![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয়োজন করে স্বাধীনতা প্রদর্শিত হয় সাম্যের মুখস্থ বুলি আওড়িয়ে,
ভাষণে মুখরিত হয় একাত্তরের চেতনার গান, দূর থেকে দূরে।
অথচ আমি এই বাংলার নারীদের মগজ ঘুরে দেখি,
সেখানে স্বাধীন ধর্ষকেরা, জারি রেখেছে অনির্দিষ্ট সময়ের কারফিউ।
মধ্যবিত্ত চোখ উপড়ে ফেলতে দেখি ক্রমবর্ধমান স্বাধীন নাগরিক বৈষম্য দিয়ে,
শ্রমিকের শরীর থেকে ঘামের সাথে টের পাই গলাকাটা স্বাধীন স্বপ্নের গন্ধ।
বেকার মাথার উপরে আজও সশব্দে উড়ে যেতে দেখি যুদ্ধ বিমান,
সেখান থেকে পড়ে স্বাধীন বিকারগ্রস্ততার অভিশাপ।
অনাহারীর পেটে আমি উঁকি দিয়ে দেখি,
সেখানে স্বাধীনতার তাবুতে খেলে স্বৈরাচারী ক্ষুধা।
.
২৬/০৩/২০২২
২| ১৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৯
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ধন্যবাদ... @রাজীব নূর
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।