নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাতে বিলীন, ছেড়ে বাধ্যতার ঋণ...

মাসুদুর রহমান (শাওন)

মাসুদুর রহমান (শাওন) › বিস্তারিত পোস্টঃ

ভালো থাকবার চিঠি

১৬ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৮

কখনো কখনো হয়তো তুমিও খুব করে চাও আবার সেই দিনটায় ফিরে যেতে যেখানে তোমার আর আমার প্রথম কথা, প্রথম পরিচয়,
হয়তো তুমিও ঘুম ভেঙ্গে গেলে কোন কোন রাতে নীরবে ফিরে যাও সেই প্রথম চোখে চোখ রাখার সময়টাতে।
নিজের অজান্তেই হয়তো কখনো থমকে দাঁড়াও, নিজের শরীরে অনুভব করো আমার স্পর্শকে,
অথচ সেই সময় সেই বিকেল কোনটাই আর ধরা দেবেনা তোমার হাতে আমাদের হয়ে।
সারাজীবন একসাথে পথ চলার কথা বলে হাত ধরে তারপর মাঝ পথে এসে যখন হাত ছেড়ে দিলে,
তখনও হয়তো তুমি ভাবোনি এরপর কখনো কোনদিন আমাকে তোমার খুব বেশি মনে পরবে।
হয়তো ভেবেছো সব ভুলে যেতে পারবে, নতুন করে কারো সাথে শুরু করবে সর্ম্পূর্ণ নতুন এক প্রেমোপাখ্যান,
অথচ সময়ের ব্যবধানে হয়তো এখন তুমি বুঝে গেছো একটা হৃদয়ে বারবার আসেনা শুভ্র শিহরণ।
অথচ দেখো আমি এখন এসবের কিচ্ছু অনুভব করিনা এসবের কিচ্ছু ভাবিনা এখন,
আমি সবকিছু ফেলে এসেছি মাঝপথ থেকে একা একা মাথা নিচু করে ফিরবার সময়।
এখন কোন অনুভব হয়না আমার, হয়তো হয় তবে যান্ত্রিক মনে কোনকিছু ধরা দেয়না,
হয়তো আমারও কোথাও তোমার জন্য ভীষণ দূর্বলতা আছে তবে সব ঢাকা পড়ে আছে তাই ওসব উঁকি দেয়না আর।
.
১৩/০৫/২০২১

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: পড়লাম।
আবেগের কথা লিখেছেন।

২| ০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:১৭

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আবেগ বুঝার জন্য ধন্যবাদ দিলাম... @রাজীব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.