেবেছিলাম তাই হলো! Brave মুভিটা ভালোই, আমি বেশ মজা পেয়েছি দেখে। তবে এটিকে কোনভাবেই Pixar এর স্ট্যান্ডার্ড বলা যায় না। মুভির কাহিনি যথেষ্ট দুর্বল, ক্যারেক্টার বিল্ডআপ সেভাবে করা হয়নি, মা-মেয়ের সম্পর্কও আমাদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারে নি। মুভির নাম, পোস্টার আর ট্রেইলার দেখে মুভিটা সম্পর্কে যে ধারনা হবে, মুভির সাথে তার প্রায় কিছুই মিলবে না। যদিও অ্যানিমেশন এতই ভালো যে শুধুমাত্র এর কারনেই মুভিটা দেখা যায় (পিক্সার এর অ্যানিমেশন বলে কথা!)। অন্য যেকোনো স্টুডিও এই মানের একটা অ্যানিমেশন মুভি বানাতে পারলে ধন্য হয়ে যেত, কিন্তু Pixar তার স্ট্যান্ডার্ডকে এতই উঁচুতে নিয়ে গেছে যে এই মুভি তাঁদের সেই স্ট্যান্ডার্ড এর সাথে match করে না।
কিন্তু Pixar কেন আমাদের সেই আগের মত উঁচুমানের মুভি উপহার দিতে পারছেনা? আমি নিজে কয়েকটা কারন ভেবেছি, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে- Pixar এখন আর একটি স্বাধীন স্টুডিও না, Disney ২০০৬ সালে Pixar কে কিনে নিয়েছে! ভালো কথা, কিনতেই পারে...এছাড়া ডিজনি অনেক পুরানো এবং বড় স্টুডিও, যাদের আছে অনেক সমৃদ্ধ একটা ইতিহাস। তাঁরা নিজেরাও অনেক উঁচুমানের কার্টুন-অ্যানিমেশন মুভি তৈরি করেছে, কিন্তু সমস্যা হচ্ছে ডিজনি আর পিক্সার এর ধ্যান ধারনা একেবারেই আলাদা। ডিজনি বরাবরই কাজ করেছে রুপকথা/ Fairy Tale নিয়ে, সেখানে পিক্সার এর কাজগুলো ছিল একেবারেই ইউনিক!
পিক্সার সবসময় কাজ করেছে ইউনিক সব আইডিয়া নিয়ে, তাঁরা তৈরি করেছে অসাধারণ সব জগৎ, অসাধারণ সব ক্যারেক্টার, অসাধারণ সব Heart Touching মাস্টারপিস! তাঁরা মুভি বানিয়েছে পিঁপড়াদেরকে নিয়ে, খেলনাকে নিয়ে, মুভি বানিয়েছে সাগরের নিচের মাছেদের নিয়ে, ইঁদুরকে নিয়ে, গাড়িকে নিয়ে, এমনকি ভবিষ্যতের পৃথিবীর রোবটের ভালবাসা নিয়ে, আরও কত কি! অসাধারণ কিছু ক্যারেক্টারও আমরা দেখেছি বিভিন্ন মুভিতে, যেমন নিমো, লাইটনিং ম্যাককুইন, ওয়াল-ই, পাগলা বুড়ো কার্ল ফ্রেডরিকসন ও আরও অনেকেই। UP মুভির প্রথমে মাত্র আট মিনিটের মধ্যে, কোন ডায়লগ ছাড়াই তৈরি করেছে অসাধারণ এক Love Story!
