![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
------------------------------------------------------------------------
--হ্যালো আপু সালাম নিবেন
-- হ্যা নিলাম । কে আপনি
-- আপু আমার নাম মাফি , আমি একজন এতিম ছাত্র । বাড়ি রংপুর কুড়িগ্রাম
--- হ্যা তো
-- আপু ভুলে আপনার বিকাশ নাম্বারে একুশ শ টাকা চলে গেছে ।
-- কি একুশ শ টাকা আমার বিকাশ নাম্বারে !
-- হ্যা , আপু ভুলে চলে গেছে ।
-- আমি চেয়ে দেখি ২১.০০ টাকা একুশ টাকা কে জানি সেন্ড মানি করেছে ।
প্রথমে ২১.০০ দেখ ভাবলাম ২১ শ টাকা । তাই বললাম , হ্যা পেয়েছি ভাই টাকা
তা কোন বিকাশ নাম্বারে ফেরৎ দেব ।
-- আপু আওনেক খুশি হলাম । আপনি অনেক বড় মনের মানুষ । আল্লাহর দুনিয়ায়
আপনাদের মত মানুষ আছে বলে এই দুনিয়া টিকে আছে । আপু আমি অনেক
গরীব মানুষ । আপনার জন্য নামজ পরে দোয়া করব । আপু যে নাম্বার টা
পাঠালাম এই নাম্বারে বিকাশ করুন । আমি বিকাশের দোকানে বসে আছি ।
আপু "সেন্ড মানি" কইরেন । ভাল থাকেন আপু , টাকা পাওয়া মাত্র আমি ফোন
করে আপনাকে জানাবো । তাহালে আপু পাঠান , আমি বসে রইলাম ।
-- ঠিক আছে আমি এখনে পাঠিয়ে দিচ্ছি । যেই টাকা টা পাঠাবো ঠিক এমন সময়
ইমরান বলল , কি করছ ?
-- এই যে একটা ছেলে ভুলে একুশ শ টাকা আমার বিকাশ নাম্বারে দিয়ে দিয়েছে । তাই
ওর টাকা টা ফেরৎ দিয়ে দিচ্ছি ।
-- আসলেই কি টাকা এসেছে তুমি দেখেছ ।
-- হ্যা দেখলাম তো একুশ শ টাকা ।
-- কই দেখি তো প্রিয়া দাও তো মোবাইল টা , দেখি
-- আমি কই দেখেছি এটা তোমার বিশ্বাস হয় না
-- বিশ্বাস হয় । কিন্তু
-- কিন্তু কি? আগে টাকাটা দিয়ে নেই । ছোট মানুষ । দোকানে বসে আছে ।
-- শুন প্রিয়া ? দেশ ডিজিটাল হয়েছে তাই চোর বাটপার রাও ডিজিটাল হয়েছে ?
-- ওকে মান লাম ইমরান কিন্তু ছেলে টা যা সুন্দর করে কান্না কান্না কণ্ঠে বলেছে /
-- যতই বলুক ,! ফোন টা দাও ।
ইমরান চেক করে দেখে মোবাইল এ পাঁচ হাজার একান্ন টাকা । আমাকে বলে কি
কত ছিল তোমার মোবাইল এ । আমি বললাম- পাঁচ হাজার চেয়ে একটু বেশি ।
মোবাইলটা আমার হাতে দিয়ে বলল ভাল করে বিকাশ ম্যাসেজ টা দেখ যে ঐ
ছেলে টা তোমাকে একুশ টাকা দিয়েছে । আমি চেয়ে দেখি সত্যি একুশ টাকা ।
একটু পরে ছেলে টা আবার ফোন করল ।
--- হ্যালো আপু
-- হ্যা বল ,
--- আমি বসে আছি টাকা টা আসে নাই ।
-- অহ সরি , তোমার একুশ শ টাকা আমার ছোট ভাই তো পুলিশ তাঁকে তোমার নাম্বার সহ দিয়ে দিয়েছি । কিছু খনের মধ্য তোমার টাকা টা পাঠাবে বলেছে ।
হ্যালো হ্যালো হ্যালো ফোন বন্ধ । এখন পর্যন্ত আর চালু হয় নাই ।
১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৮
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: থ্যাংকস , পড়ার জন্য
২| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সচেতনতাই হউক সবার রক্ষার কবজ। ধন্যবাদ আপনাকে পোষ্ট এর জন্য।
১২ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৯
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: স্বাগতম পড়ার জন্য
৩| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০২
Abdur Rahim nil বলেছেন: আপনার পোষ্ট অনেকের যানা উচিত
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সেলিনা জাহান প্রিয়া, আমারও একই ঘটনা গতকাল ঘটেছিল। আমিও পুলিশের কথা বলায় আর ফোন করে নাই। পোষ্ট দিয়ে ভালই করেছেন সবাইকে জানিয়ে দেয়া দরকার।
নিচের পোষ্টটা পড়লেই বুঝতে পারবেন। ধন্যবাদ
অভিনব প্রতারণা এবং ধন্যবাদ ব্লগার অর্বাচীন পথিক