নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

চাকুরি হবে কিনা? সে এখানে যা বলেছে সব মিথ্যা ।

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৬




সাইকোলজির মানুষটা জেনে গেছে ইন্টার্ভিউ দিয়ে লাভ নেই কারন চাকুরি অন্য কেউ পাবে মামার জুরে ।
দেখল লোক যায় আর আসে এত তারাতারি তাহালে কি ইন্টার্ভিউ নেয় ?
এবার সাইকোলজির মানুষটা ডাক পেল

বেশ কয়জন লোক ইন্টার্ভিউ নিতে বসেছে । একজন প্রশ্ন করল
ঃ- তা আপনার বাড়ি কোন জেলায়:-?
ঃ- বর্তমান দুদক চেয়ারম্যান সাহেবের জেলায় ।
ঃ- উনি কি আপনার কিছু হয় ।
ঃ- হ্যা হয় । আমি যে মেয়েটি কে বিয়ে করব তার ছোট মামা
ঃ- আপনার বাবা কি করেন?
ঃ- স্যার বাবা বর্তমান সরকারের একজন আস্তা বাজন সাংবাদিক ।
ঃ- আপানার মা কি করেন । আমার মা তেমন কিছু করে না তবে আইন মন্ত্রীর
মিসেসের সাথে সমাজ সেবা মূলক কাজ করে । মা যা বলে অনি তাই করে দেন।
মা মোট কথায় তদবির ভাল বুঝেন ।
ঃ- তা আপনার জন্য তো আপনার মা তদবির করল না ।
ঃ- আসলে আমি আম্মুকে বলি নাই । আমার গার্ল ফ্রেন্ড বলল যাও ইন্টার্ভিউ দাও
বাবা বলেছ চাকুরি টা না হলে কোন সমস্যা নাই ?
ঃ- আপনি বলেন বাংলাদেশের মানুষ চাকুরীর জন্য যে ঘুস দেয় এটা আপনি কেমন
চোখে দেখেন ।
ঃ- স্যার ঘুষ খাওয়া হল সরকারি চাকুরি জীবীদের একটা যোগ্যতা । যারা খায় না
তাদের যোগ্যতা অভাব । যারা পেয়ে নেয় না ওরা ভিতু ।
ঃ- আপনি চাকুরি পেলে কি ঘুষ খাবেন । স্যার আমি জানি চাকুরি টা আমি পাব না
কারন আমি ঘুষ দেই নাই কাউকে । আর যদি পাই তাহালে ঘুষ খাব ।
কারন যারা ঘুষ পায় নাই আমি জেন তাদের জন্য কিছু করতে পারি ।
অন্য একজন এবার বলল । লিখা পরা যে করলেন তার একটা সরণিয় ঘটনা
বলেন
ঃ- স্যার আমি প্রথম শ্রেণিতে ভর্তির সময় বাবা মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে
ভর্তি করায় ।
ঃ- আপনার চাকুরি কি দরকার ?
ঃ- না স্যার জাস্ট জানতে আসলাম দেশে ভাল মানুষ আছে কি না ?
ঃ- কেন
ঃ- ভাল মানুষ থাকলে আমার চাকুরি হবে। আর না হলে গার্ল ফ্রেন্ড আছে একটা
কিছু হবে।
বোর্ডের সবাই একজন আর একজনের মুখে দিকে তাকাল ।

এখন বলুন তার চাকুরি হবে কিনা? সে এখানে যা বলেছে সব মিথ্যা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.