![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম - সত্যব্রত বয়স- ২৫ গান গাইতে ভালবাসি ,টুকটাক লিখি , মাঝে মাঝে মানুষ দেখি রাস্তায় বসে, লেকের পারে আনমনে বসে আঁধারে মন ভেজাই ।
ওর বয়স সবে চার বছর । এখনও ভুলভাল শব্দ বলে। পরী কার্টুন না দেখলে তার ঘুমই আসে না। আমার ভাগ্নি , নাম অদ্রিতা। আমি আদর করে কখনও পাগলী আবার কখনও মামণি বলে ডাকি।
ও আজ চট্টগ্রাম চলে গেছে। অফিস থেকে বাসায় যেতেই আজ ভয় লাগছে। আমার ধারণা আজ ঘরে ঢুকলে আমি হাউমাউ করে কেঁদে ফেলব।
আজ বাসা থেকে অফিস আসার আগে আমি যখন ওকে আদর করলাম তখন ও দৌড়ে অন্য রুমে চলে যায়। আমি জানি আমার ছোট্ট মা টা তখন কাঁদছিল।
মামণি আমি তোকে অনেক মিস করছি। অনেক। অনেক।
২| ০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৬
আশিক মাসুম বলেছেন:
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯
ব্রতসত্য বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
গুড লাক