নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাতে বিলীন, ছেড়ে বাধ্যতার ঋণ...

মাসুদুর রহমান (শাওন)

মাসুদুর রহমান (শাওন) › বিস্তারিত পোস্টঃ

একুশ মানে

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৪১


একুশ মানে আমার মায়ের ভাষার অহংকার,
আমার ভাইয়ের রক্তে জ্বলা জাগ্রত হুংকার।
একুশ মানে মাথা তুলে বাঁচার দীপ্ত পণ,
রক্ত চক্ষু রুখে দেবার শপথ আমরণ।।
.
একুশ মানে শ্লোগান শোভিত পায়ে পায়ে মিছিল,
অধিকার আদায়ে রাজপথটা রক্তে করা পিছিল।
একুশ মানে উত্তাল ঠেউয়ে যুদ্ধে যাবার নেশা,
বুকের ভিতর তপ্ত আগুন বারুদে পুরোটা ঠাসা।।
.
আমার কাছে একুশ মানে স্বাধীন হবার ডাক,
রোদ্র জ্বলা ঝাঁঝালো দুপুরে ডানা ঝাঁপটার হাঁক।
চাষার চোখে সোনালী ভোরের সকাল দেখার স্বপন,
একুশ মানে মজুর যুবার ইচ্ছে বুকে লালন।।
.
একুশ বুঝায় অন্যায় সব দু’পায়ে মাড়িয়ে চলা,
শাসক নামের শোষক শ্রেণির পতন করার খেলা।
একুশ মানে আপন চোখে আকাশ দেখার স্বাদ,
একুশ মানে ন্যায়ের তরে উঁচিয়ে তোলা হাত।।
.
২০/০২/২০২০
ছবি: গুগল থেকে

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: একুশ ও একুশে:
আমরা একটা ভুল করেই চলেছি। "একুশ" হলো একটা সংখ্যা, আর "একুশে" হলো একটা অবস্থান, একটা আন্দোলন, একটি চেতনা, একটি আত্মপরিচয়ের সূচনা।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪১

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: এখানে আমি একুশ বলতে কী বুঝিয়েছি সেটা বুঝে নিতে হবে, সহিত্যে এমন শব্দের ব্যবহার প্রচুর...

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২১

হাসান মাহবুব বলেছেন: একুশের শুভেচ্ছা।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১২

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আপনাকেও...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.