সেই পিক্সার কেন দিন দিন পিছিয়ে পড়ছে সেটা সত্যিই ভাববার বিষয়। ডিজনি পিক্সারকে acquire করার পর থেকেই কিন্তু আস্তে আস্তে পিক্সার মুভির ধরন বদলে যেতে থাকে। পিক্সার সবসময় কাজ করেছে Original স্টোরি নিয়ে, কিন্তু ডিজনি কিনে নেবার পর থেকেই চাপ দিতে থাকে সিকুয়েল তৈরি করার জন্য আর তারই ফলশ্রুতিতে আমরা পেয়েছি Cars 2, অথবা Toy story 3 (যদিও এটা বেশ ভালো হয়েছে)। যত যাই হোক, এই মুভিগুলোও ছিল “PIXAR” মুভি। কিন্তু Brave কে একটা পিক্সার মুভির চেয়ে অনেক বেশী মনে হয়েছে ডিজনি এর মুভি। সেই রাজকন্যার কাহিনি, রাজা-রানী, ডাইনি বুড়ি, জাদু দিয়ে transform করা আবার সব শেষে Happy Ending...দেখতে খারাপ না লাগলেও এটা কোনভাবেই “পিক্সার” মুভি না! অনেকে এটাও বলছে যে Brave হচ্ছে পিক্সার এর প্রথম “ডিজনি” মুভি। পিক্সার এর মুভির বিশেষত্বই হচ্ছে “They will always deliver you something new”। কিন্তু Brave এ আপনি নতুন তেমন কিছুই পাবেন না। শেষ পর্যন্ত ডিজনির চাপে পড়ে পিক্সারও এই ধরনের মুভি বানালো, কারন পিক্সার এখন ডিজনি এর যেকোনো সিদ্ধান্ত মানতে বাধ্য।
এখন তো পিক্সার তাঁদের short-film এরও সিকুয়েল তৈরি করছে, এমনকি Direct to DVD মুভিও তৈরি করছে! তারকা অভিনেতা-অভিনেত্রি নিয়ে ভয়েস অ্যাক্টিং করাচ্ছে, যেখানে আসলে প্রয়োজন চরিত্রের সাথে মানানসই ভয়েস অ্যাক্টর। Originality দিন দিন শুধু কমেই যাচ্ছে। তো ডিজনি-পিক্সার কেন এমন করছে? কারন এইসব প্রত্যেকটা পুরানো মুভিই একেকটা ব্র্যান্ড। এগুলোর সিকুয়েল তৈরি করলে অবশই বক্স অফিস কাঁপাবে, আর সেইসাথে ডিজনির পকেট ভারী হবে! কিন্তু আমরা সাধারন মুভি ফ্যানরা ভালো মুভি দেখতে চাই, সেটা সব মুভি স্টুডিও থেকেই। ডিজনি তার মত মুভি তৈরি করুক, পিক্সার কে তার মত চলতে দিক... এটাই আমাদের চাওয়া। তা নাহলে হয়ত আমরা হারাবো একটা অঅঅঅঅসাধারণ অ্যানিমেশন স্টুডিওকে, আমি অন্তত আবার ফিরে পেতে চাই সেই “Original” পিক্সার কে!!
আপনাদের কি মত?
১২ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৩৩
নিস্প্রভ নীল বলেছেন: মানে কি ভাই? ইঙ্ক্রেডিবলস কি আপনার ভালো লাগে নাই? আমার কাছে তো জোশ লাগসে!
২| ১২ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩৮
অন্ধকারের রাজপুত্র বলেছেন: Pixar এর সবগুলো এনিমেশন ই জোশ!
Brave কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছেতো সবকিছু ঠিকই আছে বলে মনে হয়।
+++++++
১২ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৩
নিস্প্রভ নীল বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ। Brave মুভিটা খারাপ না, কিন্তু পিক্সার এর অন্য মুভিগুলার সাথে তুলনা করার মতও না। বেশ কিছু weakness আছে মুভিটার!
৩| ১২ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩৮
অন্ধকারের রাজপুত্র বলেছেন: Pixar এর সবগুলো এনিমেশন ই জোশ!
Brave কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছেতো সবকিছু ঠিকই আছে বলে মনে হয়।
+++++++
১২ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৩
নিস্প্রভ নীল বলেছেন: আপনাকেও ++++++!
৪| ১২ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আই লাভ Pixar :#> :#>
১২ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৪
নিস্প্রভ নীল বলেছেন: আমার ব্লগে স্বাগতম স্বর্ণা। আসলে আমরা সবাই ই পিক্সার কে ভালোবাসি, তাই চাই না এটা এভাবে বদলে যাক!
৫| ১২ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৪৫
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
Up, Finding Nemo........ এগুলোর মত হয়তোবা এতটা ভালো নয়, তাই বলে ফেলে দেবার মতও কিন্তু নয় "Brave"!!! তবে এক্সপেকটেশন অনেক হাই ছিল পিক্সার এর কাছে, যেটা ব্রেভ এর ক্ষেত্রে পূরন হয়নি!!
