নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
-----------------------------------------------------
পাত্র পক্ষঃ- মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে ।
পাত্রি পক্ষঃ- এমন ছেলে পেয়ে আমরা গর্বিত। ছেলের জন্য আমাদের ভালবাসার
কোন কমতি থাকবে না।
পাত্র পক্ষঃ- মেয়ে কে আমরা তার যথা সম্মান দিয়ে নিয়ে যাব। স্বর্ণের অলঙ্কার,
বেনারসের শাড়ি আর দেনমহর হবে তার অন্য বোন দের চেয়ে বেশি ।
পাত্রি পখঃ- ছেলে কে আমরা টি ভি ফ্রিজ ফার্নিচার এবং ঘর সাজিয়ে দেব ।
পাত্র পক্ষঃ- না আমাদের কিছুই লাগবেনা । আমাদের আল্লাহর রহমতে সবেই আছে ।
তবে একটা জিনিস আপনাদের মেয়ের কাছে চাইব ?
পাত্রি পক্ষঃ- কি এমন জিনিস বলুন আমরা তা অবশ্যই দেয়ার চেষ্টা করব ।
পাত্র পক্ষঃ- মেয়ে শুধু ভারতীয় বাংলা চ্যানেল যেমন স্টার জলসা , জি বাংলা , সনি
বাংলা , তারা বাংলা , দেখতে পারবেনা ।
পাত্রি পক্ষঃ- মেয়ে সম্ভবত এই বিয়েতে রাজি হবে না।
পাত্র পক্ষঃ- তাহালে এত গুণবতী পাত্রি আমাদের লাগবে না ।
২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৬
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আপনাদের ভাল লাগাই আমার সফলতা
২| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৪
আমি সৈকত বলছি বলেছেন: ব্যাপারটা আমার পছন্দ হয়েছে.. :p
আমি আমার জন্যও এই পন্থায় পাত্রি খুঁজবো..
২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৭
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: খুব ভাল হবে আশা করি কি বল?
৩| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৬
আমি সৈকত বলছি বলেছেন: আশা করতে পারি
৪| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩০
কিচ বলেছেন: এই টোটকা আবিস্কার করার আগে যাহারা পাত্রি ঘরে ঢুকাইয়া ফেলিয়াছেন এবং এখন চ্যানেল আসক্ত স্ত্রী লইয়া পস্তাইতেছেন তাহাদের জন্য কোন নতুন টোটকা পাওয়া যাইবে কি কাহারো নিকট হইতে? জানাইলে চির ঋণী থাকিব..।।
২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৭
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: অপেক্ষা করুন
৫| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৭
যোগন বলেছেন: we want to get rid of these channels...Need kind interference of the government....
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৯
প্রামানিক বলেছেন: ফাটাফাটি ব্যাপার। দারুণ একটা আইডিয়া। ধন্যবাদ