![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্জন অন্ধকারে একা, আমি ক্রমশ হেঁটে যাই,
সকল বেদনা লুকাতে কেবল তোমার চোখের পানে।
তাড়িয়ে দাও তুমি বহুদূরে, অচেনা মনে করো মোরে,
তবুও আমার কাছে তুমি ছাড়া কোন আশ্রয় নেই বলে,
জোনাকির মতো বিবস্ত্র উন্মাদনায় পুড়ে যাই সারাক্ষণ।
নাগরিক জীবনের সব বেদনা পোহাতে যেমন,
বাউণ্ডুলে একটি শালিক ডেকে মরে দেয়ালের পরে একা।
.
২৭/০৪/২০২২
২| ২৮ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:০০
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪০
Naznin71 বলেছেন: বাহ্ ভালো লাগা।