১২ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৫
নিস্প্রভ নীল বলেছেন: আপনি নিজেই কিন্তু বলে দিয়েছেন আমার কথাটা। Brave খারাপ মুভি না হলেও পিক্সার এর মানের না। এটাকে দেখে মনে হয়েছে একটা ডিজনি মুভি, কখনই একটা পিক্সার মুভি না!
৬| ১২ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৪৫
আল্পেনকর্পস বলেছেন: ব্রেভ চমৎকার একটা মুভি, সবার কাছে সব মুভি ভাল লাগবে এমন কোন কথা নেই। আমার কাছে আইস এজ থ্রি ভাল লাগে নি, তাই বলে কি ওটা মানসম্মত মুভি না? আমার কাছে ভাল না লাগলেও বক্স অফিস কিন্তু বলছে অন্য কথা।
এবার আসি পিক্সার ডিজনী প্রসঙ্গে। পিক্সারের এক সময় এমন অবস্থা ছিল যে প্রায় বন্ধ হ
১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১২:০৫
নিস্প্রভ নীল বলেছেন: আমি কখনও বলিনি ব্রেভ খারাপ মুভি, শুধু বলেছি যে পিক্সার এর মানের না। আর বক্স অফিস পারফরম্যান্স দিয়ে তো আর মুভি ভালো-খারাপ বলা যায় না। ট্রান্সফরমারস মুভি গুলা প্রায় বিলিওন ডলার করে ব্যাবসা করেছে, শেশেরটা করেছে বিলিওনের বেশী...এতেই কি সেটা ভালো মুভি হয়ে গেলো? আমি আমার জীবনে ট্রান্সফরমারস এর চেয়ে খারাপ মুভি দেখি নি। আপনি ব্রেভ এর IBDb এর ইউজার রিভিউগুলা পড়ে দেখতে পারেন, দেখবেন ৮০% এর বেশী মানুষ আমার কথার সাথে একমত হয়েছে। যখন বেশিরভাগ মানুষের মতামত মিলে যায়, তখন সেটাকে সঠিক বলেই মনে করি।
৭| ১২ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৫২
আল্পেনকর্পস বলেছেন: এবার আসি পিক্সার ডিজনী প্রসঙ্গে। পিক্সারের এক সময় এমন অবস্থা ছিল যে প্রায় বন্ধ হওয়ার দশা। সেসময় ডিজনী রিস্ক নিয়ে পিক্সারের পাশে এসে দাঁড়ায়। শর্ত ছিল ৫০:৫০ প্রফিট/কস্ট শেয়ার করার, কিন্তু ষ্টোরী রাইট ও সিক্যুয়েল রাইট থাকবে ডিজনীর। পরে অবস্থা ভাল হলে পিক্সার এই শর্ত মানতে চায়নি। শেষে ডিজনী অনেক টাকা খরচ করে পুরো ষ্টুডিও টাই কিনে নেয়।
এনিমেশান ফিল্ম এর জগতে কিন্তু ডিজনীর শ্রেষ্ঠত্ত পিক্সারের থেকে অনেক অনেক বেশি। ডিজনী যে শুধুই ব্যাবসা করতে চায় এই ব্যাপারে আমি একমত না, ডিজনী সবসময় ভাল বিনোদন উপহার দিয়েই ব্যাবসা করে এসেছে। এতে তো দোষের কিছু নেই। আর পিক্সারের কাছে ভাল ষ্টোরী থাকলে তাতে ডিজনীর ও আপত্তি করার কোন কারন নেই। আপনি একটু খোজ নিলেই জানতে পারবেন একটানা অনেক গুলো ফ্লপ মুভির পরে ব্রেভ ই পিক্সারের একটা ভাল ব্যাবসা সফল মুভি।
১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১২:২৯
নিস্প্রভ নীল বলেছেন: আমি আপনার মতামতকে অসম্মান করতে চাই না, কিন্তু পিক্সার সম্পর্কে আপনার ধারণা একেবারেই ভুল! পিক্সার কখনই সেরকম অর্থনৈতিক সমস্যায় পড়েনি, কারন তাঁদের প্রত্যেকটা (জি হ্যাঁ, প্রত্যেকটা) মুভিই ছিল ব্যবসাসফল! পিক্সার এর ৫০% শেয়ার এর মালিক ছিলেন প্রয়াত স্টিভ জবস। তিনিই সিদ্ধান্ত নিয়েছিলেন পিক্সারকে ডিজনি এর কাছে বিক্রি করবেন।
