![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অসাধারণ নই, তবে সাধারণ ও নই। বলা যেতে পারে সংমিশ্রণ এ গড়া আমি। নিজের ভাল মন্দ টা বাছাই করতে চরম ভাবে দ্বিধান্বিত হই। বাবা, মা এর প্রথম রাজপূত্র হলেও সে ভাবে আলোকিত করতে পারিনি তাদের স্বপ্নময় হৃদয় প্রদীপ। ব্যর্থ প্রচেষ্টা করে যাচ্ছি, সফলতার মুখ আজো অচেনাই। এভাবেই যাচ্ছে দিন কাল।
সব কিছুতেই অলসতা নামক মরিচিকা ধরে আমার বেলায়। কারন আমি খুব অল্পতেই তুষ্ট হই। যার জন্যে কোন কিছুর আগ্রহ তেমন বেশি একটা থাকে না। এটা সবার ক্ষেত্রেই নাকি হয়। প্রথম প্রথম কেউ সাইকেল কিনলে সেকি সাইকেলিং রে বাবা। কিন্তু মাস খানেক বাদে আর সাইকেল ভাল লাগে না। প্রথম সব কিছুর আলাদা উত্তেজনা থাকে তবে আস্তে আস্তে সেটা কে সময়ের সাথে কমিয়ে নিয়ে প্রতিনিয়ত রাখা উচিত না হয় মরিচিকা ধরে যাবে। তাই সব টা কাজ অল্প করে হলেও প্রতিনিয়ত এবং প্রতিদিনের কাজ প্রতিদিন ই করে ফেলা উচিত।___শুভ©
©somewhere in net ltd.