![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার রাতগুলো ঘাতক ছুরির মতো,
কেটে কেটে বিচ্ছিন্ন করে আমার শরীর।
কাঠঠোকরার মতো কিছু স্মৃতি,
শিয়রে বসে বিরামহীন ঠুকরে খায় চোখ।
কিছু স্পর্শের অনুভূতি উইপোকার মতো,
নীরবে চেটে খেয়ে যায় ইন্দ্রিয়ের বোধ।
আমার সকল উচ্ছ্বাস এখন দীর্ঘশ্বাস হয়ে,
দখল করে আমার প্রাণের উপকূল।
কিছু আহত ইচ্ছেরা মুখোমুখি দাঁড়ায়,
চিরপ্রতিদ্বন্দ্বী শত্রুর মতো দলবদ্ধ হয়ে।
এভাবেই আমি বাঁধা পড়ি অপমৃত্যুর হাতে,
আমারই প্রেম আমাকে ঠেলে দেয় নরকে।
.
১২/০২/২০২২
২| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৫৩
রাজীব নুর বলেছেন: অভিশাপ খুব খারাপ জিনিস রে ভাই। অভিশাপ লেগে গেলে জীবন ছারখার হয়ে যাবে। ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৭
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আমি কারো মন্তব্যের কোন উত্তর দিতে পারিনা। উত্তর দিতে গেলে প্রথম পাতায় চলে যায়...
কোন সমাধান আছে কী...?