এখন প্রশ্ন আসতে পারে কেন? কারন জবস তখন অ্যাপল নিয়ে অনেক বেশী ব্যাস্ত ছিলেন, এদিকে সময় দেওয়াটা বেশ কঠিন ছিল তার জন্য। এছাড়া পিক্সার একটি ছোট স্টুডিও, এর মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন ততটা শক্তিশালী না হওয়ায় অনেকদিন থেকেই (প্রায় ১২ বছর) পিক্সার এর মুভির মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন করতো ডিজনি। এতে উভয় পক্ষই ৩.৫ বিলিওনেরও বেশী লাভ করেছে।
ডিজনি কেন ৭.৪ বিলিওন ডলার দিয়ে পিক্সারকে কিনেছে? কারন এছাড়া তাঁদের আর কোন উপায় ছিল না। পিক্সার, ড্রিমওয়ার্কস এই ধরনের কিছু স্টুডিও অসাধারণ সব অ্যানিমেশন মুভি তৈরি করছিলো, যেখানে ১৯৯০ এর দশক এর পর থেকে ডিজনি সেরকম কোন মুভিই তৈরি করতে পারে নি। যেহেতু ডিজনি আগে থেকেই পিক্সার এর মুভির মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন করে আসছে, তাঁরা পিক্সারকে কিনে নিয়ে নিজেরা Survive করেছে। ডিজনি যদিও অনেক আগের এবং বড় স্টুডিও, তাঁদের কোন মুভিই পিক্সার এর সবচেয়ে ব্যবসাসফল মুভির আশেপাশেও নাই! আমি আপনাকে সাজেস্ট করবো আপনি পিক্সার নিয়ে একটু গুগল করে দেখেন, সব নিজেই বুঝতে পারবেন! ডিজনিকে আমি খারাপ বলছিনা, তবে তাঁরা পিক্সার এর স্বকীয়তাই নষ্ট করে ফেলছে।
৮| ১২ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২৮
আদিম পুরুষ বলেছেন: লাইক..
১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৩১
নিস্প্রভ নীল বলেছেন: কমেন্ট!
৯| ১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১২:১১
আপেল বেচুম বলেছেন: From mobile. Most of the bloggers oppose you, but I strongly agree with you. We expect difference from Disney & pixar.
১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৩৫
নিস্প্রভ নীল বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ। আসলে বেশিরভাগ মানুষই আমার সাথে একমত হয়েছেন। ব্লগে দেওয়ার আগে আমি এই পোস্টটা আরও দুটো ফেইবুক গ্রুপে দিয়েছিলাম, সবাই আমার সাথে সহমত পোষণ করেছেন। ব্লগে তো কমেন্টই করেছেন মাত্র কয়েকজন! আর আমার ধারণা তাঁরা আমার লেখাটা পুরোটা পড়েননি!!
অবশই ডিজনির উচিত পিক্সার এর স্বকীয়তা নষ্ট না করা।
১০| ১৩ ই নভেম্বর, ২০১২ রাত ২:১৩
আল্পেনকর্পস বলেছেন: ভাই নিস্প্রভ নীল, আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আমি আপনার বক্তব্যের বিরোধিতা করতে চাই না। Obviously we both are animation lover and we gotta stick together
তবে আমার ইনফর্মেশনের সাপোর্টে উইকি থেকে কোট করলামঃ
"Despite the total income of these products, the company was still losing money, and Jobs, still chairman of the board and now the full owner, often considered selling it. Even as late as 1994, Jobs contemplated selling Pixar to other companies, among them Microsoft. Only after learning from New York critics that Toy Story was probably going to be a success and confirming that Disney would distribute it for the 1995 Christmas season did he decide to give Pixar another chance."
১৩ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩০
নিস্প্রভ নীল বলেছেন: অবশ্যই আমরা দুজনই অ্যানিমেশন লাভার, তবে দুইজনের মতামত আলাদা হতেই পারে!
