![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম - সত্যব্রত বয়স- ২৫ গান গাইতে ভালবাসি ,টুকটাক লিখি , মাঝে মাঝে মানুষ দেখি রাস্তায় বসে, লেকের পারে আনমনে বসে আঁধারে মন ভেজাই ।
ও মোর খোদা! এইডা কিতা হুনলাম । লিপস্টিহে নাহি বুদ্দি কইম্যা যায় । এমিনিতেই যেনারা লিপস্টিক ব্যবহার করুইন তাগর বুদ্দি এমনিতেই কম ।
তার উফরে যদি এমুন অয় তাইলেত বিফদ । আর যারা চুমু টুমু খান তাগর জৈনও বিফদ !
ক্ষতিকারক সীসা থাকায় তা ব্যবহারকারীর বুদ্ধিমত্তা, আচরণ ও শিক্ষণ দক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। তথ্য সূত্র বিডিনিউজ ২৪
বিজ্ঞানীরা গবেষণার নমুনা হিসাবে ২২টি ব্র্যান্ডের লিপস্টিক এবং লিপ গ্লস পরীক্ষা-নিরীক্ষা করেন । এর মধ্যে ১২ টি অর্থাৎ, ৫৫ শতাংশেই সীসার উপস্থিতি পাওয়া গেছে। এ সীসা খুব কম মাত্রার হলেও গবেষকরা বলছেন, সামান্য সীসাও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে এর ফলে সাভাবিক বুদ্ধিমত্তা আনেকাংশে কমে যায় ।
তবে জেনেশুনে লিপস্টিকে সীসা ব্যবহার করা হয়না, বরং প্রসাধনটির রঙের জন্য ব্যবহৃত বিভিন্ন রঞ্জকে সীসা থাকে বলে জানিয়েছেন গবেষকরা।
এর আগে ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ‘ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ পরিচালিত এক গবেষণায় লিপস্টিকে উচ্চ মাত্রার সীসা উপস্থিতি ধরা পড়েছিল। তথ্য সূত্র বিডিনিউজ ২৪
তাই অহন থেইকা সুমু কাওয়ার আগে লিফিসটীক মুইচা লইন যে ,
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬
ব্রতসত্য বলেছেন:
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫১
অরন্য জীবন বলেছেন: এত দিনে সব বুদ্ধি শেষ। তাইত বলি , থিওরী অফ রিলেটিভিটি বুঝিনা কেন?
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬
ব্রতসত্য বলেছেন: ভাই
সামনে আর ভুল কইরেন না
সুমু খাওয়ার আগেই মুইছা লন
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১২
ঘুড্ডির পাইলট বলেছেন: বুদ্দির খবর জানি না তয় চুমা দিলে গালে প্রমান থাইকা যায় ।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫০
জাহিদ গাছবাড়ী বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫
টুনটুনি সুখি বলেছেন: