নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাতে বিলীন, ছেড়ে বাধ্যতার ঋণ...

মাসুদুর রহমান (শাওন)

মাসুদুর রহমান (শাওন) › বিস্তারিত পোস্টঃ

একগুচ্ছ অনু কবিতা

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৮


অনু কবিতা- ০১
নয় শুধু নরম ঠোঁটের উষ্ণ ছোঁয়ায়,
নয় নরম কোন স্পর্শে।
পূর্ণতা নিয়ে কষ্টগুলো মুছে যাক,
ভালোবাসা থাকুক শীর্ষে।।
১৪/০২/২০১৫


অনু কবিতা- ০৭
জড়িয়ে নেবো আপন করে তোমায় প্রতি স্বপ্নে,
বাসবো ভালো আপন মনে হৃদে অতি যত্নে।
যদি তোমায় নাইবা পেলাম সম্মুখে চোখ রেখে,
দেখবো তোমায় মন আরশিতে ছোঁয়ার আবির মেখে।।
০৩/০৫/২০১৭


অনু কবিতা- ০৮
ছোঁয়া যদি হয় চোখে চোখে সারাদিন রাত দেখে,
তবে না করোনা,
সে ছোঁয়া তোমায় কলঙ্ক দেবেনা মেখে।।
০৫/০৫/২০১৭


অনু কবিতা- ১১
ওগো মোর প্রিয়া তব নয়নে আজি আঁকিব অঞ্জন,
এ মন পিঞ্জর মাঝে রাখিব বাঁধিয়া যতনে তব মন।
কোথা যেতে দেবো নাকো কাছে রাখিব সকল বেলা,
মিটাবো তোমর বদন পানে চাহি মোর তৃষ্ণিত প্রাণের জ্বালা।।
০৯/০৫/২০১৭


অনু কবিতা- ১৪
আকাশের চেয়েও বড় আকাশ থাকে মানুষের হৃদয়ে মিশে,
দুঃখের গভীরেও আছে সুখের বসবাস পেয়েছি তা ভালোবেসে।
আমার নিত্যকালের চাওয়ায় তোমার চোখে মেটাই তৃষা,
তোমায় জনম জনম পেয়েও জানি ফুরাবেনা পাবার আশা।।
১৪/০৬/২০১৭
.
ছবিঃ গুগল থেকে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৪

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.