নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাতে বিলীন, ছেড়ে বাধ্যতার ঋণ...

মাসুদুর রহমান (শাওন)

মাসুদুর রহমান (শাওন) › বিস্তারিত পোস্টঃ

জীবনের মানে

২৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৯


উষ্ণ আঁধারের তলে কেঁদেছি ভীষণ,
বুকের ভিতর পুষেছি ব্যথিত নির্জন।
কেউ সে আঁধার দূরে ঢেলে আসেনি কাছে, মুছে দিতে জল,
কেউতো বুকে বুক চেপে ধরে দেয়নি প্রবল কোলাহল।।
.
গন্ধময় স্মৃতি ধরে কত যে কেটে গেছে শূন্য বিকেল,
কত যে সন্ধ্যা নেমেছে প্রত্যাখ্যাত ফুলের পরাজিত গন্ধ শুকে।
সেসব কথা কেবলই গোপন, কেউ দূর থেকেও ছুঁয়ে দেখেনি স্মৃতির পাথর,
কেউ আসেনি গোলাপ হাতে, বয়ে গেছে সময়ের স্রোত শুধুই তীব্র শোকে।।
.
বড্ড দুঃসময় কেটেছে আমার নেশার ঘোরে উন্মাদনায়,
কেবল চলেছি একা পৌষের ঘন কুয়াশার মতো অস্পষ্ট হয়ে আরও দূরে।
তারপর অবশেষে বুঝে গেছি; জীবন মানে কেবলই দুঃখভোগ,
বুঝে গেছি সুখের স্বপ্ন দেখা দুঃখের চেয়ে আরও বেশি দুঃখময়।।
.
১৮/০২/২০২০

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


জীবনের মানে এর থেকে আরো বড় কিছু।

৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:৩৯

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: এখানে আমার কথা বলা হয়েছে, সবার জীবন নিয়ে না...

২| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৯

মনিরা সুলতানা বলেছেন: লোনাজলে ভেসে থাকা একফালি চাঁদ বুকে নিয়ে রাত জাগে এ শহর !

৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪০

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: স্মৃতির সুতো কাটতে কাটতে কেটে যায় সবটা প্রহর...

৩| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: মানে দিয়ে কি হবে? মানের তো শেষ নেই।

৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪১

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: কখনো কখনো এসবই আমাকে ভাবিয়ে তোলে...

৪| ৩০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১১

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার ভাবনা।

৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ধন্যবাদ কবিদা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.