![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবেসে কষ্ট পেয়ে হও নষ্ট এবার,
বিরহের আগুনে পুড়ুক সবটা হৃদয়।
পচে যাক ভিতর জমিন,
সেখানে ফুটুক একটি গোলাপ,
ভালোবাসার একটি গোলাপ।।
.
ভালোবেসে ভেঙ্গে চুড়ে যাও,
গভীরে জমাও তুমি নগ্ন বিষাদ।
ভিতরে জমুক এক পৃথিবী অন্ধকার,
সেখানে জ্বলুক শুধু একটি জোনাক,
ভালোবাসার একটি জোনাক।।
.
ভালোবেসে শেষ হয়ে যাও,
নরকে পুড়ুক তোমার কফিন।
পৃথিবী না জানুক তুমি প্রেমিক পুরুষ,
ইতিহাস না হোক তোমার এ প্রেম সবটা শেষে,
তবু ভালোবেসে হও শুদ্ধ প্রেমিক কষ্ট পুষে।।
.
১৬/০২/২০২০
ছবি: গুগল থেকে
১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪২
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ধন্যবাদ...
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৬
নাহিদ ২০১৯ বলেছেন: পৃথিবী না জানুক তুমি প্রেমিক পুরুষ,
ইতিহাস না হোক তোমার এ প্রেম সবটা শেষে,
তবু ভালোবেসে হও শুদ্ধ প্রেমিক কষ্ট পুষে।
অসম্ভব ভালো লাগল লাইনগুলি
১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৩
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: অনেক ধন্যবাদ ভাই...
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০৮
রাজীব নুর বলেছেন: জগতে নেই কোনো শুদ্ধ প্রেমিক। প্রেমিকা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৪
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: থাকলেতো ভালো হতো...
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২১
স্প্যানকড বলেছেন: শুদ্ধ অনেক কিছুর অভাব আজকাল দেখতাছি। কইলেই কইব হাজী সাহেব এর জবান খারাপ। চালাইয়া যান শুদ্ধতার অভিযান !
১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫১
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: হ এটাই স্বাভাবিক...
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৬
জুল ভার্ন বলেছেন: প্রেমিক প্রেমিকা অশুদ্ধ হলেও প্রেম যেনো বিশুদ্ধ থাকে। কবিতা ভালো হয়েছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫২
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: অশুদ্ধ মানুষের থেকেতো আর শুদ্ধ কিছু আশা করা যায়না...
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৫
মানিক_চন্দ্র_দাস বলেছেন: শুদ্ধ প্রেমিক
ভালো ।