নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাতে বিলীন, ছেড়ে বাধ্যতার ঋণ...

মাসুদুর রহমান (শাওন)

মাসুদুর রহমান (শাওন) › বিস্তারিত পোস্টঃ

কিছুই রবেনা জেনো

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩০


ক্ষীরের মতো নরম মাটিতে রুয়ে দেয়া গোলাপের চারাগাছটা,
একদিন যৌবনে ভরে দেবে শতশত ফুলের ঘ্রাণে পুরোটা আঙিনা।
সুপারির ভরে নুয়ে যাবে একদিন তার সদ্য গজানো চারাটিও,
তারপর একদিন মরে যাবে এমন করে রুয়ে দেয়া সবকটি চারা।।
.
গ্রীষ্মের তাপদগ্ধ মাটি; উনুনের মত জ্বলবে তীব্র যন্ত্রণায়,
একদিন তারপর বর্ষায় ধুয়ে যাবে তার বুক; ক্ষয়ে যাবে কিছুটা।
এই যে নদী; কত জোয়ার/ভাটা, ভাঙ্গা/গড়া প্রতি মৌসুমে মৌসুমে,
থেমে যাবে একদিন মানুষ খাওয়া এই জলেদের ঢেউয়ের আন্দোলন।।
.
হাতের তালুতে লেখা ভালোবাসার ফুটে উঠা নামটিও,
একদিন মুছে যাবে হৃদয় থেকে; অনুভূতিরা হয়ে যাবে দৃষ্টিহীন।
বইয়ের পাতায় লেখা যত ইতিহাস; যত কবিতাচক্রের ছন্দ,
তাও একদিন মুছে যাবে, রবেনা তার অভিভাবকেরা।।
.
আকাশের এত ভরাট নীলের বুক; সাদা অথবা কালো রঙের মিছিল,
ঝরে যাবে কান্নার ঘোর লাগা দুপুরে; সন্ধ্যায়; রাতে কিংবা অন্যসময়।
হিমালয়ে জমা বরফের গভীর ঘন আস্তরণ; হীম শিশির,
সবকিছু হয়ে যাবে কোন একদিন আপন পরিচয় হারা।।
.
দু'চোখের কোণে বাসা বেঁধে জমা সকল স্বপ্নেরাও,
হঠাৎ একদিন ভেঙ্গে যাবে যেন মনে হবে স্বপ্ন কী জানতাম না কখনো।
এই পৃথিবীর সবকিছু, এই আমরা, আমাদের যাকিছু আছে,
এসব কিছুই রবেনা কোন একদিন, কিছুই রবেনা জেনো।।
.
০২/১১/২০১৮
ছবি: গুগল থেকে

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:



কিছুই রবে না, ভালোবাসাও রবে না?

ধর্মীয় গজলে বলে, "এই দুনিয়া হানা হবে, কিছুই রবে না"।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৩

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: হয়তো ভালোবাসা রয় আবার রয়ওনা...

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৩

এম ডি মুসা বলেছেন: সুন্দর কবিতা, কথায় ভ্যারিয়েশন আছে। কবিতা নতুন কিছু সৃষ্টি

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৩

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: অনেক ধন্যবাদ...

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩২

ওমেরা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৪

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ধন্যবাদ...

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৪

রাজীব নুর বলেছেন: কবিতা মন্দ হয়নি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৪

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ধন্যবাদ...

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৮

ইসিয়াক বলেছেন: সুন্দর কবিতা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৫

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ধন্যবাদ রইলো...

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩২

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: গভীর অনুভূতির আখ্যান। কতটা নিমগ্নতা থেকে এমন কবিতার জন্ম হয়?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৬

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আমার নিজের রোপন করা একটা গাছ ছাগলে ভেঙ্গে ফেলেছিলো, অনেক যত্নেও সেটাকে অবশেষে ধ্বংস থেকে বাঁচাতে পারিনি তখন কেন জানিনা মনে হয়েছিলো এভাবে একদিন সব ভেঙ্গে যাবে সব মুছে যাবে সেই ভাবনা থেকেই এই কবিতা লিখেছিলাম...

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৭

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ধন্যবাদ রইলো...

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১০

মোহামমদ কামরুজজামান বলেছেন: "এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে,সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে" - সবই থাকবে শুধুই মানুষ থাকবেনা ।

যদিও শেষ পর্যন্ত কিছুই রবেনা তবে তা আমাদের একজীবনে তা হয়ত দেখবনা।আর এই জন্যই গায়ক গেয়েছেন,"ভালবাসার টানেরে বন্ধু ঢেউয়ে ঢেউয়ে উঠে গান,চলে যেতে হবে ভেবে কেঁদে উঠে মন-প্রাণ"।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৯

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রইলো...

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ...

ভালো থাকবেন। ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৯

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: স্বাগতম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.