নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
------------------------ সেলিনা জাহান প্রিয়া
সব কিছু একেবারেই মুছে ফেলতে চাই
কোন এক অদৃশ্য রোদ্দুরের গল্পে ,
একটা নীল পদ্ম কোথাও ফুটে উঠবে
সন্ধ্যায় উত্তাপ ছড়ানো আলিঙ্গনে ।
সোনালী রঙ ছটা রোদ্দুর দিন নিশ্চিন্তে
চাষ করতে চাই অরন্যের বাগান ।
রাতের আঁধার আলো করে প্রতীক্ষাতে
আমার জীবনেতো একটাই বৃত্ত সীমার ।
ঠোঁটের ভাঁজে অষ্ট প্রহর প্রতীক্ষাতে বসে
তীব্র মায়ার অন্ধ জালে হৃয়য় জুড়ে থাকে ।
নিয়ন আলোয় মুগ্ধ আঁধারের ভেসে যাওয়া
ডুব সাঁতার যেন অবারিত জলে ছুটোছুটি ।
সব মুছে ফেলেছি -স্থাবর –অস্থাবর সম্পত্তি
সব মুছে ফেলেছি জমিয়ে রাখা সমস্ত অনুভূতি ।
মুছে ফেলেছি গাল ছুঁয়ে থাকা হাতের স্পর্শ
বুকের মাঝে সোদা গন্ধ,ইনবক্স ,টেক্স ,ই-মেইল ।
সব কিছু ভুলেছি সবুজ চায়ের সাথে মুগ্ধ মুখরতা
গোধূলীর ক্লান্ত ছায়ায় উচ্ছল গুনগুন তোমার শব্দ ।
ডুব দিয়ে ভুলে যেতে চাই প্রত্যন্ত জলাশয়ের জলে
শেষ দমকা হাওয়া গায়ে জুড়ে তোমার কথা ।
তোমার অগচরে কতো সহস্র শুভ্রতা ম্লান হয়
স্বপ্নরা লুন্ঠিত হয় কোন এক তীব্র মায়ায় মোহে।
শেষ রাতের ফাগুন বৃষ্টিতে কবিতার হাত ধরে
সব কিছু একেবারেই মুছে ফেলতে চাই ।।
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৬
সুজন চন্দ্র পাল বলেছেন: শেষ রাতের ফাগুন বৃষ্টিতে কবিতার হাত ধরে
সব কিছু একেবারেই মুছে ফেলতে চাই ।
বেশ বলেছেন , ভাল লাগলো।