নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাতে বিলীন, ছেড়ে বাধ্যতার ঋণ...

মাসুদুর রহমান (শাওন)

মাসুদুর রহমান (শাওন) › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসাহীন

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৪


ভালোবাসাহীন কেটে গেছে পৌষের কত নির্জন সন্ধ্যা,
কত পাখি হারিয়ে গেছে এমনই সন্ধ্যায় কুয়াশার অন্ধকারে।
চোখ মেলে দেখেছি দূরের আকাশে কত নক্ষত্রের নিভে যাওয়া,
এমনই পৌষের সন্ধ্যায়, কুয়াশার মৃদু মৃদু অন্ধকার হয়ে গেলে ঘন।।
.
ভালোবাসাহীন কেটে গেছে কত বিষণ্ণ দুপুর বেলা,
কত ক্লান্তিরা ভর করে নেমেছে সোনালী রোদের শরীর।
দেখেছি কত চৈতির হাওয়া উড়ে যেতে দূরে দিগন্তের পরে,
কত ভাঁটফুল ঝরে গেছে অজানায় অনাদরে ভালোবাসাহীন।।
.
কত মাঝরাতে বর্ষা ছুঁয়ে গেছে তোমার ছোঁয়াহীন এই অতৃপ্ত ঠোঁট,
মৌন কান্নার জল জমেছে বুকের ভিতর কালো মেঘের মতন।
বুঝে গেছি কত একা এই হাত, বিষাদের স্রোতে ঠাসা এই যন্ত্র দেহ,
ভালোবাসাহীন কেটে গেছে কত কদমের ঘ্রাণ, আহত আষাঢ়।।
.
কেবল তুমিহীনা আলোর সকাল চলে গেছে কত যে একলা নিথর হয়ে,
ঘুমের নেশায় প্রজাপতির ডানা, শালিকের গান থেমেছে কেবল।
দেখেছি স্পর্শ করে সহস্র দূর্বার বুকে নামেনি শিশির,
ভালোবাসাহীন এমনই সহস্র ভোরে, ভেঙ্গেছে কেবল ব্যাকুল স্বপন।।
.
তুমিহীনা কেটে গেছে পলাশ আর পাতা ঝরা কত বসন্ত বিকেল,
হাওয়ার বুকে শুকেছি কত পোড়া গন্ধ, ছুঁয়েছি প্রত্যাখাত দুটি হাতে।
শূন্য হাতে তোমাকে ছোঁবার ক্লান্ত নেশায় ঘুরেছি কেবল কত যে পথ,
ভালোবাসাহীন এমনই আগুন বুকে ধরে জ্বলছি কেবল দগ্ধ হয়ে।।
.
২২/০২/২০২০

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক দিন পর কোন কবিতা পোস্টে মন্তব্য করলাম। আজকে প্রকাশিত কবিতাগুলোর মধ্যে আপনার কবিতাটি পড়ে আমার বেশ ভালো লেগেছে। তবে যদি কবিতার মানদন্ডে বলি, তাহলে আমার ব্যক্তিগত পাঠ মূল্যায়নে ১০ এ ৬.৫।

আশা করি সামনে আরো ভালো কবিতা আপনি লিখবেন। শুভ কামনা রইল।

২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫২

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: অনেক ধন্যবাদ, সাথে থাকবেন আশা করি...

২| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৩

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ধন্যবাদ রইলো...

৩| ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৩

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ধন্যবাদ রইলো, সাথে থাকবেন আশা করি...

৪| ২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৯

নীল আকাশ বলেছেন: @ কাল্পনিক_ভালোবাসাঃ আপনাকে কবিতার পোস্টে মন্তব্য করতে দেখে আমিও বেশ অবাক হয়েছি!
মনে নেই শেষ কবে দেখেছি এই ঘটনা!

লেখার কাব্যতা ভালো লেগেছে। উপমার বিস্তৃতি খুব সুন্দর হয়েছে।
আশা করছি সামনের দিনগুলিতে এইধরণের আরো ভালো ভালো লেখা আমাদের উপহার দেবেন ব্লগে।
শুভকামনা এবং ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৪

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ধন্যবাদ, আপনারা অনুপ্রেরণা দিলে চেষ্টা করবোই...

৫| ২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৮

মনিরা সুলতানা বলেছেন: খুব খুব ভালো লেগেছে।

২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: অনেক ধন্যবাদ...

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৬

মিরোরডডল বলেছেন:




শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লেগেছে ।
জীবনের সাথে প্রাসঙ্গিক ।


০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: অনেক ধন্যবাদ রইলো...

৭| ২০ শে মার্চ, ২০২১ ভোর ৪:৫৩

মার্শাল ইফতেখার আহমেদ বলেছেন: সুন্দর কবিতা! মুগ্ধ হলাম পাঠে! অশেষ শুভেচ্ছা কবিকে।

৮| ২৩ শে মার্চ, ২০২১ সকাল ৮:২৪

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন, স্নিগ্ধ, মনোরম, সুখপাঠ্য। কবিতায় সপ্তম ভাল লাগা +।
আমার আগের মন্তব্যটি করেছেন এ ব্লগে সদ্য যোগদানকারী সব্যসাচী লেখক মার্শাল ইফতেখার আহমেদ। আপনার পোস্টেই তিনি তার প্রথম ব্লগীয় মন্তব্যটি করলেন, এটা হয়তো ছোট্ট একটা মাইলফলক হয়ে থাকবে। আমি তাকে সুস্বাগতম ও শুভেচ্ছা জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.