![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য বলার অপরাধে ব্লক খাইতে পারি।
জানা ম্যাডাম শুনছেন? আজকের ইসলামী দলগুলোর জন্য আপনারা মানে কিছু ব্লগ মালিক দায়ী। দিনের পর দিন আপনি/ আপনারা কিছু ইসলাম অবমাননাকারী ব্লগারকে পুষেছেন। তারা দাপটের সাথে ইসলামকে অপমান করে গেছে আপনি/ আপনাদের সুশীতল ছায়া তলে থেকে। আমরা সাধারণ ব্লগারের এর প্রতিবাদ করেছি আর শাস্তি হিসেবে পেয়েছি ব্লক/জেনারেল/ ওয়াচ এবং আপনার পোষা সেই নাস্তিকদের কাছ থেকে ছাগু ট্যাগ। অথচ সারাজীবন আমরা অনেকেই ছাগু বিরোধী ছিলাম, এখনও আছি।
আপনারা থাবা-বাবার মতো লোকদের পৃষ্ঠপোষকতা করেছেন। অথচ তার মৃত্যুর পর ওর বিতর্কিত লেখাগুলো কত তাড়াতাড়ি ডিলিট করা যায় তার জন্য উঠে পড়ে লেগেছেন। কেন? তাকে তুলসী পাতা সাজানোর জন্য?
আপনাদের পোষ্টা কিছু ইসলাম অবমাননাকারী ব্লগারের কারণে গণজাগরণ মঞ্চ আর বিতর্কিত/প্রশ্নবিদ্ধ। এর দায় ভার আপনারা নেবেন?
এবার সময় এসেছে সাধারণ ব্লগারদের কাছে, গণজাগরণ মঞ্চ এর কাছে নাকখত দিয়ে মাপ ছাওয়ার। কারণ আপনাদের হঠকারিতার জন্যই আমরা আজ চরম মূল্য দিচ্ছি।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
আমার স্বপ্নগুলি বলেছেন: দায় কার?
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: সত্য বলার জন্য ব্যান খাবেন
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
নীলতিমি বলেছেন: আজকের এ ঘটনার জন্য এসব ব্লগ এবং তথাকথিত মিডিয়াই দায়ী যারা মুক্ত চিন্তা চর্চার নাম করে বিরতিহীনভাবে আল্লাহ্, নবী-রাসূল এবং ইসলামকে অপমানিত হবার সুযোগ করে দিয়েছে।
ব্লগ কর্তৃপক্ষ তাদেরকে ব্যান করার বদলে সযত্নে লালন করেছে। আজ যদি তারা এসব ব্লগারদের মাথায় তুলে না রাখতো তাহলে এটাকে জামাত-শিবির কোনোভাবেই ইস্যু বানানোর সুযোগ পেত না!
একজন মানুষ নাস্তিক হতেই পারে, তাই বলে অন্যের ধর্মবিশ্বাসকে নিয়ে নোংরা চর্চা, গালাগালি করতে হবে? - এটা কোনোভাবেই চলতে দেয়া যায় না।
এটা স্রেফ অপরাধ - অপরাধীদের প্রশ্রয় দেয়ার দোষে সামুও দায়ী !
আমি যদি আপনার বাবা-মা'র নামে গালাগালি করি তাহলে আমাকে ব্যান না করে কি ছেড়ে দেবেন!
একটু এদিক সেদিক কথা বললেই তো ব্যান করে দেন। আর ইসলাম ধর্মকে যারা আঘাত করে তাদের আপনারা আদর দিয়ে মাথায় তুলে নেন। এসব পোস্টের বিরুদ্ধে অনবরত রিপোর্ট করার পরও আপনার ব্যবস্থা নেন না! কেন??
অসংখ্য ব্লগ এবং পোস্ট আছে সামুতে এখনো যাদের লক্ষ্যই শুধু ধর্মকে এবং র্ধমানুসারী মানুষদের আঘাত করা।
আপনার ভন্ড - আপনার চিট ! নিজের ভন্ড হয়ে অন্যদের ভন্ডামি ঠিক করা যায় না জনাব মডারেটর বৃন্দ !
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮
নষ্ট ছেলে বলেছেন: থাবা বাবা, আসিফ মহিউদ্দিন, সবাক, ছন্নছাড়া, আরিফুর এইগুলো এখন জামাত-শিবিরের অস্ত্রের নাম। সামুই এই অস্ত্রের ডেভলপার!
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
ছায়েদ শাহ বলেছেন: সামু আর কতকাল পর্যন্ত এই সব নাস্তিক ব্লগারদের পুষতে থাকবে তা একমাত্র জানা আপাই জানে!!
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
নীলতিমি বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: থাবা বাবা, আসিফ মহিউদ্দিন, সবাক, ছন্নছাড়া, আরিফুর এইগুলো এখন জামাত-শিবিরের অস্ত্রের নাম। সামুই এই অস্ত্রের ডেভলপার!
----------
ভাইরে, কঠিন হলেও চরম সত্য কথা বলেছেন ! এসব হাতিয়ার এই ব্লগেই তৈরি হয়েছে সাধারন নিরীহ মানুষদের আঘাত করার জন্য । আর কি হচ্ছে এখন এসব নিয়ে!!
সামুই কি তবে অন্যতম বড় একটি ক্ষতির দ্বারপ্রান্তে এনে দিলো আমাদের !?
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
মৃদুভাষী বলেছেন: ওনারা শুধু এমনি এমনি এসব ইসলাম বিরোধী কার্যক্রম চালায় নাই । একমাত্র ইমানদার মুসলিম ব্যতিত টাকা ছাড়া কেউ এমন রিস্কি কাজ করে না।
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
মুহাই বলেছেন: ঠিক বলেছেন ।তবে খিয়াল কৈরা । ছাগুদের চান্স দিবেন না ।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
বাকরুদ্ধ আমি বলেছেন: Click This Link এই ব্লগ স্থগিত অথবা বাতিল কেন ?????? সামুর মডু জবাব চাই ।
ঠিক কি কারনে এমন করা হলো ????? অপরাধ টা কি ????????