আপনার কমেন্টের আনসার নিচে স্বাধীনতার বার্তা ভাই সুন্দর করে দিয়ে দিয়েছেন। পিক্সার এর ফুল লেংথ ফিচার ফিল্ম একটাও ফ্লপ খায় নি, আপনি যেগুলোর কথা বলেছেন সেগুলো ছিল শর্ট ফিল্ম। আর আমি ব্যক্তিগতভাবে উইকিকে বিশ্বাস করতে পারি না!
১১| ১৩ ই নভেম্বর, ২০১২ রাত ২:৪১
স্বাধীনতার বার্তা বলেছেন: @আল্পেনকর্পস
ভাই আপনি যেটা বলছে সেটা ছিল ডিজনীর সাথে কয়েকটা মুভির ডিস্ট্রিবিউশন ডিল। টয় স্টোরি ছিল প্রথম থ্রিডি এনিমেটেড ফিচার ফিল্ম। এর আগে সব থ্রিডি স্টুডিও খালি শর্ট ফিল্ম বানাতো, হয়ট আরো টুকটাক কিছু করত। সেটা দিয়ে এপল এর এক কালের মালিক এর সন্তুষ্টি না হওয়ারই কথা।
ডিজনী এর গত কয়েক বছর এ যত একুইজিশন করেছে তার মূল হোতা এই লোকঃ http://en.wikipedia.org/wiki/Bob_Iger
কর্পরেট হিসেবে মনে হয় এখনকার যুগে সবচেয়ে ধুরন্ধর আর সফল ভাবা হয় এই লোককে। ২০০৫ সালে সিইও হয়েছে এই লোক। আর পর থেকেই ডিজনি এর ব্যাবসা খালি বেড়েই যাচ্ছে (২০০৬ এ পিক্সার, ১০ এ মার্ভেল, ১২ তে লুকাস ফিল্ম - তিনটা জায়ান্ট এখন ডিজনীর আন্ডারে)। আর এই লোকের কারনেই ডিজনী অনেক চেঞ্জ হয়েছে। যেমনঃ রাপুনযেল গল্পের নাম-একটু কাহিনী পালটিয়ে ট্যাঙ্গেলড করা, অন্যদিক এ আগামী বছর দ্যা স্নো কুইন বের হবে ফ্রোজেন নামে। এর মতে পুরানো নামগুলো সেকেলে হয়ে গিয়েছে। নতুন নাম দিয়ে যদি একই কাহিনী ছাড়া হয় তাওলে আশার চেয়ে বেশি ব্যাবসা করবে করা সম্ভব (ট্যাঙ্গেলড তার এই ধারনাকে অনেক সত্যতা দিয়েছে)। আর ডিজনীর স্টোরিতে কখনো হাইপারস্পিড থাকতো না। ধীরে সুস্থে আগাত। কিন্তু ডিজনীর সাম্প্রতিক এনিমেশনগুল দেখেন, আগের যেকোনগুলোর চেয়ে অনেক বেশি হাইপারএক্টিভ।
অবশ্য এটাকে এভাবেও বলে যায়, ডিজনী ইজ বিকামিং মডার্ন। কিন্তু ডিজনীর এই ধ্যান ধারনার সাথে পিক্সার কে না জড়ালেই ভাল হত।
@লেখক
আপনার সাথে সহমত। ব্রেভ যতটানা পিক্সার মুভি তারচেয়ে বেশি ডিজনী মুভি। আর সিক্যুয়াল/প্রিক্যুয়াল আমার খুব কম সময়ই ভালো লাগে, সাম্নের বছর মন্সটার ইউনিভার্সিটি আসছে। কী জানি করে আমার অন্যতফেভারিট মুভিটাকে।
১৩ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩১
নিস্প্রভ নীল বলেছেন: ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ! মন্সটারস ইউনিভার্সিটি নিয়ে আমিও শঙ্কিত, কি জানি কি বানায়!
১২| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:২৮
নক্ষত্রচারী বলেছেন: পিক্সার সাধারণত ফ্যান্টাসি নিয়ে এনিমি করেনা । তারপরও ব্রেভ খারাপ লাগে নাই । গ্রাফিক্স চরম হইসে ।
কার্স ২ তো ফ্লপ খাইছিলো, দেখি এবার কোনটা জিতে ।
১৩ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
নিস্প্রভ নীল বলেছেন: সেটাই, ব্রেভ পিক্সার এর মুভি হয়নি, হয়েছে একটা ডিজনি রাজকুমারী মুভি। তবে খারাপ না একেবারে!
