![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অসাধারণ নই, তবে সাধারণ ও নই। বলা যেতে পারে সংমিশ্রণ এ গড়া আমি। নিজের ভাল মন্দ টা বাছাই করতে চরম ভাবে দ্বিধান্বিত হই। বাবা, মা এর প্রথম রাজপূত্র হলেও সে ভাবে আলোকিত করতে পারিনি তাদের স্বপ্নময় হৃদয় প্রদীপ। ব্যর্থ প্রচেষ্টা করে যাচ্ছি, সফলতার মুখ আজো অচেনাই। এভাবেই যাচ্ছে দিন কাল।
আমরা এ পর্যন্ত অনেক দৃষ্টান্ত দিয়েছি। তবুও সে সব হতে শিক্ষা নিয়ে এ জাতি কে কিছু দিতে পারছি না। শুধু দিচ্ছি অপরিকল্পিত ভবিষ্যত। যার ভোগান্তি আমাদের ও আমাদের পরবর্তী প্রজন্মে কে অচিরেই করতে হবে। নদী মাতৃক এ দেশের নদীর পানিই তার বাস্তব প্রমান। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা তে গিয়ে দেখুন আমাদের কৃত কর্ম। সুষ্ঠ ব্যবহার ও আবর্জনা সঠিক স্থানে না ফেলে কি করেছি আমরা এ দেশ কে। আসুন দয়া করে আমরা এদেশ গঠনে নিজেকে ব্যক্তিগত ভাবে উদ্যমী হই। ___শুভ©
©somewhere in net ltd.