![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অসাধারণ নই, তবে সাধারণ ও নই। বলা যেতে পারে সংমিশ্রণ এ গড়া আমি। নিজের ভাল মন্দ টা বাছাই করতে চরম ভাবে দ্বিধান্বিত হই। বাবা, মা এর প্রথম রাজপূত্র হলেও সে ভাবে আলোকিত করতে পারিনি তাদের স্বপ্নময় হৃদয় প্রদীপ। ব্যর্থ প্রচেষ্টা করে যাচ্ছি, সফলতার মুখ আজো অচেনাই। এভাবেই যাচ্ছে দিন কাল।
প্রতি নিয়তই কিছু না কিছু অভিজ্ঞতা হচ্ছে। আমাদের দেশের রাজনীতি তে এটা খুব চিরাচরিত। আজ বড় এক ভাইয়ের অনুরোধে উপজেলা নির্বাচন উপলক্ষে আয়োজিত একটি থানা ভিত্তিক আলোচনা মত সভায় উপস্থিত ছিলাম। অনেক সিনিয়র নেতা নেত্রী রা ছিলেন। সবাই বেশ জ্ঞান গর্ভ মূলক আলোচনা ই করলো। উল্লেখ্য আমার নির্বাচনী এলাকা ঢাকা ১ (দোহার)। সভার প্রধান অতিথি ছিলেন দাদা মানে নাজমুল হুদা সাহেব। আমি কিছু টা অবাক হয়েছিলাম পাতি নেতাদের আবেগ ও উচ্চ বাচ্য শুনে। যে ধরনের প্রশংসামুখর লৌকিকতা দেখলাম তাতে মনে হলো এভাবেই হয়তো দাদ দের কাছে নিজেকে ফুটিয়ে তুলতে হয়?
যাই হোক মূল কথায় আসি! কেন্দ্রীয় সরকার আসে স্থানীয় সরকার এর সমষ্টিকরণ হতে কিন্তু স্থানীয় সরকার আসে কেন্দ্রীয় ডিরেকশন অনুযায়ী। কিন্তু এখানে হাই কমান্ড আর লোকাল কমান্ড এর পার্থক্য ফুটে উঠে ব্যপক রূপে। মাঝে মাঝে দেখা যায় যে হাই কমান্ড লোকাল কমান্ড এর কাছে এত টাই তুচ্ছ হয়ে পরে যে হাই কমান্ড এর সিলেক্ট করা প্রার্থীর জামানত ও বাজেয়াপ্ত হয়। এটা হয় ঠিক তখন ই যখন কোন এলাকার জাত বর্ন নির্বিশেষে এক বন্ধতে আবদ্ধ হয়। আর এই বন্ধন টা আজ আমাদের দেশের প্রতি টা অঞ্চলে প্রয়োজন। যাতে করে আমরা কেন্দ্রীয় সরকার প্রতি নআ ঝুকে বরং কেন্দ্রীয় সরকার যেন স্থানীয় সরকার ব্যবস্থার প্রতিও পর্যাপ্ত সম্মান প্রদর্শন করে। এতে জনগনের জনমত এর প্রতিই সুবিচার ও ভোটাধিকার এর প্রতি সঠিক মূল্যায়ন হয়। ব্যক্তিগত গত ভাবে একজন নেতাও মানুষ ! মাঝে মাঝে দলীয় কারনে নেতারাও দলের বিপক্ষে কথা বলতেও চান না। এটাই বা কতটুকু সমর্থন যোগ্য?? অবশেষে বলব আমার ভোট আমি দেব যে যোগ্য তাকেই দিব। আসুন সুষ্ঠ গঠন মূলক রাজনীতি তে অংশ নেই ও দেশ গড়ার কাজে নিজেকে উৎসর্গ করি। নতুন কিছু ভাবার কি এখনি সময় নয় কি? আর কত কাল পরিবারতন্ত্র করবেন? পরিবারতন্ত্র থেকে এ দেশ মুক্তি না পেলে সত্যিকার এর গনতন্ত্র এ দেশে প্রতিষ্ঠা অসম্ভব প্রায়।_____শুভ©
©somewhere in net ltd.