নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাতে বিলীন, ছেড়ে বাধ্যতার ঋণ...

মাসুদুর রহমান (শাওন)

মাসুদুর রহমান (শাওন) › বিস্তারিত পোস্টঃ

নিরর্থক নির্ভরতা

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০২

যেই পথে হাটঁতে হাঁটতে তোমার পায়ে জড়িয়ে গেছে কুয়াশার নূপুর,
যেই পথের পাশে নুয়ে পরে জ্বলতে থাকা প্রতিটা ল্যাম্পপোস্ট তোমার চোখে মুখস্থ কবিতার মতো-
সেই পথে কেবল তোমাকে ভাবতে ভাবতে হাঁটলাম আমি।
যেই শহরের পরিযায়ী বাতাস তোমাকে তীব্রভাবে আবদ্ধ করে নিয়েছে অনেক পরিশ্রান্ত বিকেলে,
তোমার চোখে বিস্ময় আনা প্রজাপতি সাঁতরে গেছে যে শহরের মধ্যদুপুর,
একই শহর ঘুরে সেইসব বাতাসকে বুকে তুলে নিলাম নিরব নিঃশ্বাসে।
যে বারান্দায় কিংবা ছাদে তুমি একমনে তাকিয়ে দেখেছো নক্ষত্রের নেভা-জ্বলা,
মেঘেরা ক্লান্ত হতে হতে যেখানে ভিজিয়ে গেছে তোমার যাপিত জীবন,
তারই পাশে বৃক্ষের মতো ঠাঁই নিয়ে দাঁড়িয়ে ছিলাম আমিও কিছুক্ষণ।
এভাবে করে তোমার সকল অবস্থান, প্রতিটা মুহূর্তদের প্রত্যক্ষ করেছি যেন,
কত সহজ হিসেবে মনে হয়েছে তোমার পাশের জানালার মতো আমি তোমার নিকটে পৌঁছেছি,
অথচ অন্ধের চোখে পৃথিবীর আলোর সমান দূরত্বে তুমি...
.
২৫/০৮/২০২৩

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫৪

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: হ্যাঁ, ইহা একটি বাস্তব কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.