নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

বেখেয়ালীর রঙ তুলি

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৭

-------------------সেলিনা জাহান প্রিয়া

খেয়ালী মনের বেখেয়ালীর রঙ তুলির ভালবাসা ,
ভালবাসি খেয়ালিপনায় উড়াতে শাড়ির আঁচল ,
চুলের মিষ্টি সুবাসে দিতে চাই দিগন্তরের আভা
খেয়ালী মনের স্বপ্নের নদীতে ভাসতে চাই তোমাকে নিয়ে,
তোমার পাগলামিতে ভীত হতে দিধান্নিত হই না আমি-
খেয়ালের সচ্ছ দেয়াল আমার বিচরণ হৃদয়ের শিরায় |
আমি চিন্তিত চোখের লুকানো সে ভালবাসার রং সাদা কালো,
আমি তার অংকে হিসেব করি বেহিসেবি পাগলামিতে ,
তবু তার খেয়ালীপনা আঁকি, আলপনায়, এ মনের ভালবাসা ।
জানি কোনো রঙ রঙ্গিন দেখিনা তুমি ছাড়া আমাতেই !!
আমি তোমায় করেছি ধারণ মনের খেয়ালে, কল্প আড়ালে,
তোমার খেয়ালে নিজেকে দেখতে ভালবাসি বেখেয়ালীর রঙে |
তোমার শুদ্ধ -শুভ্রতা আমাতে যেন রঙ্গিন স্বপ্ন ডানা মেলে,
তবে স্বপ্নিল ভালবাসা ভরা মনটা তোমার চরণে সমর্পিত,
তোমার মনটা শুধু দিও বিনিময় মেনে, হেসো খানিক স্মিত |
তোমাতে উজার হতে এ মানব জনম হে বিদ্রোহী পুরুষ ,
ভালবাসতে শুধু বেঁচে থাকা, প্রিয়ার হৃদয়ের মনি কুটিরে
তবু চেয়ে নেই একটু প্রেম তোমার হৃদয় স্বর্গ সুষমা থেকে-
তুমি কোনো খেয়ালে বেখেয়ালীর রঙে আকাশে নীল মেল
আমি তোমায় করেছি ধারণ মনের খেয়ালে, কল্প আড়ালে,
তোমার খেয়ালে নিজেকে বিসর্জিত দেখতে ভালবাসি তাই |

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালবাসতে শুধু বেঁচে থাকা, প্রিয়ার হৃদয়ের মনি কুটিরে
তবু চেয়ে নেই একটু প্রেম তোমার হৃদয় স্বর্গ সুষমা থেকে-

--------------- অনেক ভাল লাগল।

২| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ২:০৪

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

৩| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৮

নুর ইসলাম রফিক বলেছেন: সুন্দর কথামালায় সৃষ্টি প্রেমমাখা কাব্যগাঁথা.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.