নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

কল্পনাও ভাবিনি

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫০




যা আমি কখনই কল্পনায়ও ভাবিনি
অতঃপর ভাবনার শেষ সীমানায়,
যেটা আমি ভুল করে ভাবতাম
তুমি সেই কস্ট গুলোকে ছুঁয়ে দিতে !
জড়াজড়ি করে শরীরের উত্তাপ
অনুভব করছো কী কষ্ট
পৃথিবীর সব ভালবাসা !
স্বপ্ন মাঝে রাখো তোমার হাত
চুপিচুপি সবুজ অরণ্যচারী
অর্ধআলো চাঁদনী রাতে
জল মাতাল চোখে
তুমি মেঘ ছুয়ে দেবে ...
তারপর তুমি জানবে
যতোবার স্বপ্ন ততোবার তুমি ।
অরন্যের অন্ধ চোখের মনি
বুকে হাত দিয়ে বলতে পারি আমি
ইট, সিমেন্ট এর ভাঁজে ভাঁজে
মনের দরজায় কবিতা লিখে রাখি ।
ইচ্ছেঘুরি গুলোর সুতো বাতাসে
উন্মুক্ত হয়ে নিঃশ্বাস নেয়
কি সুনিপুণ প্রয়াসের মনে
ব্যাস ব্যাসার্ধ অতিক্রম করে ।
পুরনো মন্দিরের মত
পূজায় তুমি নতজানু হও
তোমার পছন্দ মত দেবীর
বর দেবার ক্ষমতা তার নেই ।
আমার হৃদয় আজ কিশোরী
আমাকে ক্ষমা কর ,আমি দেবী নই
আমি শুধুই অপেক্ষায় আছি
অন্ধকারের পথ আলো দেবার ।
শ্রাবণের কালো মেঘের ভাঁজে
বইছে মহাকাল অনাগতকালের দিকে
যা আমি কখনওই কল্পনাও ভাবিনি
পৃথিবী ঘুরছে গদ্যময় সাগরের জলে ।
আনকোরা শাড়ীটার ভাজে
গোলাপের কুড়িগুলো মেলেনি
আমিও ভালোবাসি।যদিও
ভালোবাসার মানেটা ঠিক বুঝি না।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৮

কাজী জহির উদ্দিন তিতাস বলেছেন: খুব সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.