কারস ২ ফ্লপ? আমার তো মনে হয়না ভাই, ব্যাবসা করসে ৫৬০ মিলিওন!! চিন্তা করেন এইবার...
১৩| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১:৫৮
নুর ফ্য়জুর রেজা বলেছেন: "ব্রেভ" দেখি নাই, তবে পিক্সার আর ডিজনির মুভি তৈরির ধরন আসলেই আলাদা। +++++
(আমি অবশ্য "Dreamworks animation" এর ভক্ত !! )
১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১০:১৩
নিস্প্রভ নীল বলেছেন: ড্রিমওয়ার্কস এর কাজও ভালো লাগে, তবে পিক্সার বস!
১৪| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ২:১২
ভদ্র পোলা বলেছেন: এতো কিছু বুঝি না - আনিমেসান দেখি - ভালা ই লাগে ।
ব্রেভ দেখা হয় নাই । পিক্সার এর মুভি নিয়া কোনো কথা হইব না !!!
ডিজনী রে লইয়া তেনা পেঁচান গা - প্রব্লেম নাই !!
১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১০:১৫
নিস্প্রভ নীল বলেছেন: দুক্ষের বিষয় এইটাই যে, এখন আমাদের পিক্সার এর মুভি নিয়েও কথা বলতে হচ্ছে...সেই আগের পিক্সার আর নাই। এখন তাঁরা ডিজনির হাতে বন্দী, একটার পর একটা সিকুয়েল করেই যাচ্ছে। আগের ধার হারিয়ে ফেলছে পিক্সার, কস্টকর ব্যাপার।
১৫| ১৪ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:২৯
কোডনেম ৬৬৬ বলেছেন: ডিজনি পিক্সারকে কিনে নেয়ায় কোন না কোন সময় পিক্সার তার স্বকীয়তা হারাতে বাধ্য। আপনার পর্যবেক্ষণ ঠিক আছে। ব্রেভ যতটা না পিক্সার মুভি তার চেয়ে বেশি ডিজনি রূপকথা।
---------------
আর একটা কথা - অপ্রয়োজনীয় সিকুয়্যেল এর চেয়ে নতুন আইডিয়ার মুভি করলে বেশি ভালো হত। কারস ২ থেকে পিক্সার এর শিক্ষা নেয়া উচিত। পিক্সার এর আপকামিং ফিল্ম লিস্টে দেখলাম - monster university আর finding nemo 2 . উভয় সিরিজের ক্ষেত্রেই প্রথম মুভিটা স্বয়ংসম্পূর্ণ, একটা নির্দিষ্ট মেসেজ সুন্দরভাবে দিতে পেরেছে এবং সেহেতু এর সিকুয়েল করার কোন দরকার নেই।
১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১০:১৭
নিস্প্রভ নীল বলেছেন: আপনার সাথে একমত, পিক্সার এর স্বকীয়তা হারিয়ে যাচ্ছে। আমার লেখাতে কিন্তু আমি এই পয়েন্টই তুলে ধরেছি, অরিজিনাল আইডিয়ার অভাব...ডিজনির চক্করে পড়ে পিক্সারও এখন অপ্রয়োজনীয় সিকুয়েল বানাতে বাধ্য হচ্ছে!
১৬| ১৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩১
সবুজ সাথী বলেছেন: ভাল লাগা আর সহমত জানিয়ে গেলাম।
১৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৩
নিস্প্রভ নীল বলেছেন: ধন্যবাদ সবুজ সাথী!
১৭| ১৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: দারুন বলসেন।
আমরা সেই পুরান পিক্সার কে ফেরত চাই। আর চাই নতুন সব অসাধারন চরিত্র।
+++++++++
১৯ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৫
নিস্প্রভ নীল বলেছেন: আপনার কমেন্টের অপেক্ষায়ই ছিলাম ভাই!
