![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্যবিত্ত মস্তিষ্কের আত্মসম্মান বোধ বদলে দেয়,
পেটের ক্ষুধার দুপুর চোখের জোছনা বিলাসে।
ভিতরের অসহ্য ক্রোধের পাহাড় ছাপিয়ে,
চোখে মুখে ফোটায় চকচকে হাসির নক্ষত্র।
মধ্যবিত্ত প্রাণে নতুনের গোপন চাওয়া ঢেকে থাকে,
পুরনো জিনিসে ভালোবাসার চাদরের তলে।
মধ্যবিত্ত মাথার উপরে সূর্যের করুণ ঝলক,
নিমেষেই বদলে যায় শ্রাবণের কালো মেঘে।
মধ্যবিত্ত সংসারেও চাল ফুরায়, ডাল ফুরায়,
হিসেব করে করে গোপনে নিভে যায় চুলার আগুন।
ভিতরে অসহ্য যন্ত্রণা বাইরে সম্মানের ফুলঝুরি,
মধ্যবিত্ত জীবনের সাথে এইতো ঈশ্বরীয় জটিল উপহাস।
তবুও মধ্যবিত্ত মনে থাকে ঈশ্বরের গোপন প্রার্থনা,
অলৌকিক মদদে থাকে পূর্ণ বিশ্বাস।
মধ্যবিত্ত চোখ অন্ধকারে কাঁদতে শিখে গেছে,
আলোতে শিখেছে মেকি হাসিতে বাঁচার নির্মম কৌশল।।
.
১২/০৫/২০২০
২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০০
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: অশেষ ধন্যবাদ জানবেন...
২| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০০
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ধন্যবাদ...
৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০২
মুজিব রহমান বলেছেন: মধ্যবিত্ত বলতে যা বুঝায়- তাতে আমাদের অনেকেই মধ্যবিত্ত নন। ধুরন্ধর মধ্যবিত্তরা নিজেদের অসহায় হিসেবে প্রমাণ করতে চায়। তারা বলতে চায়- বিত্তহীনরাই ভাল আছে, উচ্চবিত্তরাই ভাল আছে, খারাপ আছে মধ্যবিত্তরা। ছবিটা এমনই দেখাচ্ছে। একটু সুযোগ পেলেই তারা উচ্চবিত্তে চলে যায়। বিত্তহীনদের প্রতি তারা রক্তচোখে তাকায় সরকারি সুবিধা পায় বলে।
২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০২
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ছবি নয় কবিতাই মুখ্য... সব মধ্যবিত্তই এক নয়...
আমি চোখের সামনে যেমন মধ্যবিত্ত দেখেছি তাদের নিয়েই লিখেছি...
৪| ২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মধ্যবিত্তের নগন্য অংশ উচ্চ বিত্তে যায় কিছু অংশ যায় নিম্ন বিত্তে।বেশির ভাগ হাজার হাজার বছর ধরে ঝুলে আছে।কিন্তু স্বপ্ন দেখে উচ্চ বিত্তে যাবার।স্বপ্ন দেখতে দেখতেই সে মরে যায়,স্বপ্নটা দিয়ে যায় ছেলে মেয়েদের।মধ্যবিত্তের জীবন এক স্বপ্ন দেখার জীবন।
২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৩
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ঠিক বলেছেন আপনি... অনেক ধন্যবাদ...
৫| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২৮
রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে মধ্যবিত্ত হওয়াটা অপরাধ।
২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৪
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ধন্যবাদ রইলো...
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫০
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ তো বাস্তবতা ছুঁয়ে গেছে কবি দা অনেক শুভেচ্ছা রইল