নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাতে বিলীন, ছেড়ে বাধ্যতার ঋণ...

মাসুদুর রহমান (শাওন)

মাসুদুর রহমান (শাওন) › বিস্তারিত পোস্টঃ

একদিন আমি ফুরিয়ে যাবো

২৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:৩০

একদিন আমি ফুরিয়ে যাবো কর্পূরের মতো, শূন্যে মিলাবে আমার অস্তিত্ব,
তখন এইসব মায়াভরা রাতে আমি আর একাকী ঘুমহীন চোখে তোমাকে ভাববো না।
তখনও আসবে হিম কুয়াশা, ফোটা ফোটা ঝরবে শিশির শুকনো কাচা ঘাস পাতার শরীরে,
মেঘ ভাসবে হাওয়ায়, একই ঝুম ঝুম শব্দে নেমে আসবে বৃষ্টির দল,
তারারা জ্বলবে একইভাবে, গেয়ে যাবে আগন্তুক পাখিরা উঠোনের ডালে বসে।
.
আহ্নিক গতিতে এই পৃথিবীর রাতগুলোয় আসবে পূর্ণিমা কিংবা অমাবস্যা,
এভাবেই গন্ধ ছড়াবে বসন্তের ফুল, পথে পথে ঝরবে শিমুলের লাল ঠোঁট।
শুধু আমি থাকবোনা এইসব উপমায় তোমাকে মেলাতে আর,
ছটফট করে ক্লান্ত হবোনা আর, অব্যক্ত কিছু কথা নিয়ে আর কখনো হবেনা দম বন্ধ আমার,
হাতরে বেড়াবোনা তোমার সেই চেনা স্পর্শ আর,
একদিন আমি ফুরিয়ে যাবো কর্পূরের মতো।।
.
০৩/০৩/২০২২

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:৩০

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: কবিতাটির আবৃত্তির লিংক:
https://youtu.be/doqG4NHasno

২| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

৩| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফুরিয়ে তো যাবো আমরা সবাই

খুব সুন্দর গোছালো একটি কবিতা মাশাআল্লাহ

শুভকামনা

৪| ২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫১

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: রাজীব নূর, আপনি গুছিয়ে একটা লিখুন তাহলে...

৫| ২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫২

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ধন্যবাদ... কাজী ফাতেমা ছবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.