মতামতের জন্য অনেক ধন্যবাদ। যদিও অনেকে আমাকে খুঁচিয়েছে এই বলে যে, আমি নাকি মুভি সম্পর্কে আইডিয়াই রাখি না! হাহাহা...তাঁদের মতে ব্রেভ পিক্সার এর সেরা মুভি!
১৮| ১৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:০৪
লর্ড কার্জন বলেছেন: PIXAR কে সত্যিকার অর্থেই মিস করছি আমরা। Disney PIXAR কে কিনে নেওয়ার পর থেকে আমরা সেই অর্থে কোন ভাল অ্যানিমেশন মুভি আর পাইনি এই প্রতিষ্ঠান থেকে। যত তাড়াতাড়ি PIXAR তার আগের নির্মাণ ধারণায় ফিরে যাবে ততই অ্যানিমেশনপ্রেমীদের জন্য মঙ্গল।
১৯ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৭
নিস্প্রভ নীল বলেছেন: ডিজনি পিক্সার কে কেনার পর Wall-E আর UP বের হয়েছে, কিন্তু এ দুটাই তৈরি হয়েছে চুক্তি হওয়ার আগেই। তাই এগুলোকে সত্তিকার অর্থে ডিজনি-পিক্সার বলা যায় না। ব্রেভ হচ্ছে ডিজনি-পিক্সার এর প্রথম মুভি। আপনার সাথে সহমত, যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল!
১৯| ১৯ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৫৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: জীবনে এই প্রথমবারের মত এমন ঘটনা ঘটসে যে, আমি এনিমেশন নামায়া রাখসি, বাট দেইখা শেষ করিনাই !! ব্রেভ এর বেলায় তাই ঘটসে। কারন, কি জানেন? একঘেয়েমিতার ভয়। ঠিক যা আপনি উপরে বলসেন।
সত্যি কথা পিক্সার সম্পর্কে ভাল মত জানলামি আপনার লেখায়।
১৯ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৩০
নিস্প্রভ নীল বলেছেন: ব্রেভ দেখেন, TDKR দেখেন। এরপর বলেন কেমন হইসে! আসলে পিক্সার তাঁর স্বকীয়তাই হারায় ফেলতেসে...দুঃখের ব্যাপার!
২০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫০
রাখালছেলে বলেছেন: টাকা থাকলে আমিই পিক্সার কিনে নিতাম । কিন্তু আফসুস !!! ডিজনি সেকেলে হয়ে গ্যাছে কিন্তু পিক্সার বস ।
নিমো দেখে তো পুরাই পাঙ্খা । কিন্তু এত ব্যবসা সফল একটা প্রতিষ্ঠান জবস বেচল কেন ??
০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৩২
নিস্প্রভ নীল বলেছেন: কে জানে, হয়ত ব্যাস্ততার কারনে বা অসুস্থতার কারনে ছেড়ে দিয়েছে। কিন্তু লস হইসে দর্শকদের।
২১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:১৮
নিমতিতা বলেছেন: কারস ২ ক্যান বানানো হইছে শুনেন:
কারস মুভিটা হিট ছিল, তবে এর চাইতেও কেকগুন বেশি আয় হইছে মার্চেনডাইজ (যেমন, জামা, ব্যাগ, খেলনা, কিসে নাই লাইটনিং ম্যাককুইন?) বিক্রি করে/ লাইসেন্স দিয়ে। সাধারণত, একটা সিনেমার মার্চেনডাইজ বিক্রি এতদিন করা যায় না, কারস এর ক্ষেত্রে যেটা হইছে।
মুভিটার সিকুয়েল রিলিজ করে ব্যবসা মার্চেনডাইজের ব্যবসা আবার চাঙ্গা হইছে।
কারস এর মত এত টাকা অন্য কোন মুভি মার্চেনডাইজ/লাইসেন্স বেইচা ঘরে আনতে পারে নাই।
০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৩৪
নিস্প্রভ নীল বলেছেন: ১০০% একমত আপনার সাথে। মার্চেনডাইজের ব্যবসার কারনেই এই কাজটা করসে। কিন্তু পারপরেও পিক্সার এর কাছ থেকে এমন মুভি আশা করি না! :'(
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১২ রাত ৮:২০
তামিম ইবনে আমান বলেছেন:
জি ভাই। দ্যা ইঙ্ক্রেডিবলস এর মত মুভিও পিক্সার বানাইসিল