নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজকের প্রচেষ্টা ই সুন্দর আগামী

শওকত শুভ

আমি অসাধারণ নই, তবে সাধারণ ও নই। বলা যেতে পারে সংমিশ্রণ এ গড়া আমি। নিজের ভাল মন্দ টা বাছাই করতে চরম ভাবে দ্বিধান্বিত হই। বাবা, মা এর প্রথম রাজপূত্র হলেও সে ভাবে আলোকিত করতে পারিনি তাদের স্বপ্নময় হৃদয় প্রদীপ। ব্যর্থ প্রচেষ্টা করে যাচ্ছি, সফলতার মুখ আজো অচেনাই। এভাবেই যাচ্ছে দিন কাল।

শওকত শুভ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৩

কাল রাতে লিখতে পারিনি,ইলেক্ট্রিসিটি ছিল না বলে। এদেশের মানুষ স্বপ্নই দেখে যাবে কিন্তু তা পূরন হবে কি না ভবিষ্যৎ ই বলে দিবে। বিদ্যুৎ উৎপাদন নাকি বেড়েছে? তো যায় কই এত বিদ্যুৎ তা বুঝি না। কথা সত্যি যে দেশ আগের তুলনায় উন্নত হচ্ছে কিন্তু যখন বলেন ডিজিটাল জোয়ার তখন ইচ্ছা করে কানের নিচে ২ টা দিতে। আরে পৃথিবীর সব দেশ ই আস্তে আস্তে উন্নত হচ্ছে। আমাদের আশে পাশের তৃতীয় শ্রেনীর দেশ গুলোর উন্নয়নের তুলনায় আমাদের ট্যাকনিকাল সাইড বলেন আর ন্যাচারাল সাইড বলেন ধীর গতি সম্পন্ন ই রয়ে গেছে। যে জোয়ারের কথা বলা হয় তাতে নৌকা চালনা সম্ভব নহে এমন কি ধান ক্ষেতে চাষের জন্যেও পর্যাপ্ত নয়। বিকল্প কিছু করার আহবান সকলের প্রতি। এদেশের মানুষের স্বপ্ন নিয়ে আর কত খেল খেলবেন? এখন এরা বিকল্প স্বপ্ন দেখতে চায়। ___শুভ©

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.