নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সমাজকর্মী

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

জেনারেশন জেড ও পারমাণবিক শক্তির নিয়ন্ত্রিত চেইন বিক্রিয়া

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৩



নিয়ন্ত্রিত চেইন বিক্রিয়ায় বিপুল পরিমাণ পারমাণবিক শক্তি পাওয়া সম্ভব...! আর অনিয়ন্ত্রিত হলে ঘটে ভয়াবহ ডিজাস্টার!
কথা বলছি জেনারেশন জেড নিয়ে। একজন লেখক, অনুবাদক হিসেবে এদের খুব কাছ থেকে দেখেছি বইয়ের জগতে, এদেরকে সাথে নিয়েই বা এদের মোকাবেলা করেই কাজ করতে হয়েছে, হচ্ছে বইয়ের জগতে। এছাড়া, এই জেনারেশনের ভিতর আমার প্রচুর বন্ধু-বান্ধবী আছে, যা আমার মতো ওদের থেকে এত সিনিয়ারদের সাধারণত থাকে না। তাই এই জেনারেশনকে খুব কাছে থেকেই দেখেছি। এদের শক্তি ও সাহস আছে। এরা চিন্তা করে কম, অ্যাকশনে যায় বেশি। কিছু কিছু ক্ষেত্রে এরা নিয়ন্ত্রণহারা ও উগ্র হয়ে ওঠে। জেন জেডের সবাই এরকম না, তবে অনেকেই এমন। ওদের এই বৈশিষ্ট্য দানবীয় হাসিনা সরকারের পতনে খুবই কাজে লেগেছে। এদের শক্তি ও সাহসকে যদি নিয়ন্ত্রণে রাখা যায়, সেই অনুযায়ী যদি এরা এগিয়ে যায়, তবে সেটা দেশের জন্যই শুভ ফলাফল বয়ে আনবে। এদের কাজে লাগিয়ে দেশের জন্য অনেক ভালো কিছু করা সম্ভব।
কিন্তু সেটা করতে না পারলে সামনেও অনেক জায়গায় মব জাস্টিস এবং বিভিন্ন জায়গায় বিচ্ছৃংখলা ও উন্মত্ততা সৃষ্টিসহ নানান সমস্যা দেখা দেবে; প্রাণহানির ঘটনা ও নৈরাজ্য বাড়বে। অলরেডি অনেক জায়গাতেই এমন দেখা যাচ্ছে। আর হ্যাঁ, দেশে মৌলবাদের উলম্ফন যাতে ২৪-এর বিপ্লবের সুফল না কেড়ে নেয়, সেদিকেও কড়া নজর রাখতে হবে অন্তর্বতী সরকারকে।
আর হ্যাঁ, সাহস, শক্তি ও জোশ দিয়ে সবকিছু হয় না। ফ্যাসিস্ট শাসনের পতন ঘটানো জেন জেডের প্রতিটি কাজকর্ম হতে হবে সুচিন্তাপ্রসূত। তবেই এই জেনারেশন সত্যিকার অর্থে সম্পদ হয়ে উঠবে দেশের জন্য।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জেন জেড সত্যিকার অর্থেই সম্পদ এবং পারমানবিক চেইন রিয়াক্শনের মতোই তাই তাদের রিয়াকশনকে নিয়ন্ত্রনের মাধ্যমে ধ্বংসকারী না হয়ে সৃষ্টিকারী হতে হবে।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৩

শেহজাদ আমান বলেছেন: এখনো পর্যন্ত সত্যিকার সম্পদ হয়ে উঠতে পারেনি। এরা নিজেদের নিয়ন্ত্রণ ক্রুতে না পারলে এবং চিন্তার ক্ষমতা বাড়াতে না পারলে এরা বরং দেশ ও জাতির বোঝাই হয়ে উঠবে। দেখা যাক কী হয়।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩২

আহরণ বলেছেন: ভাইয়া আমাদের দেশের জেনারেশন জেড দিয়ে কিছু হবে না। এই জেনারেশনের রন্ধ্রে রন্ধ্রে ইসলাম ধর্ম ঢুকে গেছে, এদের দৌড় হামাস-তালেবান at the best. ধন্যবাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৬

শেহজাদ আমান বলেছেন: কিছু হবে না, এখনই শতভাগ সেটা বলা যায় না। তবে, যে শক্তি ও সাহস দিয়ে তারা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে, সেটা অমূল্য। তবে, এদের চিন্তাশক্তির গভীরতা বেশ কম। এদের অনেকেই ধর্মান্ধ ও উগ্র। কাজেই আপনার দ্বিতীয় কথাটার সাথে আমি কিছুটা একমত।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: আপনাকে আসল কথা বলি, জামাত কে থামাতে হবে। ওরাই তলে তলে সর্বনাশ করছে।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩২

শেহজাদ আমান বলেছেন: এক্ষেত্রে একটু দ্বিমত আছেঃ ৫ আগস্টের পর যেসব ধর্মীয় ও উগ্রবাদী সহিংসতার ঘটনা ঘটেছে, এর কোনোটার সাথেই কিন্তু জামাতের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। উগ্রবাদ ছাড়া ধর্মীয় রাজনীতি কেউ করতে চাইলে তাতে আমার আপত্তি খুব একটা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.