| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'সংস্কার সংস্কার' বলে জিকির করলেই 'সংস্কার' হয় না, হয় না ' বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন' নামের কোনো সংগঠন।
জুলাই গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে দেশের সংস্কার অবশ্যই দরকার ছিল। সেটার ম্যান্ডেটও ছিল দেশের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের। কিন্তু তারপরে কী হলো??
আমর তো সবাই জানি, এই অন্তর্বর্তী সরকার তাঁর উপর অর্পিত প্রায় সকল দায়িত্বেই ফেইল করেছে...তাদের ভয়ানক ব্যর্থতা ও অতি বায়াজড কাজকর্মের কারণে দেশ এক ভয়ানক সংকটময় অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে...সামনেও এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে কিনা, তাও চরম অনিশ্চিত! সবদিক দিয়েই দেশের অবস্থা এতই খারাপ যে অনেকেই এমনকি হাসিনা আমলের আওয়ামী সরকারের সাথে এই ইন্টেরিম সরকারের তুলনা করছে।
তো, এমন 'মন্দ ও অতি ব্যর্থ' সরকার যখন 'সংস্কার' করতে চায়, তখন সেই 'সংস্কারের' উপর ভরসা বা বিশ্বাস দেশের বেশিরভাগ মানুষই করে না। করে না দেশের মধ্যপন্থী, লিবারেল ধারার গণতান্ত্রিক ও বাংলাদেশপন্থী রাজনীতির সমর্থকেরাও। একেবারেই না! কেননা, এই সংস্কারে মূল বেনিফিশিয়ারি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে দেশের বর্তমান ইন্টেরিমের সাইডে থাকা কিছু দল ও লোকজন এবং দেশের ক্রমবর্ধমান বৃদ্ধি পাওয়া ডানপন্থী শক্তিগুলোর, এমন কথা অনেকেই বলছেন!
তো, এই কথিত 'সংস্কার' প্রকল্পে যখন 'বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন' সবগুলো সংস্কার প্রস্তাবেই 'হ্যাঁ' দিয়ে আসে, তখন রাষ্ট্র সংস্কার আন্দোলনকে' বাংলাদেশপন্থী বা সত্যিকারভাবে গণতন্ত্রপন্থী কোনো রাজনৈতিক দল কোনোভাবেই বলা যায় কী? আদৌ বলা যায় কী?
এক্ষেত্রে, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির অবস্থানই আমি মনে করি যথেষ্ট ব্যালেন্সড একটা অবস্থান ছিল। তারা এই সংস্কার প্রকল্পের সাথে স্বাভাবিককেই থাকতে হয়েছে; তবে, গণহারে সব প্রস্তাবে 'হ্যাঁ' দেয়নি, যেমনটা অল্পকিছু দল দিয়েছে 'রাষ্ট্র সংস্কার আন্দোলন'সহ!
আর 'রাষ্ট্র সংস্কার আন্দোলন' যা করেছে, সেটাকে আমি অতি সুবিধাবাদী বা অতি অপরিণামদর্শী ও অপরিপক্ক অবস্থান বলেই সন্দেহ করি; জোর সন্দেহ! এমন সন্দেহ করেন ও করছেন আরো অনেকেই!
তাই 'বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন'-এর 'সংস্কার'-এর কথা কেবল স্রেফ এবং স্রেফ মুখের বুলিই রয়ে গেছে, এ কথা বলাই যায়! ![]()
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সংস্কার আন্দোলন' এ যারা জড়িত তাদের আজ সংস্কার অত্যন্ত জরুরী।
......................................................................................................
৩০০ শত আসনে নির্বাচন করবে বলে ,
১২৫ জনের নিয়োগ দিয়ে,
জনগন থেকে নির্বাচনী অর্থ তুলে
রাতের আধারে ইসলামী দলের সাথে ঐক্য করে
সবার নিকট আজ " বে - * মান " আখ্যায়িত ।
........................................................................................................
আমি অত্যন্ত মর্মাহত, নূতন দেশের নূতন বন্দোবস্ত দেখতে পরলামনা ।