নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
যতই এঁড়িয়ে যাও, একদিন হলেও মনের ভুলে
যদি পেছন ফিরে তাকাও কখনও, দেখবে,
ঠিক যেখানে রেখে গেছ, সেখানেই আছি আমি।
ঈশ্বর ভগবান প্রভু তে বিশ্বাস করি আজন্ম
ডেকেছি, কেঁদেছি, চেয়েছি, তোমাকেই সারা জীবন ।
এমন করে কারো অভাববোধ করিনি আগে !
তোমাকে বুঝতে পারিনি,চোখের রঙ্গে
অথবা বুঝেও দ্বিধায় ছিলাম, অবুঝ মনে
কিভাবে দেখাই প্রতিক্রিয়া? অনলে জ্বলে ।
তোমার নাকের ডগায় তীব্র প্রেমের মানে
আমিও গল্প সাজাই তোমার কানে কানে
তাকিয়ে থাকি হাজার পর্দা উড়া বিকেল
যদি পেছন ফিরে তাকাও কখনও, দেখবে,
ঠিক যেখানে রেখে গেছ, সেখানেই আছি আমি।
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছ
আমার আঙুল হাতে কাঁদে তুমি লেগে আছ
আমিও খুঁজি তোমায় আমার আশে পাশে
সন্ধে বেলা ফিরে যাওয়া পাখিদের ভীরে
বুকে পাথর রাখা মুখে হাসি অপেক্ষায় ।
আমায় ভালবাসতে দাও হারাই তোমার হাসিতে
যেন থাকি সারাক্ষণ তোমার বাহুডোরে
ফিরে এসো এ জীবনে নতুন করে আঁকি
প্রহর কাটে অপেক্ষায় তোমারই নিঃসঙ্গতা !
যতই এঁড়িয়ে যাও, একদিন হলেও মনের ভুলে
যদি পেছন ফিরে তাকাও কখনও, দেখবে,
ঠিক যেখানে রেখে গেছ, সেখানেই আছি আমি।
Let me give my life to you
Come let me love you
Come love me again
১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২২
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৪
খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম!
আপনার প্রথম লেখাটা পড়লাম। কবিতা্র আবেগ সুব্যক্ত, তবে কয়েকটা বানান ভুল আছে। যেমনঃ
এঁড়িয়ে<এড়িয়ে হবে, রঙ্গে<রঙে (দুই বানানের অর্থ দুই রকম), কাঁদে<কাঁধে (১৬তম লাইন), ভীরে<ভীড়ে, ইত্যাদি।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৫২
আর জে নিশা বলেছেন: আপনার লেখা ভালো, প্রাঞ্জল